ইউজার লগইন

চাঙ্কু'এর ব্লগ

আমার নাডামির এইকাল-সেইকাল মানে বদকাল !!!

এখনকার খালের কাহানিঃ

ঘুম থেকে জেগে দেখি আমি ক্যাম্পিং সাগরে ভাসি !!

মেলাদিন পরে আফসুসনিদ্রা থেকে জেগে উঠলাম । বাইরে দেখি নন-আফসুসিত রোদও দেখায় যায়। এর মাঝে এক বেদ্দপে কয় -
-দোস্ত চল, ক্যাম্পিং এ গিয়ে একটু রোদ মেখে আসি ।
পাগল নাকি ! রোদ গায়ে মাখতে হলে নাকি ক্যাম্পিং এ যেতে হবে নাকি !
- শোন, তুই চাইলে আমি তোকে ওভেনের (মাইক্রোওভেনে ওর একটা আঙ্গুলও ডুকবে না)ভিতরে ডুকিয়ে রোদের অনুভূতি খাওয়াতে পারি। তোর সাদা চামড়া একেবারে তামাটে হতে হতে আফ্রিকান কালো হয়ে যাবে।

দ্রুত গতি দ্যা-স্পীডে "চলে এলাম"

মডুরা চিঠিতে বলছে "চলে এলাম" টাইপের ১/২ লাইনের পোস্টকে এবিতে নিরুৎসাহিত করা হয়। "১/২" বলতে মডুরা কি "অর্ধেক লাইন" বুঝাইলো নাকি "১ বা দুই লাইন" বুঝাইলো বুঝলাম না । আমি এমনিতেই নিজের নাম লেখতে কয়েকটা চাবি-বোর্ড ভাংগি, সেইখানে আমাকে হাফ লাইনের বেশী লেখতে বলা মানে হলো বাঘের সাথে কোলাকুলি করতে বলা। আফসুস। বাঘের সাথেই যখন কোলাকুলি করতে হবে তখন বাঘের বাচ্ছা বাঘকে চাবি-বোর্ড দিয়ে ১/২ ( এইটার মানে দু