কারিমাট'এর ব্লগ
মজা পাইলাম না মজা
মজা পাইলাম না মজা
হাতে নিয়ে তাই গজা
মাছি উড়ে ভন ভন
গজা হয় ফন ফন!!!!
ফন ফন ভন ভন
চারদিকে সব ভেজাল
আসল জিনিষ কেনার জন্য
খোজতেছি তাই কাঠাল!!!!!!
কাঠালের আঠা কঠিন জিনিষ
তাহাতে নাই ভেজাল
আঠা যদি খাওয়ার হইতো
পাইতাম একটা কপাল!!!!!!!
পিরিতি কাঠালের আঠা
লোক সমাজে কথা
পিরিত ঘাইটা আঠার সন্ধান
পাইলাম নাতো সেথা!!!!!!
==========================================
ফোনেটিকে লিখেছি ,তাই বানান ভুল হইতেই পারে,মাফ করে দিবেন
স্পন্জের মানুষ ~~~~~~~~~~~~~~~~~~~~~
ঘুম কাঁদে বিশ্রামে কাম-ক্লেশে নীরব
ভয় পেয়োনা কাঁদতে,জনারণ্যের কোলাহল
কমলাপুর ষ্টেশানে পান্তার আড়ৎ
দাঁত কটমট জিজ্ঞাসা?
পান্তায় লবন নাই?
কিছু লেখা লিখতে গিয়ে আমি থেমে যাই । লিখতে পারিনা স্পন্জের মানুষেদের দিকে চেয়ে
তার পরেও এরাই সত্যিকারের মানুষ, যাদের কোন চাওয়া পাওয়া নাই