ইউজার লগইন

বউরঙ্গ (পোলাপাইনের জন্য না)

husband-wife.jpg
সকালে ঘুম ভাঙ্গার পর পাশে হাত দিয়া দেখি বউ নাই। আবার দরজাও বন্ধ। বউ কৈ গেলো। চোখ মেলে দেখি পায়ের কাছে শোয়া। আমি তারে বললাম, ‘ও, তুমি সকাল সকাল বেহেস্তে গেছো।’ সে বললো ‘মানে কি?’ আমি বললাম, ‘স্বামীর পায়ের কাছেই তো স্ত্রীর বেহেস্ত।’

সবার ভাগ্য তো আমার বউয়ের মতো হয় না। আরেকজনের একটা কাহিনী বলি। ঈদের দিন সবাই তারে সালাম করে আর সালামী নেয়। তার বউ আইসা আহলাদ কইরা কয়, আমার সেলামি কৈ?
সে তখন তার বউরে কইলো, ‘উল্টা তুমি আমারে সালামি দিবা।’
তার বউ টাসকি খাইয়া কয়, ‘কেন আমি তোমারে দেবো কেন?’
জামাই কখন কইলো, ‘আমি যে প্রায় রাতেই তোমার দুই পা কান্ধে রাখি, সেইটার সেলামি কৈ?’

তবে সবাই যে বউয়ের পাশে পাশে ঘুর ঘুর করে তা কিন্তু না। আমার এক বড় ভাই আবিস্কার করছে যে, ঢাকা শহরের সবচেয়ে ভাল জিনিষ হচ্ছে জ্যাম। ট্রাফিক জ্যাম। অফিস শেষে বাসায় যাওয়ার পথে জ্যামে সে দুই ঘন্টার বেশি আটকা থাকে। এই দুই ঘন্টাই নাকি তার জীবনের সেরা সময়। দ্রুত বাসায় চলে গেলে তো সেই বউয়ের পাল্লায় পড়তে হইতো। বউয়ের হাত থেকে বাঁচতে সে নাকি জ্যামে থাকতেই বেশি পছন্দ করে। গাড়ির মধ্যে এসি ছাইড়া শান্তিমত সময় কাটায়।

আমার বাবা গত আওয়ামী লীগের সময় সুস্থ ছিলেন। শেখ হাসিনা তখন বেশি বেশি কথা বলার জন্য বেশি বিখ্যাত ছিলেন। সে সময় বাবা প্রায়ই একটা কথা বলতেন। বলতেন, ঘরে আর বাইরে, যেখানেই যাই হাসিনার জ্বালায় আর বাঁচি না।
আমার মায়ের নামও হাসিনা।

বউ কি কাজে লাগে তাইলে? এটা নিয়া আমার পুত্রের একটা থিওরি আছে। রাইয়ানের বয়স এখন চার। আরও ৬ মাস আগের কথা। সে তখন বিয়ে করতে রাজী ছিল। একদিন তারে জিজ্ঞাসা করলাম, ‘বাবা, বিয়ে করবা’।
সে বললো, ‘ করবো, বাবা।’
-বউ দিয়া কি করবা?
রাইয়ান তখন তার সেই ঐতিহাসিক উত্তরটা দিয়েছিল, ‘বউ আমাকে ছুছু করাইয়া দেবে।’

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


SmileSmileSmileLaughingLaughingLaughing

শওকত মাসুম's picture


বউ খুজতাছেন দেখলাম। বউরে আগেই জানাইয়া রাইখেন চাহিদাগুলা

রাসেল আশরাফ's picture


আমি তো মনে করছি এই গুলো এমনিতেই করে দিবো.।.।।

হাসান রায়হান's picture


বাপের কাছ থিকা শিখছে ভাইস্তায়। কোলন পি । Laughing out loud

শওকত মাসুম's picture


আরে কি কন? আমি তো উল্টা বউরে কইলাম ছেলে এইটা কয়. সুতরাঙ এখন থেইক্যা..........

হাসান রায়হান's picture


যাই কন মানতে পারতাছিনা। পায়ের নিচে শোয়ান ধার্মিক হিসাবে না হয় মাইনা নেয়া গেল। কিন্তু তাই বলে .. এইটা কিন্তু বেশি হইয়া গেছে!

নীড় সন্ধানী's picture


‘বউ আমাকে ছুছু করাইয়া দেবে।’

মাসুম ভাই, আপ্নের গোপন কথাটা এভাবে ফাঁস কইরা দিলেন?

শওকত মাসুম's picture


আর কইয়েন না। আমার দাবি তো বউ এখনো মানলো না। আফসুস। জীবনটা তাইলে আরো আরামের হইতো।

জ্যোতি's picture


Rolling On The Floor Rolling On The FloorRolling On The Floor Rolling On The FloorRolling On The Floor Rolling On The FloorRolling On The Floor Rolling On The FloorRolling On The Floor Rolling On The FloorRolling On The Floor Rolling On The Floor
রাইয়ান এই শিখলো?

