হায় আর্জেন্টিনা হায়!
দুপুর চা খেতে গেছি মোড়ের দোকানটায়, সেই সময় আচমকাই মনে হলো "ক্লাবের পোলা মেসি/দলে খেলতে পারে না বেশি" এরপর একটু চেষ্টা করলাম কিছু লিখতে পারি কি না। আসলে আমি এসব লিখতে পারি না। বিশেষ করে ছড়া। কোনোকিছুই যে লিখতে পারি তা বলছি না। আরেকটি কথা কাউকে ব্যক্তিগত ভাবে আঘাত করার জন্য নয় লেখাটি।
ছড়া টা নজরুল ভাইকে উৎসর্গ করলাম।
১
আর্জেন্টিনা আর্জেন্টিনা
বলে আর চেঁচিও না,
বলো ব্রাজিল
দেখবে চোখে ঝিলমিল।
২
নেশাখোর কোচ
নাই তার হুঁশ
মেসির কি দোষ!
ক্লাবের পোলা মেসি
দলে খেলতে পারে না বেশি
লুসিওর সামনে পড়লে করে দেয় ইসি!
৩
আর্জেন্টিনা বিশ্বাকাপে আসে আর যায়
খেলা শেষে আর্জেন্টিনা কেঁদে মাঠ ভেজায়!
ব্রাজিল এসে পাঁচবার কাপ নিয়ে যায়
আজেন্টিনার কাছে কাপটা স্বপ্ন থেকে যায়!!!
হায়! হায়! হায়।





কাকা ভাইয়া কাকা ভাইয়া
কলা তুমি খাও?
নিজের কলা ভালো না লাগলে
মেসির কলা খাও |
তোমার কলায় নেইতো মাল
আছে শুধু গুচ্ছ বাল |
তাইতো শটে শক্তি নেই
শট দিতে পাদ দেই
................
১।
উত্তম নজরুল বলে কি না
কইরো না আর আর্জেন্টিনা
শুন হে নজরুলের বানী
ব্রাজিল জিতবে বিশ্বকাপ খানি
২।
আর্জেন্টিনা
আর্জেন্ট-ই না
দেখপো
দেইখো আপু
আবার জিগায়
ব্রাজিল ব্রাজিল ব্রাজিল
জোশিলা এক দল .....
আবারও মেসি .......

এখন বিশ্বে আলোচনা করার মত এই একটা খেলোয়াড়'ই আছে ....
যে কারনে ব্রা-জিলের সমর্থকরা শুধু মেসি'কে নিয়াই কথা কৈতাছে
ব্রা-জিলে আলুচনা করনের মত খেলুয়ার নাই
বলো ব্রাজিল
দমে দমে ফ্রাজিল
হ
অসাধারন। মুগ্ধ ।
ব্রাজিলের নেই কোন তুলনা
আর কোন কিছুই আর্জেন্ট ই না
ব্রাজিলের সাথে অন্য যারা তুলনা দেয় তারা খেলা বুঝে না ।
ব্রাজিলের সাপোর্টারদের জন্য দুঃখই হয়, দলের এমন হাল যে নিজের দলরে নিয়া কথা বলার মত অবস্থাও নাই
... তাই অন্য দলরে নিয়া টানাটানি ...
... ব্যাপার না ভাই-বোনসকল, জীবনে কঠিন সময় আসে, শক্ত হাতে এর মোকাবেলা করতে হবে ... ব্রাজিল নিশ্চয়ই একদিন পারবে!
তাছাড়া আঙ্গুর ফল টক, সেটাও আমরা জানি ...
আশ্চর্য ব্রাজিল একদিন পারবে মানে? ব্রাজিল তো পেরেই আসছে এ পর্যন্ত।
আর্জেন্টিনার সমর্থকদের নেটে তেমন একটা চেচামেচি দেখি না। এদিক দিয়ে ব্রাজিলের সমর্থকরা নেটে বেশ সোচ্চার। এই যেমন সোহাগের এই পোষ্ট। চারিদিকে, ব্লগে, ফেইসবুকে সবখানে খানি ব্রাজিলিয়ান সাপোর্টারের গুন্জন, তাদের স্ট্যাটাস আপডেট, ব্লগ পোষ্ট।
দেখতে ভালই লাগে।
তবে, কথায় আছে,
ভরা কলসী বাজে কম।
আর্জেন্টিনার যেমন বাজানোর কিছু নাই ঠিক তেমনি বাজানোর জন্য ও কেউ নাই কারণ কোন সাহসে বাজাবে?
মন্তব্য করুন