৩টি কবিতা
সে কোথাও নাই
সে চলে যায়; জ্যোছনায় ভেসে সে যায় হারিয়ে যায়
চিত্রলেখা ভোরে সে কোথাও থাকে না,
দৃশ্যগল্প একা আমি একেলাই রচি...
এই ফাল্গুনের দিনে,
আলো-ছায়ায়-; কান্না ভেজা শূন্যতায়-
আমি নিছক পেয়েছি আমাকে!
সে ছায়া হয়ে গেছে চাঁদের বনে
তার হয়ে নিঃসঙ্গতা জাগিয়ে যায় আমার ঘুমন্ত বোধ কে...
---------------------------------------------------------------
ব্যক্তিগত
ব্যক্তিগত দীর্ঘশ্বাস'টি ঢাকা যাচ্ছে না বাসন্তীর পোশাকে
তাই বিষন্ন মন্দির ছুঁয়ে বলছি-
একদিন ছদ্মবেশে বাতাস হবো
মাতলামী করে যাবো পাখির সাথে।
আরেকদিন হবো মেঘ, ভ্রম মেঘ,
ছায়া ফেলে যাবো তোমার বসন্তে!
আমি এমনই, স্বার্থপর ১টা!
আমার এ কথাটি সত্য আর
যা সত্য তা আনন্দের নয়...
-------------------------------------------------
রাতের বেহালা
নির্বাচিত দীর্ঘশ্বাস পাখি হয়ে যায়
গাছে গাছে রেখে যায় ক্লান্তির ছায়া ।
আকাশের প্রাচীর জুড়ে মেঘের আঁচড়
তবু রাঙিয়ে উঠে চাঁদ;
আমি বলি সম্ভাবনা তুমি বলো সম্ভব না!
বালিশে কান পেতে শুনছি রাতের বেহালা,
সুরে সুরে ঘুমগুলো ভাবনা হয়ে যায়,
শরীরে আমার ক্লান্তি চাষ করে ঘুম চলে যায়।
সম্ভাবনা পায়চারি করে হৃৎপিণ্ডের বারান্দায়
ঠিক তখন ঘাতকের ছুরি ঘড়ির কাঁটা হয়ে যায় ...





ব্যাক্তিগত টা বেশি ভালো লাগলো
ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য।
ভালো থাকুন।
সে কোথাও নাই এটা কি ফেসবুকে পড়েছিলাম?
বরাবরে মতোই ভালো লেগেছে
হুম আপু.
মন্তব্য করুন