ইউজার লগইন

মজা পাইলাম না মজা

মজা পাইলাম না মজা
হাতে নিয়ে তাই গজা
মাছি উড়ে ভন ভন
গজা হয় ফন ফন!!!!

ফন ফন ভন ভন
চারদিকে সব ভেজাল
আসল জিনিষ কেনার জন্য
খোজতেছি তাই কাঠাল!!!!!!

কাঠালের আঠা কঠিন জিনিষ
তাহাতে নাই ভেজাল
আঠা যদি খাওয়ার হইতো
পাইতাম একটা কপাল!!!!!!!

পিরিতি কাঠালের আঠা
লোক সমাজে কথা
পিরিত ঘাইটা আঠার সন্ধান
পাইলাম নাতো সেথা!!!!!!

==========================================
ফোনেটিকে লিখেছি ,তাই বানান ভুল হইতেই পারে,মাফ করে দিবেন

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


খাইছে Tongue

কারিমাট's picture


কে কারে খাইছে? Laughing out loud

রায়েহাত শুভ's picture


আরে গজা, কাঠাল দেইখা সব্বার আগে খাওনের কথা মনে আসলো Smile

কারিমাট's picture


ভাইরে কাঠাল খাইনা আজ ৫ বছর(মন খারাপের ইমু হবে)

কারিমাট's picture


@মডু ভাই, পোষ্টাকে কি একটু ছোট করা যায় না?
আমি পোষ্টাকে ছোট করতে চাই। কেমনে করতে হয় জানি না

টুটুল's picture


এই ব্লগে মনে হয় কোন মডু নাই Sad

আপনি আপনার পোস্টের এডিট বোতামে ক্লিক কইরাইতো পোস্টরে যা ইচ্ছা তাই করতে পারেন

কারিমাট's picture


ট্রাই করতে হবে
না পারলে,
আমার নয়া ফরমুলা দিয়া টিরাই মারুম Big smile

আনন্দবাবু's picture


কাঁঠাল ভালো পাই না, তয় খাজা কাঁঠাল হইলে দুই একডা কোয়া মাইরতে রাজি আছি। Big smile

কারিমাট's picture


হা ভাই, দেশে থাকলে এমনই কইতাম আমি Laughing out loud

১০

সাঈদ's picture


এখনকার পিরিতের আঠা চাইনিজ মেড , তাই বেশীদিন থাকে না ।

১১

কারিমাট's picture


চাইনিছ রা সারা দুনিয়া ছাইয়া গেছে
"মেড ইন চায়না"
পিরিতের বাজারে ডুকলো কেমনে? Big smile

১২

কারিমাট's picture


চাইনিছ রা সারা দুনিয়া ছাইয়া গেছে
"মেড ইন চায়না"
পিরিতের বাজারে ডুকলো কেনে? Big smile

১৩

তানবীরা's picture


পিরিতি কাঠালের আঠা
লোক সমাজে কথা
পিরিত ঘাইটা আঠার সন্ধান
পাইলাম নাতো সেথা!!!!!!

খুবই সত্য কথা, আমি আপনের ফ্যান হয়ে গেলাম।

১৪

কারিমাট's picture


শরম দিলে কইল যামু গা Smile

১৫

লীনা দিলরুবা's picture


ফন ফন ভন ভন
চারদিকে সব ভেজাল
আসল জিনিষ কেনার জন্য
খোজতেছি তাই কাঠাল!!!!!!

ইহা কি! ইহার এমন বেড়াছেড়া অবস্থা ক্যান Steve

১৬

কারিমাট's picture


আপু,
পুরা বাংলাদেশটাই তো একটা বেড়াছেড়ার মধ্যে দিয়া চলতাছে
আর এটা তো আমার সামান্য ছড়া

আপনি,
কেমন হলে ভাল মনে করেন?
ভুলটুল থাকলে বলবেন
ঠিক করবো

১৭

প্রিয়'s picture


আপ্নের কবিতা পইড়া আরেকটা কবিতা মনে পড়ে গেল, ক্লাস ওয়ানে থাকতে আমরা পড়সিলাম-

কাশি খনখন
ফোড়া টনটন
মাছি ভনভন। Big smile Big smile

১৮

কারিমাট's picture


আপু অথবা ভাই, এইটা কবিতা না এটা একটা বাজে টাইপের ছড়া(এখানে কোন ইমু নাই) ধইন্যা পাতা

একটা ধন্যবাদ তো আমি পাইতাম(মন খারাপের ইমু)
ছোট বেলার কথা মনে করাইয়া দিলাম এর লাইগা(হালকা হাসির ইমু)

ধন্যবাদ আপনাকে

ধইন্যা পাতা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কারিমাট's picture

নিজের সম্পর্কে

মানুষ কে জানতে চাই