১০

হাসান রায়হান's picture


বাচ্চা ছেলে তার আর কি দোষ। বড়দের যা করতে দেখে তা থেকেই শিখে।

১১

টুটুল's picture


Smile Smile Smile Smile

১২

জ্যোতি's picture


আমি কিছু কইতাম না। কইলে তো আমার দোষ দিবেন আপনি। তবে এইটাই কই, মাসুম ভাই ছেলেরে এই শিখাইলো?ছি ছি!

১৩

শওকত মাসুম's picture


জয়িতা-সামনেই তো তোমার বিবাহ? কি করতে হয় বুঝলা তো?

১৪

শওকত মাসুম's picture


উল্টা তো আমি আমার ছেলের কাছ থেকে শিখলাম। কিন্তু বউ তো মানে না। আফসুস

১৫

জ্যোতি's picture


Angry Angry Angry Angry Angry Angry Angry Angry

আপনি বউরে দিয়া এই কাজ করান দেইখা কি সব বউ এসব করবে?জীবনে তো প্রথম শুনলাম।আপনার বিরুদ্ধে মামলা করা উচিত।

১৬

শওকত মাসুম's picture


বউরে দিয়া করানো যাবে না এইটা কোন আইনে আছে? আর আইনে থাকলে কও, বউরে দেখাই। তাইলে যদি রাজি হয়। আর তুমিও প্রস্তুত হও।

১৭

জ্যোতি's picture


Angry Angry Angry Angry Angry Angry Angry Angry Angry Angry
Angry Angry Angry Angry Angry Angry Angry Angry
Angry Angry Angry Angry Angry Angry
Angry Angry Angry Angry
Angry Angry

জিগান সবাইরে। কেউ শুনে নাই। আপনি জানেন তাই ছেলে শিখলো। আর এখন পুলাপাইনরে কুবুদ্ধি শিখাইতাছেন।

১৮

শওকত মাসুম's picture


এই পোস্ট তুমি প্রিয়তে রাইখা দেও। বিয়া ঠিক হইলে জামাইরে পড়তে দিও। ভুইলো না কিন্তু। আর এই জাতীয় কোন কোর্স থাকলে ভর্তি হইতে পারো।

১৯

জ্যোতি's picture


আপনার এই পো্ষ্টেই আর আসব না। আমার জামাই লক্ষী হবে বলেই আশা করি। নাইলে বাদ।

২০

শওকত মাসুম's picture


এই চাহিদা জানার পর বাদ?

২১

জ্যোতি's picture


বলছি না আর কিছু বলব না। এই পোষ্টেও আসব না।এই চাহিদা কেম্নে জানবে?কে জানবে?

২২

টুটুল's picture


হাহাহাহাহাহাহাহ
হোহোহোহোহোহোহো
ভাবীরে এই পোস্টটা পড়াইয়েন Wink

২৩

শওকত মাসুম's picture


সে এইসব পইড়া কি করবো? তার ম্যালা কাজ

২৪

সাঈদ's picture


আমি রাইয়ান কে পরথমে ঐ নামের কাছাকাছি নামে পড়ছিলাম Tongue

২৫

শওকত মাসুম's picture


হুমমমম

২৬

লীনা দিলরুবা's picture


হাহাহাহা।

২৭

শওকত মাসুম's picture


দায়িত্বের কথা ভুইলেন না।

২৮

নজরুল ইসলাম's picture


২৯

শওকত মাসুম's picture


খ্যাক খ্যাক খ্যাক

৩০

তায়েফ আহমাদ's picture


বউ আমাকে ছুছু করাইয়া দেবে।
হা হা চে উ প গে.....

যোগ্য পিতার যোগ্য উত্তরসুরী......

৩১

শওকত মাসুম's picture


আমি তো উল্টা পুত্রের অনুসারী হইতে চাই। বউ তো মানে না

৩২

জমিদার's picture


৬ মাস আগের কথা। সে তখন বিয়ে করতে রাজী ছিল।

ভাইস্তা কি এখন আর বিয়ে করতে রাজি না।
বিয়া করলে কি সমস্যা , তা কি বুঝে গেছে Wink

৩৩

শওকত মাসুম's picture


হু, তাকে শিখানো হইছে যে বিয়ের কথা বললে বলতে হবে যে ছোটরা বিয়ে করে না।

৩৪

মানুষ's picture


খিকজ!

৩৫

শওকত মাসুম's picture


Smile

৩৬

মেসবাহ য়াযাদ's picture


‘বউ আমাকে ছুছু করাইয়া দেবে।’
জটিল কৈছে পোলায়। এমুন বাপের পোলা এই ছাড়া
আর কী কৈবো ? সাবাস, বাপকা বেটা...

