ইউজার লগইন

যাইত্যাছি যাইত্যাছি কই যাইত্যাছি জানিনা

এই নামে আবু হাসান শাহরিয়ার (কবির নাম ভুলও হইতে পারে) এর একটা প্রবন্ধের বই আছে। প্রবন্ধগুলান আমি পড়িনাই। তবে নাম দেইখা মনে হইলো প্রবন্ধগুলাতে লেখক হয়তো জীবনের গূঢ় রহস্য ভেদ করবার একখান চেষ্টা করছেন। আমি জীবনের গূঢ় রহস্যের খেতা পুড়ি। যদিও আমারও ঐ নামের মতোই অবস্হা।

যাইত্যাছি যাইত্যাছি কই যাইত্যাছি জানিনা।

গতকাল সকালে ঘুম থাইকা উইঠাই কোন কাজ না থাকায় রাস্তায় হাটা শুরু করলাম। গন্তব্যহীন হাটা। কোন অজানা অচেনা শহরকে দেখার একমাত্র উতকৃষ্ট উপায় হচ্ছে রাস্তায় রাস্তায় হাটা। অবশ্য অচেনা শহরে হাটাহাটি শুরু করলে কোন গন্তব্য থাকেনা। চেনা শহরে হাটলে প্রথমে গন্তব্য ঠিক না থাকলেও কিছু পরে আপনাতেই একটা গন্তব্য ঠিক হয়ে যায়। ঐ দোস্তের বাড়ী বা আরেকখানে আড্ডা বা কোন আত্মীয়ের বাড়ী বা সেইরম কিছু। কিন্তু অচেনা জায়গায় এমন হইবার কোন উপায় নাই। তাই গন্তব্যহীন ভাবেই হাটতে হয়।

হাটতেছি হাটতেছি যাইতেছি যাইতেছি কিন্তু কই যাইতেছি জানিনা। হাটতে হাটতেই এই কবিতার বইয়ের কথা মনে হইলো। অবস্হাও আছিলো সেই কবিতার বইয়ের মতোই। ইহজীবনেই পরলোকের স্বাদ পাওয়া আর কি। পরে একসময় হঠাত খেয়াল করলাম নিজের অজান্তেই যেখান থাইকা শুরু করছিলাম সেইখানে আইসা দাড়ায়া আছি। বিশাল এক চক্র। মানুষ চিরকালই পরিচিত পথে হাটতে চায়। অপরিচিত পথে হাটতে মানুষ ঠিক সুবিধা করতে পারেনা।

কিন্তু চক্র শেষ কইরা হঠাত মনে হইলো আমি আসলেই জানিনা কই যাইত্যাছি। নিজের গন্তব্য এখনও পর্যন্ত ঠিক করতে পারিনাই।

আজকেই প্রথম লেখলাম এইখানে। রেজিষ্ট্রেশানের সময় আমারে প্রশ্ন করলো এইখানে কারে কারে চিনি একটা লিষ্টি দিবার জন্য। তখন সত্যিই বিপদে পইড়া গেছিলাম। এইরম প্রশ্নের উত্তরে হয় মুখ চিমসাইতে হয় নাইলে জোরে একটা ঝাড়ি মারতে হয়। আমি কি করছিলাম সেইটা মনে নাই Smile

বন্ধুদের সবাইরে শুভেচ্ছা। আপনেরা কই যাইতেছেন জানেন তো?

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

মুকুল's picture


উরেরএএএএ সামী দেখি!

স্বাগতম ! আপনার লেখা মিসাই। ধুমায়া লিখতে থাকেন।

লিস্টিতে আমার নাম নাই ? Wink

জ্যোতি's picture


আরে রে রে সাইম্যা যে! স্বাগতম। হাত পা খুইল্যা লেখতে থাকো। তুমারে মিসাই।

হাসান রায়হান's picture


ষাগতম ছাইমা। Wink

বিষাক্ত মানুষ's picture


সাবাশ !!!! সামীর লেখা সবসময়ই পড়ার জন্য উন্মুখ থাকি । ঝলসানো লেখা শুরু করে দাও হে মানব।

অনেক আন্তরিক স্বাগতম.......

সামী মিয়াদাদ's picture


আশা করতেছি লিখতে থাকবো। আপনার কবিতাও মিসাই। আপনেও এই প্রশ্ন করলেন? হয় মুখ চিমসামু নাইলে আপনেরেও জোর ঝাড়ি দেওয়া ছাড়া গতি নাই মুকুল ভাই Smile

পা খুইলা লেখা যাইবো...কিন্তু হাত খুইলা লিখতে গেলেতো গিনিজ বুকে নাম তুলতে হইবো @ জয়িতা

থ্যাংকু থ্যাংকু @ রায়হান ভাই

তোমারেও ধইন্যা। দেখা যাক কতটুকু নিয়মিত হওন যায় @ বিমা

ভাস্কর's picture


স্বাগতম...

