ইউজার লগইন

ঘুম থেকে জেগে দেখি আমি ক্যাম্পিং সাগরে ভাসি !!

মেলাদিন পরে আফসুসনিদ্রা থেকে জেগে উঠলাম । বাইরে দেখি নন-আফসুসিত রোদও দেখায় যায়। এর মাঝে এক বেদ্দপে কয় -
-দোস্ত চল, ক্যাম্পিং এ গিয়ে একটু রোদ মেখে আসি ।
পাগল নাকি ! রোদ গায়ে মাখতে হলে নাকি ক্যাম্পিং এ যেতে হবে নাকি !
- শোন, তুই চাইলে আমি তোকে ওভেনের (মাইক্রোওভেনে ওর একটা আঙ্গুলও ডুকবে না)ভিতরে ডুকিয়ে রোদের অনুভূতি খাওয়াতে পারি। তোর সাদা চামড়া একেবারে তামাটে হতে হতে আফ্রিকান কালো হয়ে যাবে।

অনেক নাডামির পরে ঠিক হইল আমরা ৬ জন হেতের বাপের ক্যাম্প হাঊজে ২ দিনের জন্য যাইতাছি। সমস্যা হইল ওই ক্যাম্পে যাইতে হইলে ২০০ কেজির পথ ড্রাইভ করা লাগপে। শন আর তার গার্লফ্রেন্ড টিমারারে কইলাম-
- তোরা তুই প্রেমারুগী (তারা ভয়ানক পেরেম রুগে আক্রান্ত ) সামনের সিটে বসে কবুতরের মত কিছির মিছির কিংবা বাঘের মত হালুম কিংবা সিংহের মত গর্জন (ঝগড়া) করতে করতে গাড়ি চালাবি আর আমি আর টিম পিছনের সিটে নিজেদের হাত-পা ভেঙ্গে মানে বাকা করে ঘুমামু। গাড়িতে ঊঠার আগেই আমার নিজের প্রানটা আমি জিন্সের পকেটে ভালো করে ডুকিয়ে তালা মেরে নিলাম কারন তাদের ড্রাইভিং কপিজ্ঞতা আমার আছে। শহর থেকে বের হলেই স্পিড তুলবে মিনিমাম ১৫০ কেজি।

আমার হাত-পা ভাঙ্গা ঘুমনিদ্রা থেকে ঊঠে দেখি গাড়ি শন গাড়ি পার্ক করতাছে টিমারার বাপের বাসার সামনে। বাসায় ঢুকার পরে হেতের বাবা-মা, বোন, এক চাচা কয় তারাও আমাদের সাথে ক্যাম্পিং খাইতে যায়। ঠিক হ্যায় চলো ।টিমারার বাবা-মা ভয়ানক রকমের ভালো মানুষ। আমাদের সাথে কোথায়ও গেলেই নিজেদের পরিচয় দেয় আমাদের বন্ধু হিসাবে। তবে তারা আমাদের সাথে থাকা মানেই হল সবাই সবাইকে ভয়ানক পচানো, তার বাবা-মাও নিস্তার পায় না। খেক খেক !!!

বিকাট জন-শূন্য পথ পাড়ি দিয়ে ক্যাম্প হাউজে গিয়ে দেখি সুন্দর সেমি ডুপ্লেক্স ক্যাম্প হাউজ। বাইরে আড্ডা মারার জন্য কয়েকটা তাবুও বসালাম। তাবুর সামনে নীল নয়না লেক সুন্দরী আর পিছনে বান্দর জঙ্গলপা। দিনের বেলা লেকের পানিতে দাপাদাপি আর জঙ্গলে ঘুরে বেড়াইলাম। নাডামি শুরু হইল সন্ধ্যার পরে।

