ড্যাম কেয়ার
আহা! কি যে বাহারে
কমছে সূচক শেয়ারে,
কতো কি যে প্রণোদনা
প্রধানমন্ত্রীর বিবেচনা
গেলো মাঠে মারা যে।
মুহিত কামাল সালমান
করলো জারি ফরমান,
মৌলভিত্তি জেনে বুঝে
লগ্নি করো শেয়ারে
রবে ড্যাম কেয়ারে।
কি যে মজা আহা! রে
সূচক কমছে বাহা রে,
স্বল্প মধ্য দীর্ঘমেয়াদে
প্রণোদনা কয় কাহারে
বাড়ছে কি দর শেয়ারে।
ফটকাবাজের সরদার
কমিটি করে বারবার,
তদন্ত নয় সময়ক্ষেপণ
প্রতিবাদে দলন-পীড়ন
কি তামাশা বাহা রে।
দিন নয়, মাস নয়
বছর গেলো পেরিয়ে,
দরপতনের এমন ধারা
দেখেনি কেউ শেয়ারে
মরছে যুবক আহা! রে।
অর্ধাহার আর অনাহারে
যাচ্ছেবা কেউ দিন গুজারে,
দায়দেনা লোনের দায়ে
মানসম্মান সব হারিয়ে
নিচ্ছে বেছে পরপার!
নিঃস্ব সবাই কাঁদছে এবার
কাঁদছে যে তার পরিবার,
আত্মহনন কেউবা করে
সাধ্য কি তা দুর্নিবার
কমছে সূচক বারবার।
০৮.০২.২০১২
বহুদিন পর।
যদিও বিষয়টা মর্মান্তিক কিন্তু ছড়াটা দারুন হয়েছে
হ্যাঁ অনেক দিন পর...
আবার এসেছি ফিরে
আমরা বন্ধুর তরে।
আলী ভাই, আপনার সব ছড়ার মধ্যে এইটা বেশি ভালো লেগেছে। কেমন অছেন? বাচ্চাদের মুরগি ছানাটা কেমন আছে? লিখতে থাকুন নিয়মিত। আপনার ছড়া মিস করেছি এতোদিন।
ভালো লাগার জন্য ধন্যবাদ।
মুরগি ছানাটি সম্বন্ধে পোস্ট পড়ে জেনে নিন।
মন্তব্য করুন