ইউজার লগইন

সামছা আকিদা জাহান

পোস্ট করেছেন: (৫০)
কমেন্ট করেছেন: (১৩১৪)
সামছা আকিদা জাহান's picture

Personal information

বাংলায় নাম
সামছা আকিদা জাহান
নিজের সম্পর্কে

যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারেবারে,
আমার জীবনে তোমার আসন গভীর আন্ধকারে।
যে লতাটি আছে শুকায়েছে মূল
কূড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল
আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে।
পূজা গৌরব পূর্ন বিভব কিছু নাহি নাহি লেশ
কে তুমি পূজারী পরিয়া এসেছ লজ্জার দীনবেশ।
উৎসবে তার আসে নাই কেহ
বাজে নাই বাঁশি সাজে নাই গেহ
কাঁদিয়া তোমারে এনেছে ডাকিয়া ভাঙ্গা মন্দির দ্বারে।
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে।

পরিসংখ্যান

সময়কাল
15 years 21 সপ্তাহ
ব্লগ
সাম্প্রতিক ব্লগ দেখুন