বারবি-কিঊ করার পরে আমারে সবডি মিল্লা কয় তুই খাইতে পারবি যদি একটা গান শোনাস।
- আমি সুন্দর করে ল্যাপি থেকে একটা বাংলা গান প্লে করে দিলাম Wink
- হইবো না। ব্যাটা !!! এইরাম কুটি কুটি গান সবার কম্পুতে আছে। তোকে গাইতে হপে।
গান আর আমি !!! জঙ্গলের ইন্দুর কি আমার মাথায় ঢুকলো নাকি হেগো মাথায় ডুকলো বুঝলাম না । ইস্কুল জীপনে জাতীয় সংগীতের সময় গাওয়া কয়েকটা লাইনই আমার গানের দৌড়। দৌড় না বলে একে জগিং বলাই ভালো। আর এখনতো মনে হচ্ছে আমাকে উইসান বোল্ট হতে হপে। নিস্তার নাই দেখে আফসুস খাইতে খাইতে জাতীয় সংগীতের ৪ লাইন গেয়ে কইলাম -

আমাকে এইরাম অত্যাচার করার জন্য আমি এখন ৯১১ এ কল করুম।
- ৯১১ !!! খেক খেক । দেখ - এইখানে মোবাইলের কুন নেটওয়ার্ক নাই।মনে কর তুই এখন কিডন্যাপড !!
এই জালিমদের হাতে কেনু যে এসে পড়লাম !!! আফসুস খাইতে খাইতে খাবারের টেবিলের দখন করার পরে কইলাম-
-মেলা জ্বালাইছস। এখন সপাই নিজ নিজ সুপ্ত প্রতিভার অক্ষর দিয়ে স্বাক্ষরতা অর্জন করো মানে সবাইকে কিছু না কিছু করে দেখাতে হপে নাইলে খাবার আর বাগ স্প্রে দিমু না যাতে খাবারের কষ্টও খাস আবার মশা-মাছির কামড়ও খাস।

তবে ওরা সপাই আসলেই বিকাট পরতিভা। শনের হবু শ্বশুর-শ্বাশুড়ি খুব সুন্দর একটা ডুয়েট রুমান্তিক গান গাইলো। মাইক ব্যাটা কান জ্বালা-পালা করা মাইকে গান গাওয়ার মত মাইকার্চার (মাইকে গান গেয়ে যেই টর্চার) করল। স্কটের সুপ্ত প্রতিভা নাই বলে সে তার বিকশিত প্রতিভা দেখাইল ( রাতের ১১টার সময় খালি গায়ে ক্যাম্পের পাশে ১০ চক্কর)। কেলসি ছুড বলে সে চার্চে গিয়ে কিভাবে পিয়ানো শিখায় সেইডা বলল ।

রাত প্রায় ১২ তার সময় সবডি কয় লেকের পানিতে সাতার কাটবে। রাতে লাকের পানি ভয়ানক ঠান্ডা । আশে পাশে তাকিয়ে দেখি কোন পাগলা কুত্তাতো দূরে থাক, পাঘলা বাঘও নাই। তাইলে তাদের কে কিসে কামরাইলো!
ছোট জেটিটাতে সবাই দাঁড়ানো পরে কয়েকটারে ধাক্কা দিয়ে পানিতে ফেলে আমি পগারপার ! পিছন দিক থেকে অবশ্য পানি ছিটিয়ে আমারে বেদ্দপ পোলাপাইন কিছুটা ঠান্ডা খাওয়াইছে । আফসুস

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


তুমি যে মিছা কথা কও এইটা তো ছুডুবেলা থেকেই জানি। খালি মাইনষের নামে গীবত কইলা। নিজে যে কার লগে বলে সারাদিন রাইত কুটুস কুটুস গল্প করো সেইটা তো কইলা না।

চাঙ্কু's picture


সত্য কথা লেখলেও কও মিছা কথা !!! খেলপো না ।
সারারাইত কুটুস কুটুস গল্প মশার লগে করছি Tongue

