কোথা যাই, কেনই বা যাই?
কোথা যাই, কেনই বা যাই?
ধুর ছাই, মন বসে না শিল্পকলায়
ভোগ-রোগ, হা হা বেশ জমেছে ...
অন্যজনে বিলাই আলো, আমার ঘরেই শিখা নাই
সুখী সেজে ধোকা পাকাই
নিজেই নিজের কানটা মলে
ছি ছি আর যাবো না ঢলের জলে
তো করছিটা কি? লম্ফ-ঝম্প! গোপনে আছে হৃদকম্প
করবি কি আর সেইটা গেলে?
তবু ভেসেই আছি বানের জলে ...
বেশতো ভালো ঘুমিয়ে থাকা, গায়ে ঘামের গন্ধ মাখা
ভাবি আমার বুদ্ধি পাকা
হি, হি, বুঝ~ এমন হদ্দ আর কোথাও নাই
হাহাহাহা। নিজেকে বোকা ভাবেন কিন্তু বুদ্ধিমানেরা
সে আপনি যাই ভাবেন আর তাই ভাবেন হা হা হাসেন ~
নিজেকে বোকা ভাবেন কিন্তু বুদ্ধিমানেরা
মন্তব্য করুন