৩৭

শওকত মাসুম's picture


আমার পোলা অনেকেরই খবর করাইয়া দিবো। ভয়ে আছি। মানুষরে পটাইতে তার লাগে এক সেকেন্ড।

৩৮

মাহবুব সুমন's picture


Smile

৩৯

শওকত মাসুম's picture


পোলার উক্তি পছন্দ হইছে?

৪০

নাজ's picture


Laughing

৪১

শওকত মাসুম's picture


শিখলা কিছু?

৪২

সাহাদাত উদরাজী's picture


অনেক সুখে আছেন বলে মনে হলো! মেসবাহদের হসপিটালের নাম্বারটা হাতের কাছে রাখবেন, কাজে লাগবে কোন দিন!!

৪৩

শওকত মাসুম's picture


হাসপাতালে যাওয়ার পরিকল্পনা বাদ আপাতত। এখন খালি আমি আর বউ, মানে ইউ অ্যান্ড মি ওনলি।

৪৪

রুবেল শাহ's picture


খেক খেক ....

৪৫

শওকত মাসুম's picture


আমার খোমা কই?

৪৬

শাওন৩৫০৪'s picture


বউয়ের এরম দায়িত্বের কথা আগে জীবনে ভাবতেও পারিনা, রায়হান বাপ অনেক বড়ো হোক, এলেমদার হোক---

৪৭

শওকত মাসুম's picture


জানার আর শেখার কোনো শেষ নাই।

৪৮

মুকুল's picture


বাপকা বেটা !

৪৯

শওকত মাসুম's picture


উল্টা। আমি আমার ছেলের ভক্ত।

৫০

মামুন হক's picture


হা হা হা! দুর্দান্ত মজা পাইলাম। আসলেই বাপকা বেটা!!

৫১

শওকত মাসুম's picture


আপনার মেয়েদের আমার ছেলের সামনে আইনেন না কিন্তু। আমার পোলা বান্দর আছে।

৫২

সামছা আকিদা জাহান's picture


হা হা হা দারুন বলেছে ছেলে? বুদ্ধিমান ছেলে।

৫৩

আরিফ বুলবুল's picture


মজার হয়েছে। আনন্দ পেলাম!

৫৪

তানবীরা's picture


ইয়ে মানে ছবিটা সুন্দর হইছে

ভাতিজা বাবাকে ক্রস করবে ঃ()

৫৫

রাফি's picture


হাহাহাহা, হাসতে হাসতে শ্যাষ.....।

ছোটদের সামনে সব কিছু করতে নাই, এরা কখন যে কি শিখ্যা ফেলে.. সাবধান থাইকেন।

৫৬

অতিথি Rashida Afrose's picture


Az mon khub kharap.Lokjon kebol boka banay,sheta onno kahini,aashol kotha boli,APNAR LEKHA PORE MON VALO HOE GELO.

৫৭

লীনা দিলরুবা's picture


এ্যই তুই কইথেইকা উদয় হৈছস? মন খারাপ ক্যান, আর তোরে বোকাইবা কে বানায়! নামটা বলিস, তারে বোকা বানায় দিবো Wink

এখনো অতিথি আছস? মডুরে ফুনাইস।

৫৮

মেসবাহ য়াযাদ's picture


আরে এইটা কী সেই রশিদা আফরোজ, যাকে আমি চিনি ??

৫৯

নুশেরা's picture


ভাবীর জন্য দুঃখপ্রকাশ করা ছাড়া গতি নাই

৬০

স্বপ্নের ফেরীওয়ালা's picture


Smile) আহারে বাপ টা যদি পোলাটার মত হইতো Smile)

~

৬১

নাঈম's picture


হা হা গ খা প গে Smile) Smile) Smile) Smile) Smile) Smile) Smile) Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

দারুন শিক্ষণীয় পুষ্ট Wink Wink Wink

৬২

আহমেদ রাকিব's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

৬৩

~স্বপ্নজয়~'s picture


ভাতিজা ব্যাফক জ্ঞ্যানী কথা কইছে Wink বউদের প্রধান দায়িত্ব উহাই হওয়া উচিৎ Wink

৬৪

বোহেমিয়ান's picture


Rolling On The Floor =))

৬৫

মুক্ত বয়ান's picture


পুলার কাছে ট্রেনিং নিতাম চাই। ভবিষ্যতে কাজে লাগবো!!! Wink Wink

৬৬

নাজমুল হুদা's picture


শওকত মাসুম লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শেখে নাই । তবে লেখালেখিটা ভালই শিখেছেন । চিরন্তনী রচনা, দেরিতে পড়লাম - রস পুরোপুরি বজায় আছে এবং থাকবেও । তাইতো, ছেলেরা বাপকে শেখাবার দিন এসে গেছে ।

৬৭

নাহীদ Hossain's picture


LaughingLaughing গুনীজনেরা বলে ... শিক্ষার কি আর শেষ আছে !!

৬৮

কামরুল হাসান রাজন's picture


দূর্দান্ত Big smile যেমন মাসুম বাপ, তেমনি মাসুম শিশু হাহাপেফা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।