জ্যোতি's picture


আবার মিছা কথা কও! তুমারে না তখন কইছি মিছা কথা কইলে আল্লাহ মারবে তুমারে।

চাঙ্কু's picture


তুমারেওতো কইলাম আল্লাহর মাইর অন্তত তোমার মাইরের চেয়ে অনেক ভালো Tongue

জ্যোতি's picture


Angry Angry তুমি এইটা কইতে পারলা? আমি তো মারামারি করি না ছুডুবেলা থেইকাই। তুমি দেখি উল্টাপাল্টা কথা কইতাছ। আইজ এমনেই কি সব কইয়া আমার মনের ফুরফুরা ভাবটা গায়েব কইরা দিছ। Angry

নাঈম's picture


উরে নাডারে তুই আর কত নাডামি কর্পি রে......... Angry Angry Angry

চাঙ্কু's picture


কেনু !! তুমি যে সিংহপুরে গিয়ে সিংহিদের সাথে নাডামি করতে পারলে আমি নাডামি করতে পারুম না ? আফসুস

জ্যোতি's picture


কয় কি? নাঈম সিংহিদের সাথে নাডামি করে? পুলাডা তো ভালোই আছিলো। এই চাংকু হেরে খ্রাপ বানাইলো।

চাঙ্কু's picture


জয়িতা @ এখন আমার দুষ ? Angry
ও বিদেশ যাওনের আগেই কইছিলাম উম্মাদ বিদেশ যাইতাছ ভালু কথা কিন্তু সিংহিদের সাথে নাডামি করিও না, তাইলে তারা তোমার নিজের শিং (নাঈমের শিং আছে যে সেইডা আবার বলে দিলাম নাকি !! ) ভেংগে দিপে। পোলাডা আমার কথা শুনল না । আফসুস

১০

জ্যোতি's picture


শিং কি ভাইংগা দিছে? নাঈম কি এখন আহত?

১১

চাঙ্কু's picture


গুপন সূত্রে জানা গেছে উম্মাদের শিং সিংহির সাথে উম্মাদনা করার সময় সিংহি ভেংগে দিছে। নাঈম নাকি এখন ঊম্মাদ কিং শিংপাতালে আছে।

১২

জ্যোতি's picture


আহারে! সমবেদনা। উন্মাদ পুলাডারে কে কইছে সিংগাপুরে যাইতে? সব চাংকুর কুবুদ্ধি।

১৩

চাঙ্কু's picture


হ, একেতো ভালা পোলাডা উম্মাদ হয়ে গেলো এখন আবার পোলাডার শিংও চলে গেল । আফসুস। তবে এডি কিন্তু আমার কুবুদ্ধির কারনে হয় নাই। এডি হইছে তার নাডামির কারনে। আজকে নাকি সে আবার "ইউনিভার্সেল হাসপাতালে" গেছে নাডামি করতে !!!

১৪

জ্যোতি's picture


আবার হাসপাতালে কি? ঘটনা কিতা? জেডা বুঝায়া বলেন তো!

১৫

টুটুল's picture


তুমি চিপায় যাইতাছো ক্যান?

১৬

জ্যোতি's picture


তুমি নিজেই তো চিপায় যাইতাছ দেখি। চাংকু তুমারে মারপে।

১৭

টুটুল's picture


কি বলো... তুমি যাইতাছো

১৮

জ্যোতি's picture


আজব! এইখানে আর নাই।খুদাপেজ।

১৯

শওকত মাসুম's picture


খাইছে। আপডেট কি। লেখা ব্যাপক ভালু পাইলাম।

২০

চাঙ্কু's picture


কিসের আপডেট মাসুম ভাই ? আমি সব সময় ব্যাকডেটেড Smile
থ্যাঙ্কু।

২১

টুটুল's picture


এই পুস্ট মানি না.. ফুটুক কৈ?
নাডামি ভালা পাই Smile

২২

চাঙ্কু's picture


এই পোষ্ট নিজেও মানি না Laughing out loud
ফডু খ্যামেরাতে ।
নাডামি ভালা না কিন্তু Tongue

২৩

টুটুল's picture


তোমার আশেকান্রা তোমার পুস্ট পড়ার অপেক্ষায় আফসুস খায়... কিন্তু তুমি নাই Sad... কাহার লগে কুটুস কুটুস?

