ইউজার লগইন

হায় আর্জেন্টিনা হায়!

দুপুর চা খেতে গেছি মোড়ের দোকানটায়, সেই সময় আচমকাই মনে হলো "ক্লাবের পোলা মেসি/দলে খেলতে পারে না বেশি" এরপর একটু চেষ্টা করলাম কিছু লিখতে পারি কি না। আসলে আমি এসব লিখতে পারি না। বিশেষ করে ছড়া। কোনোকিছুই যে লিখতে পারি তা বলছি না। আরেকটি কথা কাউকে ব্যক্তিগত ভাবে আঘাত করার জন্য নয় লেখাটি।
ছড়া টা নজরুল ভাইকে উৎসর্গ করলাম।

আর্জেন্টিনা আর্জেন্টিনা
বলে আর চেঁচিও না,
বলো ব্রাজিল
দেখবে চোখে ঝিলমিল।


নেশাখোর কোচ
নাই তার হুঁশ
মেসির কি দোষ!
ক্লাবের পোলা মেসি
দলে খেলতে পারে না বেশি
লুসিওর সামনে পড়লে করে দেয় ইসি!


আর্জেন্টিনা বিশ্বাকাপে আসে আর যায়
খেলা শেষে আর্জেন্টিনা কেঁদে মাঠ ভেজায়!
ব্রাজিল এসে পাঁচবার কাপ নিয়ে যায়
আজেন্টিনার কাছে কাপটা স্বপ্ন থেকে যায়!!!
হায়! হায়! হায়।

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

bulbul's picture


কাকা ভাইয়া কাকা ভাইয়া
কলা তুমি খাও?
নিজের কলা ভালো না লাগলে
মেসির কলা খাও |
তোমার কলায় নেইতো মাল
আছে শুধু গুচ্ছ বাল |
তাইতো শটে শক্তি নেই
শট দিতে পাদ দেই
................

নজরুল ইসলাম's picture


১।
উত্তম নজরুল বলে কি না
কইরো না আর আর্জেন্টিনা
শুন হে নজরুলের বানী
ব্রাজিল জিতবে বিশ্বকাপ খানি

২।
আর্জেন্টিনা
আর্জেন্ট-ই না

তানবীরা's picture


দেখপো

অপূর্ব সোহাগ's picture


দেইখো আপু Smile

অপূর্ব সোহাগ's picture


আবার জিগায় Wink

জুয়েইরিযাহ মউ's picture


Applause Cool

ব্রাজিল ব্রাজিল ব্রাজিল
জোশিলা এক দল ..... Smile

অপূর্ব সোহাগ's picture


Smile

আপন_আধার's picture


আবারও মেসি .......
এখন বিশ্বে আলোচনা করার মত এই একটা খেলোয়াড়'ই আছে ....
যে কারনে ব্রা-জিলের সমর্থকরা শুধু মেসি'কে নিয়াই কথা কৈতাছে Laughing out loud
ব্রা-জিলে আলুচনা করনের মত খেলুয়ার নাই Sad

ভাঙ্গা পেন্সিল's picture


বলো ব্রাজিল
দমে দমে ফ্রাজিল Wink

১০

অপূর্ব সোহাগ's picture


Smile

১১

সাঈদ's picture


অসাধারন। মুগ্ধ ।

ব্রাজিলের নেই কোন তুলনা
আর কোন কিছুই আর্জেন্ট ই না

১২

অপূর্ব সোহাগ's picture


ব্রাজিলের সাথে অন্য যারা তুলনা দেয় তারা খেলা বুঝে না । Big smile

১৩

argentina 's picture


Laughing out loud Crazy Love

১৪

নড়বড়ে's picture


ব্রাজিলের সাপোর্টারদের জন্য দুঃখই হয়, দলের এমন হাল যে নিজের দলরে নিয়া কথা বলার মত অবস্থাও নাই Tongue ... তাই অন্য দলরে নিয়া টানাটানি ... Cool ... ব্যাপার না ভাই-বোনসকল, জীবনে কঠিন সময় আসে, শক্ত হাতে এর মোকাবেলা করতে হবে ... ব্রাজিল নিশ্চয়ই একদিন পারবে! Party

তাছাড়া আঙ্গুর ফল টক, সেটাও আমরা জানি ... Crazy

১৫

অপূর্ব সোহাগ's picture


আশ্চর্য ব্রাজিল একদিন পারবে মানে? ব্রাজিল তো পেরেই আসছে এ পর্যন্ত।

১৬

রন্টি চৌধুরী's picture


আর্জেন্টিনার সমর্থকদের নেটে তেমন একটা চেচামেচি দেখি না। এদিক দিয়ে ব্রাজিলের সমর্থকরা নেটে বেশ সোচ্চার। এই যেমন সোহাগের এই পোষ্ট। চারিদিকে, ব্লগে, ফেইসবুকে সবখানে খানি ব্রাজিলিয়ান সাপোর্টারের গুন্জন, তাদের স্ট্যাটাস আপডেট, ব্লগ পোষ্ট।
দেখতে ভালই লাগে।

তবে, কথায় আছে,
ভরা কলসী বাজে কম।

১৭

অপূর্ব সোহাগ's picture


আর্জেন্টিনার যেমন বাজানোর কিছু নাই ঠিক তেমনি বাজানোর জন্য ও কেউ নাই কারণ কোন সাহসে বাজাবে?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অপূর্ব সোহাগ's picture

নিজের সম্পর্কে

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।