"যাত্রা "
অদ্ভূত সব বর্ণিল বিস্মৃতি..
স্মৃতির বিষন্ন কারাগারে,
আধখানা সুখের আধময়লা অনুভুতি..
আর নির্মম বাস্তব ;
চেনা পথজুড়ে অচেনা ঝাপসা চোখ
কলের গাড়ির তীক্ষ্ণ হুইসেল ..
পুরনো আকাশ , পুরনো মেঘ ..
একলা রাত্তিরে বর্ণিল আকাশে
একলা তারা গোনা প্রহর..
হাতে পুরনো কাব্য ,উপন্যাস ...
কিংবা খবরের কাগজের
প্রথম পাতা ,
আধো ঘুম আর জেগে থাকার মাঝে
পুরনো শৈশবে হেঁটে যাওয়া ,
কোনো পুরনো স্মৃতি ...
রোমন্থন করে
আনমনে হেসে ওঠা ,
বিস্তীর্ণ জনসমুদ্র পিছে পড়ে...
পড়ে থাকুক নদী - পাহাড় আর
কষ্টময় বর্তমান ..
কতদিন পর
শিকল ভেঙে,
আজ মুক্ত হলাম পাখির মত ..
ভাসলাম সাদা মেঘের ভেলায়..
ধুলোমাখা রাজপথ..
অস্থির কোলাহল.. আর ..
কলের আওয়াজ আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে..
রং ভরা কিছু অতীতকে মুঠোয় পুরে...
একরাশ স্বপ্নকে সঙ্গী বানিয়ে ...
আজ আবার পথিক হলাম..
আমি চললাম..
এই আমার একলা পথ ,
আমার রোদ্দুর ,
আমার জোছনাময়ী রাত
এই আমার প্রতীক্ষার বর্ণিল প্রহর,
এ আমার সুখের ঠিকানা
আমার ঘরে ফেরার .....স্মৃতিময়,স্বপ্নীল মেঠোপথ|
স্বাগতম এবিতে
বেশ ভালো লাগল। তাইতো পুরনো শৈশব সে এক সুন্দর দিন।
"আমরা বন্ধু" তে স্বাগতম!
সুন্দর কবিতাটা, বেশ ভালো লাগলো । এবিতে স্বাগতম![Big smile Big smile](https://www.amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/bigsmile.png)
মন্তব্য করুন