২৪

চাঙ্কু's picture


আশেকান !! নাউজুবিল্লাহ । অচলীল শব্দ Tongue
কাহার লগে কুটুস কুটুস ? কমু না । সিগারেট থুক্কু ছিক্রেট Tongue

২৫

জ্যোতি's picture


ছি ছি । চাংকুর আশেকান আছে কইছিলাম তো আগেই। স্বীকার যায় না। নাডামি করে।বদ পুলা।

২৬

টুটুল's picture


সব বয়সের দুষ Smile

২৭

চাঙ্কু's picture


টুটুল ভাই আপনার কথা কইলেন ? Tongue

২৮

চাঙ্কু's picture


আশেকান কিতা ? ডিকশনারীরে এইরাম কুন শব্দতো পাইলাম না ।
তুমার নিজের "বদ" বিশেষনটা আমার উর্পে চাপাইলা ?? আফসুস

২৯

নাজমুল's picture


পাইছিরে Steve

৩০

চাঙ্কু's picture


ওরে জেডা @ তুমি কিতা পাইছ ?
মেলাদিন পরে তুমারে ব্লগে দেখলাম।

৩১

ভাঙ্গা পেন্সিল's picture


আহারে...আমগো দেশে ক্যাম্পিং করার জায়গাই পাই না Sad

৩২

চাঙ্কু's picture


আফসুস Sad

৩৩

মুক্ত বয়ান's picture


বাহ, ইরাম শ্বশুড়-শাশুড়ি হইলেরে... আহা... Wink
আর, ক্যাম্পিং করার শখ জায়গার অভাবে খুদাফেজ। Sad Sad

৩৪

চাঙ্কু's picture


Smile
দেশে ক্যাম্পিং এ জায়গা খুব বেশী নাই । আফসুস

৩৫

শাওন৩৫০৪'s picture


জনাব নাডা, তুমার মিছা কথা কিন্তু বাইড়া গেছে, এডি কি ঠিক?
আমরা লোকমুখে নিশ্চিৎ খবর পাই, তুমে গেলোবার দেশে আইসা, বিয়া নামক আফসুস খাইতে গিয়াও খাওনাই, তার বদলে ননআফসুসিত প্রেম খাইয়া রাইতভর কুস কাটুসের ব্যাবস্থা কৈরা গেছো, আবার সেডা চরম আফসুসিত ভাবে অস্বীকারও খাও? ছ্যাহ-----

আবার তুমি নিশ্চই ভালো গান গাও, নাইলে বাকীরা তোমাকেই গানা গাইতে বলবে কেন? নিশ্চই ভালো গাও, আবার বলতাছো জাতীয় সঙ্গীত ছাড়া কিছু গাওনা? বুঝছি, তুমি তুমার গান শুধু তোমার ঐ, ইয়েকে শুনাইতে চাও?ছ্যাহ...

৩৬

চাঙ্কু's picture


জনাবী বিলাপা, আমি মিছা কথা কই না Tongue
আর এই ডিজিটাল যুগে আপনে লুক মুখে কথা শুনেন !!! এইডা কুন কথা হইল। আপনি মুনে হয় আমাগো মত ক্ষ্যাত। তুমি আমার মত ছুড মানুষকে বিবাহের কথা বল কেনু ? তুমাকে কিন্তু জলের মানে জেলের পানি খাওয়াই দিপ। তুমি যে ব্লগার আড্ডাতে না গিয়ে কুন চান্তেককে নিয়ে ঘুরো সেইডা কি আমরা জানি না ??

