দ্রুত গতি দ্যা-স্পীডে "চলে এলাম"
মডুরা চিঠিতে বলছে "চলে এলাম" টাইপের ১/২ লাইনের পোস্টকে এবিতে নিরুৎসাহিত করা হয়। "১/২" বলতে মডুরা কি "অর্ধেক লাইন" বুঝাইলো নাকি "১ বা দুই লাইন" বুঝাইলো বুঝলাম না । আমি এমনিতেই নিজের নাম লেখতে কয়েকটা চাবি-বোর্ড ভাংগি, সেইখানে আমাকে হাফ লাইনের বেশী লেখতে বলা মানে হলো বাঘের সাথে কোলাকুলি করতে বলা। আফসুস। বাঘের সাথেই যখন কোলাকুলি করতে হবে তখন বাঘের বাচ্ছা বাঘকে চাবি-বোর্ড দিয়ে ১/২ ( এইটার মানে দুই বা এক , হাফ না কিন্তু ) টা খামছি হইলেও দিব (বাঘের বাচ্ছা বাঘ হবে নাতো কি মানুষ হবে নাকি !!!! আজিব !!!! ) । দর্জির দোকানে কয়েকটা কী-বোর্ড বানাইতে দিছি । দর্জি ব্যাটা কী-বোর্ড সরবরাহে দেরী করলে তাকে খোঁজ-দ্যা সার্চ করে দ্রুত গতি-দ্যা স্পীডে বাঘের বাচ্ছা খরগোশের কাছে পাঠিয়ে দেব ।
রেজিষ্ট্রেশান করার আগে ভাবছিলাম "চলে এলাম" এর ' চ' আর 'এ' দিয়ে ২ অক্ষরের একটা পোষ্ট দিয়ে দেব। মডুরা আমার সেই আশাকে চিনি-বালি করে দিল । মডুদেরকে মডুনী-জ্বীনে ধরুক বা মডুদেরকে জাপানী সুমো-জ্বীনে ধরুক যাতে তারা মডুগিরি না করে সুমোগিরি করতে পারে ।
অনেক গ্যাজাইলাম । মহামন্য মডারেটরদের (এতোক্ষন মডুদের নামে কু-কথা বলে এখন বলতেছি মহামান্য মডারেটর, রাজনীতিবিদ হওয়া লাগবে দেখছি !!! ) আমার প্রানজ্বালা শুভেচ্ছা, আমাকে অনেক দ্রুত গতি দ্যা-স্পীডে ব্লগে লেখার অনুমতি দেওয়ার জন্য ।
সবাইকে শুভেচ্ছা।
স্ব্যাগেত্যম।
আপনাকে বন্যবাদ ।
স্বাগতম
আপনাকে আন্ধারীয় বন্যবাদ ।
ধন্যবাদ না দিয়া দিলেন বন্যবাদ তাও আন্ধারীয়
স্বাগতম।
ট্যাংকিউ
ওরে চাঙ্কু পাঙ্কু, তুর নাডামি দেখি এইখানে আইসা আরও বাইড়া গেছে
ছি: !!!! ছি: !!! নাডামি আবার কি জিনিস ??
তবে তোমার টাক মাথা সাথে লাল্টুস মুখ দেখি এখনও আছে । আফসুস
উরে চাঙ্কু জেডায় যে....
স্বাগতম
মডুরা দেখি সবসময়ই বদ হয়
মডুগোরে মাইনাচ
ঊরেরে !!!! জ্যাকেট-নায়ক ভাই যে !!!!
মডুরা আসলেই বদ ।
ঊরেরে !!!! জ্যাকেট-নায়ক ভাই যে !!!! Tongue
মডুরা আসলেই বদ ।
চাঙ্কুরে দেইখা ভাল লাগতাছে। এবিতে স্বাগতম
কিন্তু আপনারেতো দেখতে পারতেছি না। সব জায়গায় দেখি বই দিয়া মুখটা আড়াল করে রাখেন
ধন্যবাদ মাসুম ভাই ।
স্বাগতম
ঠ্যাঙ্কু ।
মন্তব্য ডিলিট করে কেমতে ? উত্তর দিলাম টুটুল ভাইরে, কিন্তু চলে নাঈমের কাছে । এখন ডিলিটও করতে পারছি না ।
আপ্নে একা কেনু আসছেন? চান্তেক কুতায়?
নাউজুবিল্লাহ !!!!!!! এডি কিতা কন ? কুবি বলছেন - চান্তেকের নাম নেয়াও হারাম
জেডা তুমি চৈলা আইছো- দ্যা কামিং?
হ জেডা । তুমাগো টানে আমিও চলে আসলাম দ্যা-খামিং ।
খপর কি জেডা ? অনেকদিন পরে তোমারে দেখলাম ।
চান্কু ভাই আন্নে ইয়ানে কি করেন?
আন্নে না মেলা বিজি!!
আঁই কিয়া করি আন্নে কি দেখেন না নাকি ?
সব সময় বিজি থাকতে কি আর ভালো লাগে ?
উরি জ্যডারে জ্যাডাআআআআআআআআআআআ----------
অনেক মিসাইতাম তুমারে------কুহু কুহু কৈরা কত ডাকছি-------
খুব ভাল্লাগলো জ্যাডাক আবার দেখতি পেয়ে----
হ্যালু জেডা !!!! খপর কিতা ?
