ভালোবাসার কাঁসুন্দি
ভালোবাসা একটি ভালো বাসা
ভালোবাসা জনম জনম ধরে
ভালোবাসা বিধাতার প্রতি
ভালোবাসা গর্ভধারীণির তরে।
ভালোবাসা বাবা আদম (আ.)
ভালোবাসা মা হাওয়াকে ঘিরে
ভালোবাসা যেন গোটা পৃথিবী
ভালোবাসা বিশ্বমানবের তরে।
ভালোবাসা সে তো ভালো বাসা
ভালোবাসা বিশ্ব সৃষ্টি রহস্য ঘিরে
ভালোবাসা স্বামী-স্ত্রী পরস্পরে
ভালোবাসা সন্তানের তরে।
ভালোবাসা শুধুই ভালো বাসা
ভালোবাসা আত্মা-প্রেতাত্মা ঘিরে
ভালোবাসা জন্মদাতার প্রতি
ভালোবাসা ভাইয়ের তরে।
ভালোবাসা একটি বাস্তবতা
ভালোবাসা জন্ম-জন্মান্তরে
ভালোবাসা বিশ্বমানবের প্রতি
ভালোবাসা সৃষ্টজীবের তরে।
ভালোবাসা ইহকাল-পরকালে
ভালোবাসা আদি-অনন্ত ঘিরে
ভালোবাসা দুনিয়ার প্রতি
ভালোবাসা নর-নারীর তরে।
ভালোবাসা ইউসুফ-জুলেখার
ভালোবাসা ইতিহাস গড়ে
ভালোবাসা লাইলি-মজনুর
ভালোবাসা প্রেমিকার তরে।
ভালোবাসা পৃথিবী সৃষ্টির
ভালোবাসা যুগ-যুগান্তরে
ভালোবাসা প্রেমিক ফরহাদের
ভালোবাসা শিরির তরে।
ভালোবাসা আগ্রার তাজমহল
ভালোবাসা প্রেমিক যুগল ঘিরে
ভালোবাসা সম্রাট শাহজাহান
ভালোবাসা মমতাজের তরে।
ভালোবাসা যেন প্রভাতফেরি
ভালোবাসা মাতৃভাষাকে ঘিরে
ভালোবাসা সালাম বরকত
ভালোবাসা রফিকের তরে।
ভালোবাসা কখনো নির্দয় নিষ্ঠুর
ভালোবাসা জীবন-যৌবন ঘিরে
ভালোবাসা কখনো স্বপ্ন দেখায়
ভালোবাসা যেন নিঃস্ব করে।
ভালোবাসা একাত্তরের হাতিয়ার
ভালোবাসা পুত্রহারা মাকে ঘিরে
ভালোবাসা সম্ভ্রমহারা বোন
ভালোবাসা বীরাঙ্গনার তরে।
ভালোবাসা যেন মনের আশা
ভালোবাসা ভ্যালেন্টাইনস ঘিরে
ভালোবাসা রোমিও-জুলিয়েট
ভালোবাসা রাধা-কৃষ্ণের তরে।
১৩.০২.২০১৪
মন্তব্য করুন