বিশ্বকাপ যাবে কার বাড়ি?
৩২টি দল নিয়ে বিশ্বকাপ শুরু হলো ১১জুন থেকে এ পর্যন্ত খেলা হয়ে গেছে সবকটি দলের। কোনো কোনো দল ২বার ও খেলে নিয়েছে। এরপরও বোঝা যাচ্ছে না কাকে বলা যায় সেরা। নতুন দল এবার বেশ কয়েকটি। নতুন রা চমক দেখাচ্ছে বড় বড় দলকে হারিয়ে। প্রথম অঘটন ঘটালো স্পেন । ফিফা রেংকিয়ে ২ নং দল স্পেন হেরে গেলো সুইজারল্যাণ্ড এর কাছে, যা কেউ ভাবেনি, ভাবার কথাও না। স্পেন এর দলে ১১ জনই স্টার। তবে স্পেন খেলেছে ভালো , কিন্তু ফুটবল তো গোলের খেলা, ভালো না খেলে গোল দিয়েই তো জয়ী হলো সুইজারল্যাণ্ড। হিসেবের আরেকটি দল ফ্রান্স। ইতিমধ্যে বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে। ফান্স ভালো খেলে নি এবার, এই খেলা নিয়ে বহুদূর যাবার প্রশ্নই ওঠে না। প্যারাগুয়েকে আমার খুব সম্ভবনাময় দল মনে হয়েছে, প্রথমদিন ইতালির সাথে তাদের খেলা দেখে কেনো জানি মনে হচ্ছে তাদের দৌড় কোয়ার্টার ফাইনাল অবধি চলে যেতে পারে। প্যারাগুয়ের সাথে শেষের দিকে ইতালি ভালো করেছে, প্রথম দিকে ইতালিকে খুবই দূর্বল মনে হয়েছে, সেটা কি প্রতিপক্ষ প্যারাগুয়ের জন্যে? অবশ্য এই একটা দল কে (ইতালি) আমি ভয় পাই, কারণ তারা যদি কখনও প্রথমে গোল দিয়ে বসে তাহলে নিশ্চিত সেই খেলা তাদের বিজয়, তারা সবাই পেছনে গিয়ে বসে থাকে। যে রকম উঃ কোরিয়া সেদিন ব্রাজিলের সাথে করেছে। আমি নিজেও ব্রাজিল পছন্দ করি, কিন্তু উঃ কোরিয়ার সাথে একপক্ষ খেলা হয়েছে বলা উচিত, তাই বোঝা যাচ্ছে না ব্রাজিলের গন্তব্য কতদূর, আসছে খেলায় আইভেরি কোস্ট এর সাথে ব্রাজিলের খেলা দেখার পর বোঝা যাবে এবার ব্রাজিল কি পারবে তাদের ক্ষমতা দখল রাখতে।
জামার্নী প্রথম দিন অস্ট্রেলিয়াকে পেয়ে একটু খেলা দেখিয়েছে, তবে প্রথমদিন খেলা ভালো লেগেছে। এবার বিশ্বকাপে প্রথম ভালো খেলা তারাই দেখিয়েছে। কিন্তু রেফারি ও ভাগ্যখারাপ এর কারণে সার্বিয়ার সাথে হারতে বাধ্য তারা। এইবার সত্যি বড় দলগুলো নতুনদের কাছে অচেনা বিস্ময়। কখন কি করে বসে। আরেকটা ব্যপার এবার গোল হচ্ছে খুব কম। আর খেলার রেজাল্ট ড্র হচ্ছে বেশি।
ইংল্যান্ড এখন অনিশ্চিত। অল টাই ফেবারিট এই দল এবার কেমন ছন্নছাড়া। ওলটপালট খেলা খেলছে। ২য় রাউন্ড এ যেতে পারবে কি?