গান ? আমি ?? লুকে খারাপ গান গাইলে কুত্তাও নাকি পলায় কিন্তু আমি গান গাইলে কুত্তা পলানোর আগে আমাকে কামড়াইয়া আফসুস খাওয়াইপে। আর ইয়ে বলতে কি বুঝাইলা সেইডা কিন্তু কিলিয়ার করলা না । আফসুস

৩৭

জ্যোতি's picture


চাংকু মিছা কথা কয় এইটা তো আগেই কইছিলাম। সারারাইত জরিনার সাথে কুটুস কুটুস করে আর খালি আফসুস খায়।
বিলাই এর কথা আর কি কমু? আড্ডায় আসতে কইলেই তার কুন মাইয়ার সাথে ইটসি পিটিস থাকে।

৩৮

চাঙ্কু's picture


আমার নামে এইরাম মিছা কথা কওনের জন্য সৌরজগতের আদালতে তুমারে নামে গামলা দিয়ে মামলা করুম। তুমারে কতবার কইছি - আমি জীবনে ও কুন মাইয়ার দিয়ে তাকাই নাই, আর কথা বলা সুদূর চান্দের মত দূর !!!

"বিলাই এর কথা আর কি কমু? আড্ডায় আসতে কইলেই তার কুন মাইয়ার সাথে ইটসি পিটিস থাকে "

এইডা মানে কি ? তার মানে কি বিলাপা অনেকগুলা মাইয়ার লগে ইটিস-পিটিস করে? কুরিয়া থাকতে পুলাডাতো মনে হয় ভালাই আছিল অন্তত একজন কুরীয় চান্তেকের লগে ইটিস-পিটিস করত কিন্তু এখন দেশে এসে অনেকগুলা মাইয়ার লগে ইটিস-পিটিস ? ঘোর কুলিকাল !!! আফসুস

৩৯

জ্যোতি's picture


তুমি এত্ত মিছা কথা কেমনে কও? যার লগে মশার কামর খাইয়া কুটুস কাটুস করো হের লগেও মিছা কতা কও? কি জামানা আইলো। বদ পুলাপাইনে দুইন্যাই ভইরা গেলো।

৪০

চাঙ্কু's picture


মানুষে আবার কুটুস কাটূস করে কেমনে ? আমিতো জানতাম পোকারা কুটুস কাটুস করে রক্ত খায় !!! সপাই তুমার মত বদ না । বল যে - জয়িতা নামক বদে দুইন্না ভরে গেছে ।

৪১

জ্যোতি's picture


Angry Angry আমি কুনুকালে বদ আছিলাম? আমার মত ভালু মাইয়া আছে বইলা দুইন্যাইত এখনো কেম্মত হয় নাই।বুঝলা না। আফসুস।

৪২

চাঙ্কু's picture


কুবি নাকি কইছিলেন-
" আপনাকে বড় বলে
বড় সে হয় "
তুমার কথা সেইডা আবার পরমানিত হইল । আফসুস দুনিয়াডা জয়িতার মত ভালু মেয়েতে ভরে গেল । কবে যে দুনিয়াডাতে কিছু নন-জয়িতা মেয়ে আসপে !!! Tongue

৪৩

শাওন৩৫০৪'s picture


ঠিকাছে ঠিকাছে, মারামারি করেনা, আমি বুঝতে পারলাম, জয়িতা বদ আর নাডা জ্যাডা বদনা।
অখন, চ্যাঙ্কসের কুটুস কুটুসের কাহিনি কৈলেই, চ্যাঙ্কস যে কয় তারেই ধরে, এত ঢাক ঢাক গুড় গুড় কিন্তু রহস্য জনক..
আর জয়িতারও কি জানি কাহিনি লুক্কাইয়া আছে, জেবীনের পোষ্ট উৎসর্গ কর্ছে.....
সব খবর বাইর কর্তে হবে, ইন্টারপোলারে লাগানো হৈছে.....মুহাহাহা

৪৪

চাঙ্কু's picture


জেডা @ তুমি আমারে বদনা কইছ কেনু ?? তুমিও দেখি জয়িতার মত বস। আফসুস। তুমার বিলাইটা কাইড়া নিতে হপে দেখতাছি।

