মোবাইলের গুণকীর্তন
মোবাইলের গুণকীর্তন
শোনেন মিয়াভাই
মোবাইল ছাড়া জীবন
মোদের যেন বৃথাই।
মোবাইলে চলছে মোদের
পণ্য বেচাকেনা
জরুরি সব খবরাখবর
থাকছে না অজানা।
মোবাইলেই শুনছে গান
খেলছে নানা খেলা
একাকীত্ব কাটছে বটে
কাটছে সময় মেলা।
মোবাইলেই চলছে কাটা
ট্রেন-প্লেনের টিকেট
ব্যস্ত সময় দেখছে খেলা
ফুটবল আর ক্রিকেট।
ভ্রমণে দেশ-বিদেশে
ঠেকায় সাধ্য কার
ছেলে-বুড়ো নর-নারী
মোবাইল সঙ্গী তার।
বার্থডে আর ম্যারেজ ডের
হচ্ছে পিকস আপলোড
সপ্তাশ্চর্য সুন্দরবনকে
করছে আরো ভোট।
ডাকহরকরার আশায় মা
থাকেন না পথ চেয়ে
মোবাইলে এসএমএস
যাচ্ছে সহসা পেয়ে।
প্রবাসী স্বামীকে আর
লিখে না বউ চিঠি
নির্ধারিত নম্বর দিয়ে
সেন্ড বাটন দেয় টিপি।
* টিপি-টিপে দেয়।
পুনশ্চ : আমরা বন্ধুর তানবীরা আপার অনুরোধের ঢেঁকি গেলা এ ছড়াটি।
কৃতজ্ঞতা অসীম।
সুন্দর হয়েছে
ধন্যবাদ অজস্র।
অনেক অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগার জন্য
থাকলো।
'আকাশেতে লক্ষ তারা .....' আমার জন্য মাত্র ১টি। ধন্যবাদ।
ভালো লেগেছে
অশেষ ধন্যবাদ...
ভালো লেগেছে
ভালো লাগার জন্য
ব্যাপক!!
আন্তরিক ধন্যবাদ..
মন্তব্য করুন