আর্জেন্টিনা প্রথম খেলাতে কিছু না খেলতে পারলেও ২য় খেলাতে বেশ খেলা দিয়েছে, আর্জেন্টিনা এবার সহজ একটি গ্রুপে ২য় রাউন্ড ও তাদের সহজ হবে, কোয়ার্টার ফাইনাল যদি আর্জেন্টিনা জয়ী হয়ে যায় তাহলে ফাইনাল খেলে পেলতে পারে আর ম্যারাডোনার ন্যাংটা হয়ে দৌড় দেখবো আমরা সবাই।
আইভেরি কোস্ট এর সাথে পর্তুগাল এর খেলা দেখে মনে হয়নি তারা খুব ভালো কিছু করে ফেলবে এবার।
বড় বড় দল যদি এবার এই ফাদে পড়ে আটকে যায় তাহলে কি নতুন দের বাড়িতে চলে যাবে এবার বিশ্বকাপ? বড়দল এর মধ্যে ২-১টা তো ছিটকে গেছে ইতিমধ্যে অঅর যে কয়েকটা আছে তা ও নড়েবড়ে। আপনাদের কি মনে হয়? কে নিয়ে যাবে বিশ্বকাপ?





লেখায় একটু ভুল আছে।ব্রাজিলের গ্রুপে দক্ষিন কোরিয়া না। উত্তর কোরিয়া হবে।ঠিক করে দেন।না হলে চোখে লাগছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
ক্যান জানি বেরাজিলঅলারা ম্যারাডোনার ন্যাংটা হওয়ার খবরে বেশি উৎফুল্ল, কয়েক মিনিট পরপর কয়, "ম্যারাডোনার ন্যাংটা দৌড় দেখবো"
বেশি হাইসেন না।
এখানে ব্রাজিল - আর্জেন্টিনা কৈ নাই। ম্যারাডোনার নিজের কথাই কইছি।
ব্রা-জিল'ওয়ালারা আর্জেন্টিনার খেলা দেইখা ভয় পাইছে .... এতে কুনু সন্দেহ নাই
জনাব, এই পোস্টখানা তো ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে কোনো আলোচনা বিষয়ক না। তবে এইসব টেনে আনছেন কেনো?
ব্রাজিলের ২য় ম্যাচটার জন্য অপেক্ষায় আছি
তাদের দৌড় কতদূর সেদিন নিশ্চিত হওয়া যাবে।
হাহ হা হাহাহা, পোষ্ট পইড়া মজা পাইলাম। ব্রাজিলের সাপোর্টাররা তাইলে ভয় পাইছে আর্জেন্টিনার খেলা দেইখা। তাই ফাইনাল আর ম্যারাডোনার ন্যাংটা লদৌড়ের কথা আইতেছে। আর ডরাইয়া ব্রাজিলরে সাপোর্ট করনের কথা ব্রাজিলের হার্ডডাই সাপোর্টার সোহাগ বলতিছে না হাহ হা.।
সোহাগ, ব্রাজিল গ্রুপ ম্যাচে ওত ভাল কোনদিন খেলে না। তবে বড় দল, ঠিকই কঠিন ফাইট দিবে দিন ঘনালে। ব্রাজিল মানে হচ্ছে ব্রাজিল, খামাখা পাচবার চ্যম্পিয়ন হই নাই। ব্রাজিল মরন কামড় দিবেই।
তবে, বিশ্বকাপটা এবার আর্জেন্টিনার মনে হয়।
তোমাদের সমস্যাটা এই মানে আর্জেন্টিনা ভক্তদের। বলি একবুঝ আরেক।
ব্রাজিল ভয় পায় না। ৯৪ থেকে খেলা দেখে আসছি। ব্রাজিল শুরুটা করে এভাবে। কিন্তু হেরে যাবে, বা ভয় পাইনি তা তো বলি নি।
এটা হতে ব্রাজিলের গ্রুপটা শক্ত এবার। আর্জেন্টিনার মতো সহজ না। পর্তুগাল ৩নং রেংকিংয়ে আছে ৩ নং এর সাথে খেলতে ১ নং কে। আর্জেন্টিনা নিজেই তো ৭ তাদের সেরা পাঁচে কিভাবে ধরবে মানুষ?
বিশ্বকাপ যার ঘরেই যাক, আমাদের ঘরে আসবে না সেটার গ্যারান্টি আমি তমাকে দিলাম সোহাগ
মন্তব্য করুন