ইউজার লগইন

ক্রী একবার তার এক বন্ধুকে এনে বসিয়েছিলো ঝাকড়া লেবু গাছটাতে


হাউজ অভ ফ্লাইং ড্যাগার্স দেখতে সাজেস্ট করার জন্য বাফড়া বস্'কে মাইকে ধন্যবাদ। বর্ণ আল্টিমেটামের অনেকদিন পর একটা এ্যকশন মুভি দেখে ভালো লাগলো। অবশ্য ভালো হলিউডি এ্যকশন এখনো চোখে পড়ে নাই। ইদানীং মুভির বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর মেকিং খুব খেয়াল করে দেখার চেষ্টা করি। এইটার লাস্ট সীনে ময়নাপাখি নায়িকাটির জন্য খুব খারাপ লেগেছে। তবে পুরা সিনেমাটা সর্বোচ্চ জোস্। জ্যাকি চ্যান-জেট লী'র ফরবিডেন কিংডমের চেয়েও ভালো।

ভয়ংকর চাপ অনুভব করছি। এটা রক্তে হতে পারে। মজ্জায় বা নিউরণে হতে পারে। হাত কিংবা পায়ের নখেও হতে পারে। ঠিক ধরতে পারছি না কোথায়। কিন্তু অনুভব করছি। প্রেশার রিলিজ বাটন না টেপা পর্যন্ত এটা চলতে থাকবে। খুঁজে পাচ্ছি না বাটনটা কোথায়।

আদ্যিকালে দেখা একটা স্বপ্নে আমি বিমান চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছিলাম। সেটা যদি স্বপ্ন না হতো, তাহলে ভালো হতো। অন্তত নতুন একটা কাজ শেখা হতো। পুরোনো কাজগুলোকে পুরোনো ছালের মতো লাগছে।

নিঃশব্দচারী পোকাগুলো কামড়ায় না। শুধু শরীরের ওপর দিয়ে পিলপিলে পাএ হাঁটে। আর এত সন্তপর্ণে রক্ত চোষে যে কখনোই টের পাই নি। অনেকদিন প্রাণী হত্যা হবে ভেবে, পোকাগুলোকে মারি নি। ধরে ধরে ছেড়ে দিয়েছি। একদিন একটাকে টিপে মেরে দেখি শরীর ভর্তি লাল টকটকে রক্ত। তখন বুঝেছি ওরা ক্ষুদে রক্তচোষা।

নিস্পৃহতা একসময় ব্যক্তির চারপাশে একটা বলয় গড়ে তোলে। সেটা কেউ আর ভাঙতে পারে না। যতই কাছে আসতে চায়, তত বাধাপ্রাপ্ত হয়। কিন্তু একসময় ব্যক্তিও যে এই বলয় ভেঙ্গে আর বেরিয়ে আসতে পারে না, সেটা কি সবাই জানে?

আমার ভুলে যাওয়া সুরে
কে বাজাচ্ছ একতারা
তুমি এসো আমায় নিতে
আমি দিয়ে দেবো ভাড়া।
---

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

শাতিল's picture


ডিসক্লেইমার টা কি?
লেখার জন্য কোক

লীনা দিলরুবা's picture


নিস্পৃহতা একসময় ব্যক্তির চারপাশে একটা বলয় গড়ে তোলে। সেটা কেউ আর ভাঙতে পারে না। যতই কাছে আসতে চায়, তত বাধাপ্রাপ্ত হয়। কিন্তু একসময় ব্যক্তিও যে এই বলয় ভেঙ্গে আর বেরিয়ে আসতে পারে না, সেটা কি সবাই জানে?

জটিল। জটিল বললেন।

এই লেখাটা ডায়েরির পাতার মতো লাগলো। এত এত পুরনো ডিসক্লেইমার বকেয়া, নতুন আরেকখানা!

সামছা আকিদা জাহান's picture


কেমন যেন খাপছাড়া। একটি উক্তির সাথে অন্যটির সমন্নয় নেই তবে মিল একটাই প্রতিটিতে বেজেছে বিষন্নতার সুর হতাশার সুর। আমি ভাই আশাবাদী মানুষ। নিরাশা আমাকে ছোঁয় না কখনই।

জ্যোতি's picture


নিস্পৃহতা একসময় ব্যক্তির চারপাশে একটা বলয় গড়ে তোলে। সেটা কেউ আর ভাঙতে পারে না। যতই কাছে আসতে চায়, তত বাধাপ্রাপ্ত হয়। কিন্তু একসময় ব্যক্তিও যে এই বলয় ভেঙ্গে আর বেরিয়ে আসতে পারে না, সেটা কি সবাই জানে?

হুমম। জানি তো।

মেসবাহ য়াযাদ's picture


নিস্পৃহতা একসময় ব্যক্তির চারপাশে একটা বলয় গড়ে তোলে। সেটা কেউ আর ভাঙতে পারে না। যতই কাছে আসতে চায়, তত বাধাপ্রাপ্ত হয়। কিন্তু একসময় ব্যক্তিও যে এই বলয় ভেঙ্গে আর বেরিয়ে আসতে পারে না, সেটা কি সবাই জানে?

এর পরে আর কোনো কথা নাই ওস্তাদ ! সেলাম

শওকত মাসুম's picture


মীরকে আজকাল একটু বিষন্ন লাগে, কেন?

রায়েহাত শুভ's picture


মীর কি কোনো কারণে ডিপ্রেসড???

একজন মায়াবতী's picture


আমার ভুলে যাওয়া সুরে
কে বাজাচ্ছ একতারা
তুমি এসো আমায় নিতে
আমি দিয়ে দেবো ভাড়া।

সুন্দর।

নাজ's picture


হুমমম Waiting

১০

শর্মি's picture


ব্যাপক! Smile

১১

টুটুল's picture


সান্তনা

১২

নজরুল ইসলাম's picture


ব্যাপক

১৩

লীনা দিলরুবা's picture


মীর? লেখা কোথায়????

১৪

তানবীরা's picture


কিন্তু একসময় ব্যক্তিও যে এই বলয় ভেঙ্গে আর বেরিয়ে আসতে পারে না, সেটা কি সবাই জানে?

জানলেও কিছু করার আছে কি?

কবিতাটা কার মীর? অদ্ভূদ সুন্দর

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!