রাতের ভেতর হলুদ বারান্দায়
বৃষ্টি ছুঁয়েছে ঘাসফুল
ঘাসফুলে মন ধরেছে খুব।
চিবুকে শুয়ে থাকা মেঘের দৃশ্য
ভেসে উঠছে ভেজা বাতাসের কোরিওগ্রাফিতে!
চিবুকে যখন পড়ে রোদের ফোঁটা
মেঘগুলো হয় সোনালী;
মেঘ ধরার ইচ্ছে অনেকদিনের
এই কথাটি ক্যামনে বলি!
হাত বাড়ালেই ছুঁতে পারি চিবুক
তবু থাকি দ্বিধায়
ছুঁতে গেলে পালায় যদি স্তনের মহিমায়!
তারচে' থাক,
দ্যাখা হোক রাতের ভেতর হলুদ বারান্দায়...





কবিতায় জাঝা...
তবে বছরে একটা কবিতা লেখার অপরাধে মাইনাস...
ভেসে উঠছে ভেজা বাতাসের কোরিওগ্রাফিতে!
এই কথাটি ক্যামনে বলি!
বোল্ড করা শব্দ দুটো বেমানান লাগছে
হাত বাড়ালেই ছুঁয়ে দিতে পারি চিবুক
এই বাক্যটা "হাত বাড়ালেই ছুঁতে পারি চিবুক" হলে কেমন লাগতো?
[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: মন্তব্য একান্তই দুব্বল পাঠকের, মাইন্ড খাওন নিষেধ]
বস, এমন দৌড়ের উপ্রে আছি, নিয়মিত হয়ে যাবো কিছুদিনের মাঝে।
হুম "হাত বাড়ালেই ছুঁয়ে দিতে পারি চিবুক" বেশ ভালো হয়।
**হাত বাড়ালেই ছুঁতে পারি চিবুক
আরেক্কান কথা, মন্তব্য ইডিট করতে পারলে ভালো হতো।
লাইক বাটন টিপি দিছি।
কবিতা জটিল লাগলো ভাইটি !
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইটি।
সুন্দর কবিতা
এত অল্প বিস্তর লেখালেখি মানিনা
সময় বের করতে পারলেই নিয়মিত লিখবো বস।
আরে মারাত্মক !!!! সকাল সকাল একটা সুন্দর কবিতা পড়লাম । আমারে ধন্যবাদ
আরে বাহ, সুন্দর কবিতা তো--
আরে বাহ সুন্দর কবিতা তো ।
ধন্যবাদ পাঠ করে মন্তব্য করার জন্য।
বাহ, সুন্দর তো।
ধন্যবাদ পাঠ করে মন্তব্য করার জন্য।
সুন্দর কবিতা।
ধন্যবাদ পাঠ করে মন্তব্য করার জন্য।
ভালো লাগলো কবিতাটি...
কবিতা খুব মিষ্টি। আর একবার রিভাইস করলে আরো সুইট হবে মনে হয়
কবিতা লেখা হয় ঘোরের মধ্যে। কবিতা পড়তেও ঘোর দরকার। কবিতাতো এক নৈসর্গিক সুন্দরের নাম যা শুধু অনুভব করা যায় কিন্তু ধরা যায়না। কবিরা তাই সুন্দরের কাছে আভূমি নত হয়ে থাকে, কবিরা কখনো গন্তব্যে পৌঁছয়না।
আমি কবিতা বুঝি না
তবু পড়তে ভালো লাগছে
ধন্যবাদ
মন্তব্য করুন