ইউজার লগইন

ফুটপাথ

প্রথমত , ক্ষমা চেয়ে নিই , বেশ কিছুদিন বাদে ব্লগে আসার মার্জনীয় অপরাধের জন্য । দ্বিতীয়ত , এই উছিলায় ব্লগার বন্ধুদের সামনে পেশ করি এক বিশেষণহীন বস্তু (কবিতা ট্যাগ দিলাম , ভুল হল বোধ হয়) যাতে চোখ বোলালেও ক্ষতি নেই ।বস্তুটি নিম্মরূপ :

ভাবুকের
কামুকের
পাথুরের
শরীরী তেজী বুকের
গত বাঁধা রক্তের
আবেগী উষ্ণতা ,
রাতজাগা ঝিঝিদের
প্রহরী কুকুরদের
ধূর্ত শৃগালদের
বেমালুম নীরবতা ,
হৃদয়ের হিমালয় গলে
নেমে আসে ঐ
স্বগত কল্লোলে -
সকলে মিলেমিশে করে হৈ চৈ -
শীতের ফ্যাকাশে রাত ,
নাক ডাকা রাজপথ ,
কম্পমান ফুটপাখ
এবং
কুয়াশার শরীরী উত্তাপে উত্তপ্ত
মোমের মত
গলে পড়া শত শত
শতভাগ ফুটপাথ মানব !

পোস্টটি ১ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


আবার মিথ্যে কথার কবিতা!!!! সাজিদ সাহেব দেখলে বুঝবেন Tongue

সুদূরের পিয়াসী's picture


মিথ্যে কথার কবিতা !!? বুঝলামনা তানবীরাপু ! তবে আর যাই হোক , আমি আগেই বলে রেখেছি তা একটি বস্তু মাত্র । কি বস্তু ? তা সত্য না মিথ্যা ? তা বলতে পারিনে ।

কমেন্টের জন্য ধইন্যাপাতা ।
আর আপু , ভালো আছেন তো ?

তানবীরা's picture


এটা পড়েন পড়ুন

আমি ভালো আছি, আপনি ভালোতো? Big smile

সুদূরের পিয়াসী's picture


হে হে ! পড়লাম ! কি আর বলব আপি ? সবই তো মিথ্যা !! উনারে আমার সালাম দিয়েন ।
আর হ্যাঁ । আমিও ভালো আছি । ভালো থাকবেন ।

রায়েহাত শুভ's picture


ফিরে আসলেন তাহলে...

সুদূরের পিয়াসী's picture


ভাই , ফিরে না এসে পারলাম না । খুব ব্যস্ত সময় । আপনাদের খুব মিস করি । তবু শত বাধা ফেলে এলাম আপনাদের টানে ।
তবে আবার ডুব দিতে হবে । সামনে এক্সাম । দোয়া রাখবেন ।
শুভ ভাই ভালো আছেন নিশ্চয় !

রাসেল আশরাফ's picture


আবার মিথ্যে কথার কবিতা!!!! সাজিদ সাহেব দেখলে বুঝবেন Tongue Tongue
----------------------
Welcome ব্যাক

সুদূরের পিয়াসী's picture


ধইন্যা পাতা । ভাই ভালো আছেন নিশ্চয় !

একজন মায়াবতী's picture


তানবীরা, রাসেল আশরাফ বলেছেন,

আবার মিথ্যে কথার কবিতা!!!! সাজিদ সাহেব দেখলে বুঝবেন

Tongue Tongue Tongue

১০

সুদূরের পিয়াসী's picture


যে যা বলে বলুক না ভাই ,
আপন মনে কাজ করে যাই !!
কিন্তু আপনি কিছু বললেন না যে ?

১১

বিষাক্ত মানুষ's picture


কোবতে ভাল হইছে

১২

সুদূরের পিয়াসী's picture


জি জি ! আপনে ভালো আছেন ?

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Welcome ব্যাক! Tongue

১৪

সুদূরের পিয়াসী's picture


ধন্যবাদ বিষণ্ণ ।

১৫

লীনা দিলরুবা's picture


কবিতা পড়ে মনে হলো আপনে হয় ব্যস্ত নইলে উদাসীন আছেন।

১৬

সুদূরের পিয়াসী's picture


ধন্যবাদ লীনা দি । আপনি ঠিকই ধরেছেন । ব্যস্ত এবং উদাসীন দুটোই আছি । তবু আপনাদের কাছে আসি ব্যস্ততার লাগামটা শক্ত হাতে টেনে ধরে , উদাস মনেও বটে ।

১৭

সুদূরের পিয়াসী's picture


ধন্যবাদ লীনা দি । আপনি ঠিকই ধরেছেন । ব্যস্ত এবং উদাসীন দুটোই আছি । তবু আপনাদের কাছে আসি ব্যস্ততার লাগামটা শক্ত হাতে টেনে ধরে , উদাস মনেও বটে ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুদূরের পিয়াসী's picture

নিজের সম্পর্কে

অন্তহীন পথ . . . .
গন্তব্যহীন ছুটে চলা . . . .
নিজের খোঁজে ।
এইতো . . . .
আর কী ?