| দিনকাল |
.
চারজনে রোজ টেনেটুনে
ভাড়াবাসার সংসারে
এক কেজি চা’ল এক পা’ আটা
তার চেয়ে কি কম সারে?
আধ পোয়া ডাল এক চিমটে মাছ
বেগুন কচু পটলটা
না হলেই নয় আর যা লাগে
বাদ রাখো দুধ আসলটা।
ওষুধ-বড়ি ছেলের পড়া
মেহমানদারী নাই হলো
ছ’কিলো পথ হেঁটেই অফিস
বাস ভাড়া কই পাই বলো?
এই হালে দিন পাড়ি দিয়েও
ছা-পোষা মাস কাবারে
মাইনে করে মশ্কারি আর
পিলে চটকে বাজারে!
...
সময়টাইতো এমন
বস নিয়মিত লেখেননা ক্যান
ভালো লাগলো রনদা। নিয়মিত লিখলে আরো ভালো লাগবো...
সইত্য কথা রে বাই। পছন্দ হইচে
রন দা,
আমি বাজার করি,
নিজের ও দেশের অবস্থা বুঝি।
আহা কি যে সত্য সব কথা...।
মাইনে করে মশ্কারি আর
পিলে চটকে বাজারে!....................খুব ভাল লাগছে ।
আপনার রসালো মন্তব্য আর লেখা দুইই মিস করি রনদা। আর একটু নিয়মিত হওয়া যায় না?
মন্তব্য করুন