ইউজার লগইন

বিবেকের হুলিয়া

জনাব সিরাজী,

সালাম নিবেন। আজ পত্রিকায় আপনার নামে দূর্নীতি দমন কমিশনের ১১টি মামলার কথা জানতে পেরেছি। বেশ হয়েছে। কি দরকার ছিল আপনার? কি দরকার ছিল সরকারের তাবত মাথাওয়ালা রাঘব বোয়ালদের সাথে পাঙ্গা নেবার। বাংলাদেশের ইতিহাসে সাড়ে চার হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির ভয়াবহ ইতিহাস না জানলে কারো কিছু ক্ষতি হতো? অর্থমন্ত্রী নিজেই বলেছেন ঐ টাকা ‘কিছুই না’... আপনিও অমন কিছু ভেবে নিয়ে চেপে যেতেন। রোজ গাড়িতে করে বাড়ি ফিরতেন। রুই মাছের মাথা দিয়ে লাঞ্চ সারতেন। সরকারের নেক নজরে পড়লে জোষ্ঠ্যতা মত প্রমোশনও পেতেন। এখন সামলান হ্যাপা। আপনি কি ভেবেছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টার জোগসাজোগ খুজে পাবে দুদক? উনিতো ‘এলাকার মেয়ে’ মেহেরুন্নেসা মেরীর সাথে শহীদ বুদ্ধিজীবি ডা. ফজলে রাব্বিকে নিয়ে একটা বই লিখছিলেন। তাই হয়তো ঘন ঘন দেখা করতেন। যদিও ডা. ফজলে রাব্বিকে নিয়ে মেরীর লেখা দুটি বই প্রকাশিত হয়ে গেছে বহু বছর আগেই। তৃতীয় কোন বই হয়তো লিখছিলেন।
কিংবা সোনালী ব্যাঙ্কের পরিচালনা পর্ষদকে দেখে নিবেন ভেবেছিলেন? হাসালেন। আপনি কি ভেবেছিলেন সোনালী ব্যাঙ্কের পরিচালনা পর্ষদের সাথে হলমার্কের দহরম মহরম খুজে পাবে দুদক? যারা সুরঞ্জিত সেনের ৭৪ লক্ষ টাকার কালো বিড়াল খুজে পায় নি। বা, সুরঞ্জিত পূত্রের ৬০হাজার টাকা মাসিক মাইনের সাথে ৫ কোটি টাকার টেলিকম গেটওয়ে লাইসেন্স প্রাপ্তির মাঝেও কোন অসামঞ্জস্য খুজে পায় নি ওরা।

বারবার বদলি করেছে ওরা আপনাকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কি মারাত্মক ভূল আপনি করেছেন। এবার ওরা আপনাকে বদলি করবে জেলের কোন অন্ধকার সেলে। নিরীক্ষা রিপোর্টে আপনার দোষ খুজে পেয়ে দায়ী করা হয়নি কোথাও, কিন্তু আপনি ১১টি মামলার আসামী। বাংলার বিষাক্ত বাতাসে আপনি বিবেকের মতো ভয়ংকর সংক্রামক রোগ নিয়ে ঘুরছেন। রাষ্ট্রের প্রয়োজনেই আপনাকে কয়েদ করা দরকার। রিমান্ডে নিয়ে আপনার শরীরের গিটে গিটে ঝালাই করে বুঝিয়ে দেয়া দরকার, সত্য কথা বলা কি ভয়ংকর অপরাধ এদেশে। আমার এক ফেইসবুক বন্ধু কুঙ্গ থাঙ জানালো সর্ষের মধ্যে এখন আর ভূত থাকে না। আজকাল ভূতেরাই সর্ষের চাষ করছে। এই সমাজে ভালোমানুষ শব্দটা বোকামানুষ দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে কখন, কেউ খেয়াল করেনি।

