ইউজার লগইন

দ্রুত গতি দ্যা-স্পীডে "চলে এলাম"

মডুরা চিঠিতে বলছে "চলে এলাম" টাইপের ১/২ লাইনের পোস্টকে এবিতে নিরুৎসাহিত করা হয়। "১/২" বলতে মডুরা কি "অর্ধেক লাইন" বুঝাইলো নাকি "১ বা দুই লাইন" বুঝাইলো বুঝলাম না । আমি এমনিতেই নিজের নাম লেখতে কয়েকটা চাবি-বোর্ড ভাংগি, সেইখানে আমাকে হাফ লাইনের বেশী লেখতে বলা মানে হলো বাঘের সাথে কোলাকুলি করতে বলা। আফসুস। বাঘের সাথেই যখন কোলাকুলি করতে হবে তখন বাঘের বাচ্ছা বাঘকে চাবি-বোর্ড দিয়ে ১/২ ( এইটার মানে দুই বা এক , হাফ না কিন্তু ) টা খামছি হইলেও দিব (বাঘের বাচ্ছা বাঘ হবে নাতো কি মানুষ হবে নাকি !!!! আজিব !!!! ) । দর্জির দোকানে কয়েকটা কী-বোর্ড বানাইতে দিছি । দর্জি ব্যাটা কী-বোর্ড সরবরাহে দেরী করলে তাকে খোঁজ-দ্যা সার্চ করে দ্রুত গতি-দ্যা স্পীডে বাঘের বাচ্ছা খরগোশের কাছে পাঠিয়ে দেব ।

রেজিষ্ট্রেশান করার আগে ভাবছিলাম "চলে এলাম" এর ' চ' আর 'এ' দিয়ে ২ অক্ষরের একটা পোষ্ট দিয়ে দেব। মডুরা আমার সেই আশাকে চিনি-বালি করে দিল । মডুদেরকে মডুনী-জ্বীনে ধরুক বা মডুদেরকে জাপানী সুমো-জ্বীনে ধরুক যাতে তারা মডুগিরি না করে সুমোগিরি করতে পারে Tongue

অনেক গ্যাজাইলাম । মহামন্য মডারেটরদের (এতোক্ষন মডুদের নামে কু-কথা বলে এখন বলতেছি মহামান্য মডারেটর, রাজনীতিবিদ হওয়া লাগবে দেখছি !!! ) আমার প্রানজ্বালা শুভেচ্ছা, আমাকে অনেক দ্রুত গতি দ্যা-স্পীডে ব্লগে লেখার অনুমতি দেওয়ার জন্য ।

সবাইকে শুভেচ্ছা।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

রাফি's picture


স্ব্যাগেত্যম। Party

চাঙ্কু's picture


আপনাকে বন্যবাদ ।

আপন_আধার's picture


স্বাগতম

চাঙ্কু's picture


আপনাকে আন্ধারীয় বন্যবাদ ।

আপন_আধার's picture


ধন্যবাদ না দিয়া দিলেন বন্যবাদ Sad তাও আন্ধারীয় Sad

পুতুল's picture


স্বাগতম।

চাঙ্কু's picture


ট্যাংকিউ

নাঈম's picture


ওরে চাঙ্কু পাঙ্কু, তুর নাডামি দেখি এইখানে আইসা আরও বাইড়া গেছে Angry Angry Angry Angry Angry

চাঙ্কু's picture


ছি: !!!! ছি: !!! নাডামি আবার কি জিনিস ??
তবে তোমার টাক মাথা সাথে লাল্টুস মুখ দেখি এখনও আছে । আফসুস

১০

টুটুল's picture


উরে চাঙ্কু জেডায় যে....
স্বাগতম
মডুরা দেখি সবসময়ই বদ হয় Sad

১১

নাঈম's picture


মডুগোরে মাইনাচ Wink

১২

চাঙ্কু's picture


ঊরেরে !!!! জ্যাকেট-নায়ক ভাই যে !!!! Tongue
মডুরা আসলেই বদ ।

১৩

চাঙ্কু's picture


ঊরেরে !!!! জ্যাকেট-নায়ক ভাই যে !!!! Tongue
মডুরা আসলেই বদ ।

১৪

শওকত মাসুম's picture


চাঙ্কুরে দেইখা ভাল লাগতাছে। এবিতে স্বাগতম

১৫

চাঙ্কু's picture


কিন্তু আপনারেতো দেখতে পারতেছি না। সব জায়গায় দেখি বই দিয়া মুখটা আড়াল করে রাখেন Wink

