মজা পাইলাম না মজা
মজা পাইলাম না মজা
হাতে নিয়ে তাই গজা
মাছি উড়ে ভন ভন
গজা হয় ফন ফন!!!!
ফন ফন ভন ভন
চারদিকে সব ভেজাল
আসল জিনিষ কেনার জন্য
খোজতেছি তাই কাঠাল!!!!!!
কাঠালের আঠা কঠিন জিনিষ
তাহাতে নাই ভেজাল
আঠা যদি খাওয়ার হইতো
পাইতাম একটা কপাল!!!!!!!
পিরিতি কাঠালের আঠা
লোক সমাজে কথা
পিরিত ঘাইটা আঠার সন্ধান
পাইলাম নাতো সেথা!!!!!!
==========================================
ফোনেটিকে লিখেছি ,তাই বানান ভুল হইতেই পারে,মাফ করে দিবেন





খাইছে
কে কারে খাইছে?
আরে গজা, কাঠাল দেইখা সব্বার আগে খাওনের কথা মনে আসলো
ভাইরে কাঠাল খাইনা আজ ৫ বছর(মন খারাপের ইমু হবে)
@মডু ভাই, পোষ্টাকে কি একটু ছোট করা যায় না?
আমি পোষ্টাকে ছোট করতে চাই। কেমনে করতে হয় জানি না
এই ব্লগে মনে হয় কোন মডু নাই
আপনি আপনার পোস্টের এডিট বোতামে ক্লিক কইরাইতো পোস্টরে যা ইচ্ছা তাই করতে পারেন
ট্রাই করতে হবে
না পারলে,
আমার নয়া ফরমুলা দিয়া টিরাই মারুম
কাঁঠাল ভালো পাই না, তয় খাজা কাঁঠাল হইলে দুই একডা কোয়া মাইরতে রাজি আছি।
হা ভাই, দেশে থাকলে এমনই কইতাম আমি
এখনকার পিরিতের আঠা চাইনিজ মেড , তাই বেশীদিন থাকে না ।
চাইনিছ রা সারা দুনিয়া ছাইয়া গেছে
"মেড ইন চায়না"
পিরিতের বাজারে ডুকলো কেমনে?
চাইনিছ রা সারা দুনিয়া ছাইয়া গেছে
"মেড ইন চায়না"
পিরিতের বাজারে ডুকলো কেনে?
খুবই সত্য কথা, আমি আপনের ফ্যান হয়ে গেলাম।
শরম দিলে কইল যামু গা
ফন ফন ভন ভন
চারদিকে সব ভেজাল
আসল জিনিষ কেনার জন্য
খোজতেছি তাই কাঠাল!!!!!!
ইহা কি! ইহার এমন বেড়াছেড়া অবস্থা ক্যান
আপু,
পুরা বাংলাদেশটাই তো একটা বেড়াছেড়ার মধ্যে দিয়া চলতাছে
আর এটা তো আমার সামান্য ছড়া
আপনি,
কেমন হলে ভাল মনে করেন?
ভুলটুল থাকলে বলবেন
ঠিক করবো
আপ্নের কবিতা পইড়া আরেকটা কবিতা মনে পড়ে গেল, ক্লাস ওয়ানে থাকতে আমরা পড়সিলাম-
কাশি খনখন

ফোড়া টনটন
মাছি ভনভন।
আপু অথবা ভাই, এইটা কবিতা না এটা একটা বাজে টাইপের ছড়া(এখানে কোন ইমু নাই)
একটা ধন্যবাদ তো আমি পাইতাম(মন খারাপের ইমু)
ছোট বেলার কথা মনে করাইয়া দিলাম এর লাইগা(হালকা হাসির ইমু)
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করুন