প্রিয় একটি গান : মেঘ থম থম করে
বিমূর্ত এই রাত্রী আমার
মৌনতার সূতোয় বোনা---
একটি রঙিন চাদর।।
.
সেই চাদরের ভাঁজে ভাঁজে
আছে ভালবাসা, আদর
.
অনেক পুরানা একটা গান। বাংলা সিনেমার স্বর্ণযুগ ছিলো সে সময়। অনেক ছোট সময়ে টিভিতে দেখা এই সিনেমাটা। গানগুলো এখনো গুন গুন করি।
বাকিটা নাহয় এই লিংকুতে টিপি দিয়ে দেখুন
তুমিনালী (YouTube) গান শোনার এবং দেখার ভালো একটা জায়গা আমার। সময় এবং সুযোগের সঠিক ব্যবহার আমি তুমনালীতেই করে থাকি। হঠাৎ খোমাপুস্তক (Facebook) মারফত একটা গান ধরে আবার তুমিনালীতে খোঁজ দ্যা সার্চ। আপ্লুত হই বারবার। স্মৃতী হাতরাই। প্রতিটা গান কত প্রিয়। গানের পরতে পরতে ভালবাসা, দরদ। আর কে পারবে এমন দরদ ছড়িয়ে দিতে মানুষের মাঝে?
.
অনেক প্রিয় একটা গান আমার
মেঘ থম থম করে কেউ নেই
জল থই থই করে কিছু নেই
ভাঙনের যে নেই পারাপার
তুমি আমি সব একাকার
মেঘ থম থম করে কেউ নেই।
.
এই গানটা শুনতে ছিলাম বাপ্পা মজুমদারের কন্ঠে। হঠাৎ মূল শিল্পী ভুপেন হাজারিকার গানটা শুনতে গেলাম। গানটা ব্যবহার হয়েছে সীমানা পেরিয়ে সিনেমায়। গানটার শুরুতেই লেখা
.
সেদিন গভীর রাতে এক প্রলয়ঙ্করী ঝড় এবং জলোচ্ছাসে বাংলাদেশের উপকুলবর্তী এলাকা আক্রান্ত হয়। প্রায় ২০ লক্ষ লোক প্রাণ হারায়। অসংখ্য মানুষ এবং জীবজন্তু স্রোতের টানে ভেসে যায়।
.
এই গানটা দেখা আসলে প্রচণ্ড কষ্টের। গানের শুরুতেই বর্ণিত কথাগুলো নিশ্চয় এই অভাগা দেশের কোন সময়ের ঘটনার প্রেক্ষিতে আলমগীর কবির চিত্রায়ন করেছেন।
গানটা সুন্দর। কিন্তু দুঃসহ একটা স্মৃতির সাথে জড়িয়ে আছে।
ধন্যবাদ মীর
২৯ এপ্রিল '৯১। তখন চিটাগাং থাকতাম। পুরো ঘটনা চোখের সামনে ঘটেছিলো।

অসাধারন একটা গান
ধন্যবাদ রুমন
এই সিনেমার গল্প ৭০ সালের জলোচ্ছ্বাসের পটভূমিকায় তৈরী। শৈশব-কৈশোরে বহুবার এই ছবি দেখছি বিটিভির বরাতে। পরে যখন হার্মেন হেইসের সিদ্ধার্থ পড়ছি তখন বারবার মনে পড়ছে সীমানার পেরিয়ে'র কথা। যদিও সিদ্ধার্থের মাঝি প্রোটাগনিস্ট ছিলো না...
শৈশবে এই সিনেমা দেখেছি। রেডিওতে অনেক গান ও শুনেছি। কিন্তু আজকে ভিডিওটা দেখে মনে হলো সেই সময়ের ভয়াবহতার কথা।
ধন্যবাদ ভাস্কর
হ, গানডা ব্যাপক, আর সিনেমাটা তো জটিল, এরম স্মার্ট সিনেমা বানানের মেধা মনে হয় অখন আর নাই---
একই সিনেমার আরেকটা গান আছেনা, সুইমিং পুলের কিনারে গায় নায়িকা? সেডাও চরম...
এখন তো চাকভুমের যুগ। তাই হয়তো মেধাবীরা অন্য দিকে সরে গেছে
ধন্যবাদ শাওন
খোঁজ দি সার্চ কে বহুভাবে খুজছি কিন্তু পাচ্ছি না। কেউ লিঙ্ক পেলে প্লীজ আমাকে জানায়েন, আমি এই সিনেমাটা দেখতে চাইইইইইই
সম্ভবত এখনো ডিভিডি কপি মার্কেটে আসে নাই
সুন্দর একটা গান কিন্তু মন খারাপ করা।
ধন্যবাদ
থ্যাংকস ফর শেয়ারিং
ডেভেলপারদের কাছে অনুরোধ থাকবে লিংক ক্লিক করলে যেন নতুন ট্যাব আসে , নতুন ট্যাব না আসাটা একটু বিরক্তিকর লাগে
আপনি মাউসের রাইট ক্লিক দিয়ে নতুট ট্যাব ওপেন করতে পারেন। অথবা মাউসের স্ক্রল দিয়ে ক্লিক দিলে নতুন উইন্ডো অপেন হবে।
ধন্যবাদ আপনাকে
ঠান্ডা মাথার গান
সিনেমাটা আবার দেখতে ইচ্ছা করতেছে। ডিভিডি পাওয়া যায়? খোঁজ নিতে হবে
ডিভিডি পাওয়া যায়। আমার কাছে যে আছে সেইটা আর স্বীকার করলাম না।
অসুবিধা নাই, বাজারে পাওয়া গেলেই চলবে। কিনে নেবো
আমিও ছবিটা আরেকবার দেখতে চাই।ডিভিডি পাওয়া না গেলে মাসুমকে হাইজ্যাক করা হবে।
মাশাল্লাহ! অমি ভাই দেখি একখান পুষ্ট দিসিলেন ঠিকই!!! আমি তো আপনের অস্তিত্ব আছে কী নাই সেইটা নিয়া দ্বন্দে থাকি মিয়াভাই..যেদিন দেখি ব্লগে আপনে একাই আছেন, ডরে ডরে থাকি..কখুন না হাঁউমাঁউ খাঁও সুরে আমারে ধাওয়া করেন..যাক প্রাণ আসলো ধড়ে
দিল ঠান্ডা করা গান দুটোই! বাপ্পার গানটা শোনা ছিলোনা, আপনের কারণে শোনা হয়ে গেলো। সেজন্য কৃতজ্ঞতা
জলদি আরেকখান পুষ্ট দেন, নইলে আপনের সদস্যপদ খারিজের আবেদন করপো কিন্তু
ব্যাপক ভালো লাগছে গানদুটো শুনে, তাই আবারও ধন্যবাদ। ভালো থাকা হোক।
টুটুল ভাই,
অনেক দিন হইল, একটা পোষ্ট দেন না!
স্মৃতি জাগানিয়া গান।
মন্তব্য করুন