নীড় সন্ধানী's picture


স্বাগতম, দেখে যেন মনে হয় কোথাও দেখেছি আগে........Smile

টুটুল's picture


আমরা একজনের একটা নিকে বিশ্বাসি। আমাদের ব্লগিংয়ের হাতেখড়ি সামহোয়ারইনে একাধিক নিকের কিছু ঝামেলায় আমরা প্রচণ্ড বিরক্ত হয়েছি। আর তাই ফেক নিক আটকাইতে রেজি:তে কিছু ইনফোর প্রয়োজন টাকে আমার কাছে যৌক্তিক মনে হয়েছে।

এইখানে তুমি কাউরে চিননা এইটা বোধহয় ঠিক না... আমরা তো ভুত-to-ভুত সিস্টেমে চলতাছি... সো তুমি তোমার পরিচিতগো দাওয়াত দিয়া আনপা এইটাই আমরা বিশ্বাস করি ... আর তাগো রেজিতে তুমি রেফারেন্স হিসাবে থাকপা... এইটা তো ভালোই লাগে আমার কাছে Smile

স্বাগতম সামী ... তোমার লেখা মিস্করি... তারাতারি হাত খুইলা কীবোর্ড দিয়া লেখা শুরু করো

তানবীরা's picture


একমত

১০

বোহেমিয়ান's picture


আরে সামী ভাই যে!!!
(ইয়ে আমি আপনারে চিনি , আপনেও আমারে চিনেন না Tongue কিন্তু সবাই কইলো তাই আমিও কইলাম!! )
হাত পা খুইল্ল্যা লিখতে থাকেন ।

এবির সিস্টেম ভালু ।

১১

নজরুল ইসলাম's picture


স্বাগতম

১২

শাওন৩৫০৪'s picture


স্বাগতম

১৩

অপূর্ব সোহাগ's picture


"যাইত্যাছি যাইত্যাছি কই যাইত্যাছি জানিনা।"
এই লাইনটা আমি প্রায়ই বিড়বিড় করি।
আর লাইনটা কবিতার বইয়ের না।
এইটা শাহরিয়ার ভাইয়ের গদ্যের বইয়ের নাম।

স্বাগতম আপনাকে।

১৪

সোহেল কাজী's picture


কই যাইতাছি জানি না ...
স্বাগতম Beer

১৫

মামুন ম. আজিজ's picture


যদি সব জানাই যায় সামী.....কেউ কি হবে গন্তব্য গামী?

১৬

মামুন ম. আজিজ's picture


যদি সব জানাই যায় সামী.....কেউ কি হবে গন্তব্য গামী?

১৭

শওকত মাসুম's picture


সামীরে দেখে ভাল লাগছে। সামীরে ভাল পাই।

১৮

তানবীরা's picture


আপনেরা কই যাইতেছেন জানেন তো?

১৯

কুলদা রায়'s picture


হুম।
হুউম।
হুউউম।
যাইতে যাইতে একটু হুমাইয়া লন।

একটা উপন্যাস পড়েন--
একবার করিম মোড়ল কহিলেন--তুই কৈ যাইতে আছস?
--সামনে।
--সামনে যাইতে পারবি না।
---হুইম, তাইলে পিছনে।
--উহু। পিছনেও না।
--তাইলে বামে।
--না।
--ডানে?
--হুইম, ডানেও না।
--তাইলে কি করুম?
--কি-ও করবার পারবি না।

ধারাবাহিক উপন্যাস। চলিতে থাকিবে।...
আপনাকে সালাম। আইসা পড়েন।

২০

সামী মিয়াদাদ's picture


ধন্যবাদ ভাস্করদা

টুটুল ভাই, ভুল বুঝলেন বস। এইখানে প্রায় সবাইরেই হয় ভার্চুয়ালী অথবা সামনাসামনি পরিচয়ের মাধ্যমে যে কোন ভাবেই চিনি। কয়জনের নাম লিখবো সেটা বিবেচনা করে কিছু লিখা হয়নাই আর কি। তবে সিস্টেমটা ভাল্লাগছে।

ভুত থেকে ভুত সিস্টেমে নিজেকে নিয়োজিত করলাম। ধন্যবাদ, ভাল থাইকেন

কার লগে একমত হইলেন ঠিক বুঝলাম না। আমার লগে না টুটুল ভাইয়ের লগে? আপনারে কৌতুহল বশত: একটা প্রশ্ন করি, নামটা এমন স্ত্রীবাচক হইলো ক্যামনে? @ তানবীরা

আমারে চিনার জন্য আপনারে একস্ট্রা একটা ধন্যবাদ @ বোহেমিয়ান

ধন্যবাদ নজরুল ভাই ও শাওন৩৫০৪

ওহ...আমার ভুল হইছে তাইলে। আমি বইটা কখনো উল্টাইপাল্টাই দেখিনাই। ভাবছি কবি হয়তো আন্চলিক ভাষায় কিছু কবিতা চর্চা করছেন। ভুল ধরিয়ে দেবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। @ সোহাগ

ঠিক আছে..বেশী জানা ভাল না @ সোহেল কাজী

হুমমমম...চিন্তার বিষয়, মামুন ভাই

আপনেরেও ভালা পাই মাসুম ভাই

হাহাহাহাহাহাহা....উপন্যাস তো মনে হয় কম্পিউটারের মতো হ্যাং করছে...কোনদিকেই যাইতে পারেনা। ভাল্লাগলো। ধন্যবাদ আপনারে @ কুলদা রায়

২১

টুটুল's picture


সামী ... সব্বার কমেন্টসএর নীচে উত্তর দেয়ার তরিকা আছে তো Wink

২২

সামী মিয়াদাদ's picture


হ বস...এইটা খেয়াল করছি। ঠিক হইয়া যাইবো...ডোন্ট ওরি ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সামী মিয়াদাদ's picture

নিজের সম্পর্কে

আমি খুব সাধারণ একজন মানুষ। সাধ আর সাধ্যের দ্বান্দিক পরিস্হিতি নিয়ে ইদানিং বিস্তর গবেষনা করছি।