আরণ্যক'এর ব্লগ
"কিচ্ছু ভাল্লেগা না" রোগের সেবা প্রদানকারী ইউনানী হাকিমী দাওয়াখানা
আজকাল এটা খুবই প্রচলিত একটা বাক্য । বাসায়, অফিসে,
ব্লগস্ফিয়ারে, ফেবুতে ভুড়ি ভুড়ি "কিচ্ছু ভাল্লাগে না" টাইপের কথা দিয়া ভর্তি। আমার চার বছর বয়সী মেয়ে যখন সারাদিন পার্কে,মলে ঘোরাঘুরির পর বলে "বাবা, আমার কিচ্ছু ভাল্লাগছে না" - তখন মনে মনে ঠিক করি একটা দাওয়াখানা থাকা উচিত কিচ্ছু ভাল্লাগে না রোগের জন্য।