রোদের ফোঁটা
একটা নাম না জানা রাস্তায় চিলতে রোদের ভেতর হঠাৎ তাকে পাওয়া, তারপর অনেকবার হারিয়েছি তাকে! তবু সে থেকে গেছে। থেকে যায়, থেকে যেতে হয়, আমার মধ্যে, আমার না জাগা বোধের মধ্যে। এই হঠাৎ পাওয়া তাকে আমি আমার মতোন করে ভাঙি, বহুবার ভেঙেছি, তবু ক্লান্ত দুপুরে বা হলুদ বিকেলে তাকে পাই মননে- মগজে। পুরোটাই পাই, তাকে একেবারে ছেড়ে দেয়া যায় না, ছেড়ে দেওয়া ও যাবে না। সে তার মতে করে কি ভাবে যে আমার সমস্ত চেতনায়, বোধে বেঁধেছে ঘর আমি জানি না...
এভাবে একদিন কানের মধ্যে গেঁথে গেছে একটি শব্দ, যে শব্দটি তার মতো করে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি সেই শব্দটিকে তার মতোই গ্রহণ করেছি, সে শব্দ "রোদের ফোঁটা"।
আমার হঠাৎ পাওয়া অথৈ অন্ধকারে "রোদের ফোঁটা"। সেই রোদের ফোঁটাকে নিয়ে আরেক রোদের ফোঁটার জন্য এই কবিতা।
-----------------------------------------------------------------------
রোদের ফোঁটা
উৎসর্গ : মম মুস্তফা
"হে অজানা তোমায় তবে জেনেছিলেম, অনুভবে জেনেছিলেম।"
সমাপ্তকে বিদায় না দিয়ে স্বাগতম জানাবার বাসনা ছিলো,
সকল বাসনা নিয়ে যাওয়া যায় কি তীর্থে?
কিছু বাসনা ধূলো হয়ে যায় ফেলে আসা পথে,
আর একজন তুমি মধু হয়ে যাও পিঁপড়ের ভীড়ে !
অন্তহীন এই কাঙালপনা
নিজের মধ্যে যখন সৃষ্টি করলো অন্য এক আমি,
দিকভ্রষ্ট তোমাকে খুঁজে মিলে নি তখন প্রিয় অভিধানে!
কিন্তু দ্যাখো : তুমি চাইলে দেহের প্রাচীরে দাঁড়িয়ে
মিশে যেতে পারতে রোদের দলে বা
তুমি চাইলে হতে পারতাম তোমার রোদের ফোঁটা
হতে পারতো আমাদের সম্পর্ক জল বৈঠার মতোন!
তুমি চাওনি তাই
আমি রয়ে গেছি আমার মতোন!





ভালো লেগেছে
পছন্দ করলাম ...
জেনে ভালো লাগলো বস।
ধন্যবাদ আপু
মন্তব্য করুন