ধন্যবাদ মাসুম ভাই ।

১৬

মাহবুব সুমন's picture


স্বাগতম Steve

১৭

চাঙ্কু's picture


ঠ্যাঙ্কু ।

১৮

চাঙ্কু's picture


মন্তব্য ডিলিট করে কেমতে ? উত্তর দিলাম টুটুল ভাইরে, কিন্তু চলে নাঈমের কাছে । এখন ডিলিটও করতে পারছি না ।

১৯

ভাঙ্গা পেন্সিল's picture


আপ্নে একা কেনু আসছেন? চান্তেক কুতায়? Crazy

২০

চাঙ্কু's picture


নাউজুবিল্লাহ !!!!!!! এডি কিতা কন ? কুবি বলছেন - চান্তেকের নাম নেয়াও হারাম Laughing out loud

২১

রায়েহাত শুভ's picture


জেডা তুমি চৈলা আইছো- দ্যা কামিং?

২২

চাঙ্কু's picture


হ জেডা । তুমাগো টানে আমিও চলে আসলাম দ্যা-খামিং ।
খপর কি জেডা ? অনেকদিন পরে তোমারে দেখলাম ।

২৩

আরাফাত শান্ত's picture


চান্কু ভাই আন্নে ইয়ানে কি করেন?
আন্নে না মেলা বিজি!!

২৪

চাঙ্কু's picture


আঁই কিয়া করি আন্নে কি দেখেন না নাকি ? Wink
সব সময় বিজি থাকতে কি আর ভালো লাগে ? Sad

২৫

শাওন৩৫০৪'s picture


উরি জ্যডারে জ্যাডাআআআআআআআআআআআ----------
অনেক মিসাইতাম তুমারে------কুহু কুহু কৈরা কত ডাকছি-------
খুব ভাল্লাগলো জ্যাডাক আবার দেখতি পেয়ে----

২৬

চাঙ্কু's picture


হ্যালু জেডা !!!! খপর কিতা ?
তুমারেও অনেক মিসাইছি জেডা। অনেকদিন পরে ব্লগ লেখা শুরু করলাম Smile

২৭

শাওন৩৫০৪'s picture


পড়ালেখার চাপ চুপ, ব্যাস্ততা কমছে নাকি জ্যাডা?
তাইলে কিন্তু রেগুলার লেকপা------

২৮

চাঙ্কু's picture


না জেডা। ব্যস্ততা এখন আরও বাড়ছে।
গতকাল থেকে নিজেকে নিজে ছুটি দিয়ে রাখছি Smile
তুমি দেশে গিয়ে নাকি চান্তেক খুজতাছ ? হাচানি ? Tongue

২৯

শাওন৩৫০৪'s picture


ছিহ, তুমারে ছাড়া চান্তেক খুঁজতে যাবো নাকি? আগে নাডা জ্যাডার লেজ কাটা হবে, তারপরে বিলাই জ্যাডা বেলতলায় যাবে------ Cool

৩০

চাঙ্কু's picture


এডি কইয়া লাপ নাই জেডা । ইস্কুল শেষ করে এখন ঘরে ফিরে গেছ কেনু সেইটা কি জাতি জানে না !!!!!! Wink

৩১

জ্যোতি's picture


আরে আরে! চাংকু চলে আসছে! স্বাগতম।

৩২

চাঙ্কু's picture


নন-আফসুসিত বন্যবাদ।
আপনার ফডুর পোকাডা দেখলেই ভুই পাই Sad

৩৩

মামুন হক's picture


স্বাগতম! ভালো লাগলো আপনার ব্লগ বাড়ির চাবি ভাঙ্গার ব্লগ Smile

৩৪

চাঙ্কু's picture


অনেক ধন্যবাদ মামুন ভাই ।

৩৫

আহমেদ রাকিব's picture


চাঙ্কসরে স্বাগতম। আহারে কতদিন পর ব্লগে দেলা তুমারে চাঙ্কস। Smile

৩৬

চাঙ্কু's picture


ওরে জেডারে !!! মেলাদিন পরে পোষ্ট লেখলাম।
আগের সেই আড্ডাবাজিও করা হয় না, আগডুম-বাঘডুম-বিলাইডুম লেখাও হয় না Sad

৩৭

মুক্ত বয়ান's picture


একটা গান শুনেন,
"কতদিন পরে এলে/ একটু বসো/
তোমায় অনেক কথা বলার ছিল"
কই হাওয়া হইয়া গেলেন আবার??