তুমারেও অনেক মিসাইছি জেডা। অনেকদিন পরে ব্লগ লেখা শুরু করলাম
পড়ালেখার চাপ চুপ, ব্যাস্ততা কমছে নাকি জ্যাডা?
তাইলে কিন্তু রেগুলার লেকপা------
না জেডা। ব্যস্ততা এখন আরও বাড়ছে।
গতকাল থেকে নিজেকে নিজে ছুটি দিয়ে রাখছি
তুমি দেশে গিয়ে নাকি চান্তেক খুজতাছ ? হাচানি ?
ছিহ, তুমারে ছাড়া চান্তেক খুঁজতে যাবো নাকি? আগে নাডা জ্যাডার লেজ কাটা হবে, তারপরে বিলাই জ্যাডা বেলতলায় যাবে------
এডি কইয়া লাপ নাই জেডা । ইস্কুল শেষ করে এখন ঘরে ফিরে গেছ কেনু সেইটা কি জাতি জানে না !!!!!!
আরে আরে! চাংকু চলে আসছে! স্বাগতম।
নন-আফসুসিত বন্যবাদ।
আপনার ফডুর পোকাডা দেখলেই ভুই পাই
স্বাগতম! ভালো লাগলো আপনার ব্লগ বাড়ির চাবি ভাঙ্গার ব্লগ
অনেক ধন্যবাদ মামুন ভাই ।
চাঙ্কসরে স্বাগতম। আহারে কতদিন পর ব্লগে দেলা তুমারে চাঙ্কস।
ওরে জেডারে !!! মেলাদিন পরে পোষ্ট লেখলাম।
আগের সেই আড্ডাবাজিও করা হয় না, আগডুম-বাঘডুম-বিলাইডুম লেখাও হয় না
একটা গান শুনেন,
"কতদিন পরে এলে/ একটু বসো/
তোমায় অনেক কথা বলার ছিল"
কই হাওয়া হইয়া গেলেন আবার??
স্বাগতম আমরা বন্ধুতে।
মুক্ত @ তুমি একটা প্রবন্ধ শুন
"আমি হারিয়ে না যাওয়ার জন্য হারিয়ে গেলেও তোমাদের ভালোবাসা আমাকে প্রতিক্ষন স্পর্শ করে যাতে আমি নিজে হারিয়ে গেলেও তোমাদের না হারাই"।
"মনে রেখ কেবল একজন ছিল
ভালোবাসত শুধুই তোমাদের"।
পরিশেষে তুমারে নন-আফসুসিত বন্যবাদ।
তুমার খপর কি? দিন-কাল কিরাম আরামে যায় ?
এত হারা-হারির মারপ্যাঁচে তো আমি কথার খেই হারায়ে ফেললাম!!!
সুজা কইরা বলেন!!!
আর, দিনকাল?? সেটা তো যাওয়ার জিনিস যাইবেই!!!!
ওরে সুজা বলে কুন জিনিস নাই । সবই ব্যাকা , ত্যাড়া । খেক খেক
আরি ভাইজান ---- কেমন আছেন ??
এপু দেখি !!!!! আমিতো আলু খেয়ে ভালু আছি ।
আপনি কেমন আছেন ? দিনকাল কিরাম যায় ? মেলাদিন পরে পুরান সব লোকজনকে এবি দেখে ভালো লাগছে ।
ভাবলাম আরো জলিল'সাবের নতুন ছিঃনেমা নিয়া কিছু কাহিনি!... এখন দেখি নতুন বোতলে পুরানা জিনিষ...
নতুন নতুন লেখা দেন...
ওল্ড ইসস কুল্ড মানে গোল্ড- আপনি এইডা বুঝলেন না । আফসুস
চান্কু দেরীতে হলেও ফর্মে আসার জন্য বন্যবাদ। বহুদিন রবী বাবুরে নিয়ে কিছু লিখ না। এবার একটা তোমার খারাপ লেখা দাও...।
আপনি কিডা ?? কিডা ?? আপনাকে চেনা চেনা লাগে আফসুস তবুও অচেনা। তবে আপনি যে পুরান কুন নাডা সেইডা ভালুমত বুঝতে পারছি রবিদারে নিয়ে লেখতে হলে অনেক সময় নিয়ে লেখতে হয়, তবে লেখপো একটু বেশী সময় পেলে, আপাতত "নিজের সম্পর্কে" পার্টে রবিদার কয়েকটা লাইন লেখে রাখছি ।
ভাল থাকবেন ।
মডুদেরকে মডুনী-জ্বীনে ধরুক বা মডুদেরকে জাপানী সুমো-জ্বীনে ধরুক যাতে তারা মডুগিরি না করে সুমোগিরি করতে পারে
মডুদেরকে সুমো-জ্বীনে ধরলেতো মডুরা মারা যাপে। মডুরা উল্টা-পাল্টা কিছু করলেই সুমো-জ্বীনরা তাদের পুরা আফসুস খাওয়াই দিপে।
শুভেচ্ছা the welcome জানাইয়া গেলাম ... তয় নিশ্চিত ভাবে আপ্নের পোষ্ট ১/২ আইমিন ১২ লাইনের অবশ্যই হইছে
শুভেচ্ছা the welcome !!! সপাই দেখি ক্যাপ্টেন ববির ব্যাপুক ভক্ট !!
এই হাফ লাইন লেখতে যে আমার কয়ডা খী-বোর্ড ভাংছে !!!! আফসুস
মন্তব্য করুন