অমি'এর ব্লগ
প্রিয় একটি গান : মেঘ থম থম করে
বিমূর্ত এই রাত্রী আমার
মৌনতার সূতোয় বোনা---
একটি রঙিন চাদর।।
.
সেই চাদরের ভাঁজে ভাঁজে
আছে ভালবাসা, আদর
.
অনেক পুরানা একটা গান। বাংলা সিনেমার স্বর্ণযুগ ছিলো সে সময়। অনেক ছোট সময়ে টিভিতে দেখা এই সিনেমাটা। গানগুলো এখনো গুন গুন করি।