স্বাগতম আমরা বন্ধুতে।

৩৮

চাঙ্কু's picture


মুক্ত @ তুমি একটা প্রবন্ধ শুন Tongue
"আমি হারিয়ে না যাওয়ার জন্য হারিয়ে গেলেও তোমাদের ভালোবাসা আমাকে প্রতিক্ষন স্পর্শ করে যাতে আমি নিজে হারিয়ে গেলেও তোমাদের না হারাই"।

"মনে রেখ কেবল একজন ছিল
ভালোবাসত শুধুই তোমাদের"।

পরিশেষে তুমারে নন-আফসুসিত বন্যবাদ।
তুমার খপর কি? দিন-কাল কিরাম আরামে যায় ?

৩৯

মুক্ত বয়ান's picture


আমি হারিয়ে না যাওয়ার জন্য হারিয়ে গেলেও তোমাদের ভালোবাসা আমাকে প্রতিক্ষন স্পর্শ করে যাতে আমি নিজে হারিয়ে গেলেও তোমাদের না হারাই

এত হারা-হারির মারপ্যাঁচে তো আমি কথার খেই হারায়ে ফেললাম!!!
সুজা কইরা বলেন!!!

আর, দিনকাল?? সেটা তো যাওয়ার জিনিস যাইবেই!!!!

৪০

চাঙ্কু's picture


ওরে সুজা বলে কুন জিনিস নাই । সবই ব্যাকা , ত্যাড়া । খেক খেক

৪১

একলব্যের পুনর্জন্ম's picture


আরি ভাইজান ---- Smile Smile কেমন আছেন ??

৪২

চাঙ্কু's picture


এপু দেখি !!!!! আমিতো আলু খেয়ে ভালু আছি ।
আপনি কেমন আছেন ? দিনকাল কিরাম যায় ? মেলাদিন পরে পুরান সব লোকজনকে এবি দেখে ভালো লাগছে ।

৪৩

জেবীন's picture


ভাবলাম আরো জলিল'সাবের নতুন ছিঃনেমা নিয়া কিছু কাহিনি!... এখন দেখি নতুন বোতলে পুরানা জিনিষ... 

নতুন নতুন লেখা দেন...

৪৪

চাঙ্কু's picture


ওল্ড ইসস কুল্ড মানে গোল্ড- আপনি এইডা বুঝলেন না । আফসুস

৪৫

শাপলা's picture


চান্কু দেরীতে হলেও ফর্মে আসার জন্য বন্যবাদ। বহুদিন রবী বাবুরে নিয়ে কিছু লিখ না। এবার একটা তোমার খারাপ লেখা দাও...।

৪৬

চাঙ্কু's picture


আপনি কিডা ?? কিডা ?? আপনাকে চেনা চেনা লাগে আফসুস তবুও অচেনা। তবে আপনি যে পুরান কুন নাডা সেইডা ভালুমত বুঝতে পারছি Wink রবিদারে নিয়ে লেখতে হলে অনেক সময় নিয়ে লেখতে হয়, তবে লেখপো একটু বেশী সময় পেলে, আপাতত "নিজের সম্পর্কে" পার্টে রবিদার কয়েকটা লাইন লেখে রাখছি ।

ভাল থাকবেন ।

৪৭

তানবীরা's picture


মডুদেরকে মডুনী-জ্বীনে ধরুক বা মডুদেরকে জাপানী সুমো-জ্বীনে ধরুক যাতে তারা মডুগিরি না করে সুমোগিরি করতে পারে

৪৮

চাঙ্কু's picture


মডুদেরকে সুমো-জ্বীনে ধরলেতো মডুরা মারা যাপে। মডুরা উল্টা-পাল্টা কিছু করলেই সুমো-জ্বীনরা তাদের পুরা আফসুস খাওয়াই দিপে।

৪৯

নাহীদ Hossain's picture


শুভেচ্ছা the welcome জানাইয়া গেলাম ... তয় নিশ্চিত ভাবে আপ্নের পোষ্ট ১/২ আইমিন ১২ লাইনের অবশ্যই হইছে Laughing out loud

৫০

চাঙ্কু's picture


শুভেচ্ছা the welcome !!! সপাই দেখি ক্যাপ্টেন ববির ব্যাপুক ভক্ট !! Tongue Tongue
এই হাফ লাইন লেখতে যে আমার কয়ডা খী-বোর্ড ভাংছে !!!! আফসুস

৫১

চিটি's picture


Smile Smile

৫২

চাঙ্কু's picture


Laughing out loud Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

চাঙ্কু's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে এখনও বেশী জানি না। শুধু রবিদার মত বলতে পারি-

আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।
(গীতাঞ্জলি)