অস্ত যাওয়া সূর্যের বিরহ
পথ হারিয়ে, দিন ফুরিয়ে
ছদ্মবেশ ধারণ করেছে
একটি শালিক।
তুমি তার কতটুকু জানো-
কতটুকু জেনেছে গতকাল
কতটুকু জানবে আগামীকাল?
ছাড়ো, এইসব ছেড়ে দাও
নতুন করে বুকের কপাট খুলে দাও,
অস্ত যাওয়া সূর্যের বিরহে
বসে না থেকে
সদ্য ওঠা চাঁদের দিকে তাকাও
রাতটা ভালো করে কাটবে।
এবং আগামীকালকে জানিয়ে দিয়ো
প্রথম প্রেম বলে কিছু নেই সকল প্রেমই প্রথম





বালক ভালো লিখেছে।
গৌতম দা বলেছে।
বাপরে! কথা মনয় সত্য
সত্যই
আজকাল তাইই মনে হচছে
আজকাল কেন। সব সময়
হাহাহাহাহাহা।
হাসছেন কেন
জটিল মতবাদ!
মন্তব্য করুন