কিছুদিন কিছুরাত
আমি যাবো না, কোথাও না
সম্মুখে অজস্র অচেনা পথ
তবু আমি যাবো না।
আমি অনেক গিয়েছি
তারপর ফের নিজের কাছে ফেরা।
নদী ডাকুক, ডাকুক একলা বিকেল বা হলুদ গাছটি
আমি যাবো না।
কেনো যাবো আমি?
আমি এখানে, এইখানে থেকে যাবো
এই পোয়াতি রাত্রির বুকে
লিখি শূন্যতা, লিখে যাবো শূন্যতা।
কিছুদিন কিছুরাত আমি কি চাইতে পারিনা
আমার মতো করে?
তবে কেনো ডাকো, কেনো তবে এমন সুর
আমাকে অসুস্থ করে রাখে?
বন্যার দূর্দিনে বা জ্যোছনার উদাসীনতায়
কেউ তো আশ্চর্য করে দেয় নি আমায়
খোলে বসে না তত্ত্বকথা।
আমি তো কোথাও দেখি না মুখরতা
দেখি শুধু ডুবে যায় চাঁদ।
কেনো যাবো তবে...





তাইতো !
কেনো যাবে তুমি ?
সেটাই!
কবিতা ভাল হইছে। তবে আপনের মুক্তগদ্য আরও ভালু পাই!
মন্তব্য করুন