নাম তার মোস্তাক
নামটি তার মোস্তাক
নেই কোনো রাখঢাক
আসে যখন অফিসে
পা মোছে পাপোসে।
বসে যখন চেয়ারে
কেউ নেই কেয়ারে
হাসে বসে মুচকি
প্রিয় মাছ কাচকি।
সারা দিন আপলোড
মনে রাখে নিউজ কোড
ডেস্কটপ নয় ল্যাপটপ
তার আছে জানা সব।
যায় কখনো চ্যাটিংয়ে
স্বপ্ন আঁকে ব্যাটিংয়ে
যায় না তবু মিটিংয়ে
মাঝে মধ্যে ডেটিংয়ে।
ছুটির দিনে গুলশানে
কাটে সময় জলপানে
পছন্দ তার মাছ-ভাত
ভয়টি শুধু বজ্রপাত।
***পুনশ্চ : মোস্তাকের অনুরোধে ঢেঁকি গেলা
@হাতিরপুল, ঢাকা-১১.১২.১৩
খুব ভাল লাগলো
মোস্তাকের জন্যে শুভকামনা
ভালো লাগার জন্য ধন্যবাদ...
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
-তানবীরা
মন্তব্য করুন