ঘুমবনে মায়া হরিণ
এখন তো কালের স্রোতে দুঃসময় বয়ে
বাতাসে জং ধরা আস্তরণ!
জানি এর আছে শেষ,
একদিন খসে পড়বে তুষার হয়ে।
ঘুমের মধ্যে ছুটবে মায়া হরিণ;
সময়ের চৌকাঠ ডিঙিয়ে নিখিলের চূড়ায়
পৌঁছে যাবে আমাদের যৌথ ডানা...
ঝরে যাওয়া পাতাদের ক্রন্দনে
জেগে ওঠবে ঘুমন্ত বোধ।
দূর দূরাশয় শব হয়েছে আমাদের
যতো বাসনা, তারাও-
ছুটবে পরাণের ডাকে। মানুষের রক্তে নয়
শিমুলের রঙে উজালা হবে মহাকাশের প্রাচীর।
সেদিন তোমায় আমি ডাকনামে মুগ্ধতা জানাবো...





বাহ ! বেশ লাগলো !
পুরো লেখাটার টান টান ভাবের সাথে পরান , বাসনা শব্দগুলো একটু কানে বাজছে । আমার পাঠের সমস্যাও হতে পারে , তবু শেয়ার করলাম ।
ভালো থাকবেন ।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
বাহ ! বেশ লাগলো !
পুরো লেখাটার টান টান ভাবের সাথে পরান , বাসনা শব্দগুলো একটু কানে বাজছে । আমার পাঠের সমস্যাও হতে পারে , তবু শেয়ার করলাম ।
ভালো থাকবেন ।
ধন্যবাদ।
স্বাগমত
চলুক কবিতা লেখা...
ধন্যবাদ গুরু...
স্বাগতম এবিতে। কবিতা যদিও কম বুঝি তাও পড়তে বেশ ভালোই লাগলো। লেখালিখি চলতে থাকুক ঝড়ের বেগে।
ধন্যবাদ।
স্বাগতম এবিতে
ভালো লাগলো
স্বাগমত
চলুক কবিতা লেখা...
এবিতে স্বাগতম।

কোবতে কম বুঝি।
পড়তে ভাল্লাগ্ছে।
মন্তব্য করুন