আপনি মাথায় হুলিয়া নিয়ে পালিয়ে যান। কানাডা, অস্ট্রালিয়া, সুইডেন কিংবা দূরে কোথাও। হয়তো এয়ারপোর্টে ওরা চিনে ফেলবে আপনাকে। ‘নো ফ্লাই’ লিস্টে ভয়ংকর সন্ত্রাসীদের সাথে আপনার নাম হয়তো চলে এসেছে। থাক তাহলে, দেশেই কোথাও লুকিয়ে থাকেন। সুরঞ্জিত সাহেবের ড্রাইভার আজম যেমন পালিয়ে বেড়াচ্ছেন, মাসের পর মাস। ধরা দিলে হয়তো শীতলক্ষ্যার পানি দুষিত করতো তার শরীর। পালিয়ে গিয়ে আজম ভালোই করেছে।

আমি জানি, নবাব সিরাজৌদ্দলাকে যেমন আশ্রয় দিয়েছিল অভাবী গ্রামের দরিদ্র কৃষক। আপনাকেও ওরা লুকিয়ে রাখবে পরম যন্তে। রাজ্য আর সুইস একাউন্ট হারালে খালেদা হাসিনাকে হয়তো ওমন কোন বাড়িতে আশ্রয় নিতে হবে। কিন্তু তারা কি পানি পাবে কারো কাছে? আপনি পাবেন নিশ্চিত। অনেক বছর পর ফিরবেন নিজের বাড়িতে। যেমন ফিরতে চাচ্ছে ড্রাইভার আজম। স্ত্রী-পুত্রকে দেখবেন। কিন্তু উতলা হবেন না। আপাতত পালিয়ে যান। বিবেকের মতো ভয়ংকর রোগের জীবাণু ছড়িয়ে দিন ৫৬ হাজার বর্গমাইলে। ভালো থাকবেন।

ইতি
- হতভাগ্য বাঙ্গাল

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

বাঙ্গাল's picture


১০০ জন সুরঞ্জিত, সামিট বা দরবেশ বীরদর্পে ঘুরে বেড়ালেও তেমন কষ্ট লাগে না ...
কিন্তু একজন লিমনের পা গেলে কষ্ট লাগে, সিরাজীর হুলিয়া নিয়ে ছুটে বাড়াইলে কষ্ট লাগে

মডারেটর's picture


গ. "আমরা বন্ধু" তে শুধু নতুন লেখাই প্রকাশিত হবে। পুরনো লেখা রিপোস্ট করা যাবে না। অন্য কোনো কম্যুনিটি ব্লগে প্রকাশিত লেখা এবিতে প্রকাশ নিষিদ্ধ। এবিতে প্রকাশিত কোন লেখা ২৪ ঘন্টার মধ্যে অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ব্লগ এবং পত্রিকা এই নিয়মের আওতার বাইরে।

দুঃখিত উপরের কারনে আপনার পোস্টটি প্রথম পাতা থেকে সরানো হইলো।

বাঙ্গাল's picture


নীতিমালাটি জানা ছিল না... তবে জানা থাকলেও হয়ত সব ব্লগেই লেখাটা দিলাম... নিজের প্রচারের জন্য না
বোকা মানুষদের বিলুপ্তি ঠেকাতে একটা শেষ চেষ্টা
পরের পোষ্টগুলোতে নীতিমালা মেনে চলার ইচ্ছা থাকলো
সাইটটা স্মুথ আছে...গুড জব

কালিক's picture


লেখাটা ভালো লাগলো।

ঈশান মাহমুদ's picture


এভাবে দুষ্টের লালন হবে, আর শিষ্টের দমন হবে, এমন একটি দেশ নির্মাণের জন্যই কি আমাদের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধ করেছিলেন ? এই দেশে জন্মগ্রহণের জন্য আমি কি গর্বিত হবো, নাকি লজ্জিত হবো বুঝতে পারছি না।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বাঙ্গাল's picture

নিজের সম্পর্কে

আমি একজন ঘবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম।
troublekid09@gmail.com
https://www.facebook.com/bangal.miya

সাম্প্রতিক মন্তব্য

bangal'র সাম্প্রতিক লেখা