প্রত্যাবর্তন ও বিবিধ কথা
এলেম শেষে অনেক দিনের পরে । বন্ধুরা সব বন্ধু আছে ,
আমরা ও তো আমরা আছি । আমরা বন্ধু তেমনই আছি ,
যেমন ছিলেম আগে ।
(এক বা দুজন অনলাইনে ,
ডজনখানেক ভুলকি মারে
তারপরে কে ল্যাজ গুটিয়ে
ভোঁ দৌড় দিয়ে ভাগে ।
হায়রে কপাল আমরা আছি
যেমন ছিলেম আগে । ।)
(বন্ধুরা হয়তো মনে মনে বলছে দুদিনের বৈরাগী হয়ে ভাত কে বলে অন্ন । আসলেই তো । দুদিন এসে তারপর যার খবর নেই , সে কিনা করে খবরদারি । না , খবরদারি ঠিক না , এ হলো নজরদারি । হ্যাঁ , এবিতে নজরদারি কেউ করেনা , এ হতেই পারেনা । প্রতি মিনিটে , ঘন্টায় , দিনে , সপ্তাহে বা অন্তত মাসে একবার এসে ঢুঁ মারি প্রত্যেকে । অথচ সবাই তেমন করে নিয়মিত নই বা সচল নই । যার ফলে যখনি কেউ আসি , দেখি দু চার জন অনলাইনে , আর অতিথি গোটা আট দশেক বা বিশেক , যা সমকালীন অন্যান্য ব্লগের সচল ব্লগার বা ভিজিটরের সংখ্যার তুলনায় অতি নগণ্য । অথচ আমি মনে প্রাণে বিশ্বাস করি এবিতে অনেক মানসম্পন্ন ও যথেষ্টসংখক ব্লগার আছে । কিন্তু কেন এমন খাঁ খাঁ করছে এবির এই কলুষহীন ও সম্ভাবনাময় প্ল্যাটফর্ম ? আমরা হয়তো অনেক কারনই দেখাতে পারি কেননা কোন কিছু না করার জন্য অসংখ্য কারন বা অজুহাত দেখানো যায় । কিন্তু ভালো কিছু করতে একটি কারনই যথেষ্ট । আমার মনে হয় আমাদের কাছে এবির উত্কর্ষ সাধনের একাধিক কারন আছে । তাহলে আমরা বন্ধুরা কেন চেষ্টা করবো না , কেন এবিকে অচলায়তন থেকে মুক্ত করব না । আমরা কি এতই অলস , এতই অভাগা যে বিনা চেষ্টায় মেনে নেব এবির এ অচলাবস্থা । জানিনা কি করা উচিত্ । কিন্তু এটুকু জানি আমাদের যদি এবির প্রতি বিন্দুমাত্রও ভালোবাসার অনুভূতি থাকে তবে আমরা নিশ্চয়ই এ দুর্গতি দেখে চুপ মেরে বসে থাকবোনা । স্বপ্ন দেখি । আমরা একটু নাড়া দিয়ে উঠে , পরক্ষণেই ঝিমিয়ে পড়বোনা । নিজে লিখবো , অন্যকে লিখতে অনুপ্রাণিত করবো কমেন্ট দিয়ে । হাত গুটিয়ে বসে থাকবো না ।
একটা ফেবু স্ট্যাটাস দিয়ে শেষ করবো :
"ইচ্ছে হয় শিশু হব
অকলুষ কায়মনবাক্যে ,
খেলাঘর গড়ে যাবো
অতঃপর ভেঙে যায় যাকগে ।"
এইটাই যদি সবাই মানতাম, হায়রে !
চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। ইন শা আল্লাহ্।
মন্তব্য করুন