বেওয়ারিশ ছবি
তার এক পাশ রাঙিয়ে দিল ভোরের সূর্য
চিরল চুল উড়ন্ত
ক্যানভাসে আঁকা ঠোঁট করে দিল বিমূর্ত।
এদিকে ফিরোনা ভিন দেশী
আমি রঙতুলিতে আঁকি
তিলোত্তমা।
টিমটিমে এক কুপি ছিল
চোখে চোখে ঘর্ষণে সেটা
দাবানল।
ডাকপিয়ন এসে খবর দিল
তাজমহলে আগুন।
বেওয়ারিশ চিত্রকরের লাশ যমুনায়
সম্পাদকের হতাশা- নাম ঠিকানা না জানায়।
বহুদিন পরে আবার দুটি চোখ
চিত্রকরের ছবি দেখে কোন মেট্রো রেলে
বিমর্ষ হয়ে চোখ ঢাকে
দর্শকের হতাশা- সে নাম ঠিকানা জানে না।
picture courtesy: Pavel Guzenko.-- Contemporary abstract painting.
ছবি কবিতা দুটোই দারুন!
ধন্যবাদ
ভালো লেগেছে।
আপনাকেও ধন্যবাদ
ছবি, কবিতা দুটোই দারুন!
আপনাকেও ধন্যবাদ স্বপ্নচারী ভাই
ছবি বুঝেছি কবিতা বুঝিনি
তবে আরো কয়েকবার পড়তে হবে।
মন্তব্য করুন