এইডা একটা ছুড নাডামির গল্প তুমি এইখানে আবার রহস্য পাইলা কই থাইক্কা ? ফেলুদা পড়তে পড়তে তোমার মাথাডা পুরাই ফালুদার মত হয়ে গেল । এখন কও - আড্ডার কথা কইলেই তুমি চান্তেকদের নিয়ে ঘুরতে বাইর হও কেনু ? তুমি এতগুলা চান্তেকের সাথে সময় মেইন্টেইন কর কিভাপে ? এখন বুঝলাম তুমি কেনু রহস্য রহস্য কর। এতগুলা চান্তেকদের সাথে তুমার সময় মেনটেইন করার গুপন রেসিপি ঝাতিকে জানাও ।

জয়িতার কথা আর কি কমু !!! সে নিজেই একটা মেট্রিকপোল !!! আফসুস

৪৫

জ্যোতি's picture


বিলাই এর ঘটনায় আসলেও রহস্য আছে। সে সারাদিন হাওয়া, গভীর রাইতে দেখা কই থেইকা আসে। আড্ডায় আসতে কইলে কত নাডামি যে করে!
কিন্তু চাংকুস বান্দর, তুমি আমারে খালি বদ কইতাছ কেনু? আমি কিন্তু মাইন্ড খামু কইলাম। নিজের নাডামির কথা তো কও না কিছু।

৪৬

চাঙ্কু's picture


বিলার ঘটনার রহস্যকে সার্চ-দ্যা খুঁজ করতে হপে মনে হচ্ছে। এতগুলা চান্তেককে নিয়ে ইচিং বিচিং চিচিংচা খেললে সে মাঝরাইতে আসপে নাতো কি দুপুরে আসপে নাকি ?? Tongue
মিথ্যা বলা মহা পূন্য, এই জন্য তুমারে বদ কই Wink
আমার নাডামির কথা সবডি ব্লগে লেখি। তারপরও আমারে এইরাম বদনাম খাওয়াও। আফসুস

৪৭

রায়েহাত শুভ's picture


আহারে জেডা আহারে...
অনেকদিন পর আফসুস না খাইয়া বার্বিQ খাইছো...

৪৮

চাঙ্কু's picture


জেডা বার্বিQ এর লগে আফসুস ফিরিতো তপে সিগারেট কিন্তু ফিরি না Tongue

৪৯

তানবীরা's picture


সুখের কথা কইতে মানুষের কতো ভালু লাগে আফসুস

৫০

চাঙ্কু's picture


সুখের কথা কুথাই পাইলেন ?? এডিতো নাডামির কথা Tongue

৫১

রুবেল শাহ's picture


খোপা........... দেলু

৫২

চাঙ্কু's picture


কার খোপা মাওলা নাডা। তুমি মাওলানা হইয়া অন্য নারীর খোপা ধর। আফসুস

৫৩

মীর's picture


নাডামি দেইখ্যা মজাক পাইলাম। আমিও কুট্টুস-কাট্টুসের রহস ঝানতে চাই

৫৪

চাঙ্কু's picture


সপাই কি এইডারে রহস্য গল্প মনে করছেন নাকি ?? আফসুস
রহস্য কিছু নাইতো, এইগুলা কিছু বদের অপপ্রচার Sad

৫৫

জ্যোতি's picture


মিছা কথা কও কেন? নাডামি বাদ দিয়া কইয়া লাইলেই পারো।

৫৬

চাঙ্কু's picture


কিতা কইতাম ? কওয়ার কিছু নাইতো। নাডামি যা করি তা ব্লগেই লেখে ফেলিতো Sad

৫৭

আহমেদ রাকিব's picture


ডিং ডং চাঙ্কস। Smile

৫৮

চাঙ্কু's picture


পিং পং Wink
কই থাইক্কা বাইর হইছ জেডা ?

৫৯

নুশেরা's picture


নাডামি যথারীতি ভালু পাইলাম। চাঙ্কুর লালজামা আর কদ্দিন? Smile

৬০

চাঙ্কু's picture


বন্যবাদ আপু।
আমার একটাই জামা। কিতা করুম । এই জন্য সব সময় এই লাল জামাটাই পরে থাকি Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

চাঙ্কু's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে এখনও বেশী জানি না। শুধু রবিদার মত বলতে পারি-

আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।
(গীতাঞ্জলি)