ইউজার লগইন

ভীড়বাট্টায় বড়ো বেমানান মনে হচ্ছে নিজেকে

পৃথিবীর রঙ্গমঞ্চে খাপ খাওয়াতে না পারা একজন। বারবার হোচট খেতে খেতে পায়ে ক্ষত হয়ে গেছে। এখন আর হোচট খেলে উঠতেই ইচ্ছে করেনা। কেন যে এখানে রেজি করলাম, নিজেই জানিনা। সামুতে লিখিনা এখন আর। সামুতে কেন, কোথাও লিখিনা আর। লেখার হাতটা প্যারালাইজড হয়ে গেছে।
আমরা বন্ধুতে ঘুরছি অনেক দিন থেকে। আগে যতোটা জমজমাট ছিলো, এখন তার সিকিভাগও দেখিনা। অথচ তারকা ব্লগারদের ভীড় এখানে। দোষটা তাহলে ডেভেলপারদের, ব্লগারদের নয় বোধহয়।
কাল বলা হয়েছিলো পনের দিন আমার অ্যাকাউন্ট বিবেচনাধীন থাকবে। আজ দেখলাম মেইলে আমাকে একসেস দেওয়া হয়েছে। খুশি হলাম। পনের দিনের কথায় বেজার হয়েছিলাম। আমাকে আমরা বন্ধুতে ফ্রেন্ড থাকলে তাদের নাম দেওয়ার জন্য বলা হয়েছিলো। দেইনি।
এখানে যাদের দেখি- জেবীন আপু, জয়িতা আপু, বিমা, মানুষ, রোবট, সহ আরো অনেক পুরোনো ব্ন্ধুরা। কিন্তু কদাচিৎ লগডইন হয় সবাই। আসলে ব্লগিং জিনিসটা আর আগের মতো আকর্ষনীয় নয় আর। সেজন্যই হয়তো।

কি সব বকর বকর করছি আল্লাই জানে। আমরা বন্ধু সাফল্য পাক।

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

বাফড়া's picture


সবারই বয়েস বাড়ছেরে ভাই... আগের ঐ নেশা টাইপ ব্লগিংয়ের নেশা ছুইটা গেছে... অহন হইল অভ্যাসের বশে ব্লগিং...

ঐযে কইলেন না '' লেখার হাত টা প্যারালাইঝড হয়া গেছে'' টাইপ একটা কথা ... সবারই ব্লগিংয়ের হাতটা কহানিক প্যারালাইঝড হইছে... বয়স বইলা কথা ... আমরা হইলাম ব্লগ জগতের মুরব্বী Smile Wink Smile

এরশাদ বাদশা's picture


মুরুব্বী, ভালো আছেন তো?

বাতিঘর's picture


ব্লগ মুরব্বীদের প্রতি আকুল আবেদন আমরা যারা নতূন তাদের জন্য মারকাটারি ধরনের লেখা নিয়া আগাইয়া আসেন গো( আমি নুশেরাপু, ভাস্কর, আশরাফ এদের লেখার বড় পাংখা তাদের দেখিনা কেন?)..." .....সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর,
হবে পুরোনো যতো দ্বিধা দ্বন্দ্ব দূর.....যদি ভাগ করে নাও দুঃখ-সুখ বোঝো তোমার আমার নেই তফাৎ । হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবেই সুপ্রভাত .....যদি বন্ধু হও "
আমার খুব পিয় একটা গানের কথা শুনাইয়া গেলাম ভাইডি । লেখুন, হাত ব্যথা-মাথা, ব্যথা ভুলে । ভালো থাকুন । শুভেচ্ছা নিরন্তর ।

এরশাদ বাদশা's picture


আপনি যদি আমার কাছ থেকে লেখা আশা করেন, তাহলে বোধহয় আপনাকে নিরাশ হতে হবে। জীবন যুদ্ধের কঠিন সমীকরনে আমি দিশেহারা হয়ে পড়েছি। লেখনী সত্তার মৃত্যু ঘটেছে। এখন আমি পুরোদস্তুর পাঠক।

নুশেরা's picture


বাতিঘরের মন্তব্যে নামোল্লেখের জন্য অশেষ কৃতজ্ঞতা। যদিও ব্যাপক শরমিন্দা হইছি। কই ভাস্করদা আর আশরাফের লেখা, কই আমার হাবিজাবি! সময়সুযোগের সঙ্কট কেটে গেলে আপনার লেখা পড়ার আশা রাখি (আপনি পুপা না তো? Smile )

নুশেরা's picture


স্বাগতম ভ্রাত। আপনার বিষয়ে কাঁকনের সঙ্গে এখানে কোথায় আলাপ হয়েছিলো বেশ কিছুদিন আগে। সামুতে আমার লগিন ব্যানড (আনঅফিসিয়ালি), এখানেও অনিয়মিত হয়ে গেছি। আপনাকে দেখে ভালো লাগলো। প্যারালাইসিস বলবেন না, আশা করি ছোট্ট একটা ব্লকের বেশী কিছু না Smile

এরশাদ বাদশা's picture


সামুতে আমার স্ট্যাটাস তিনবছরে একবারও এদিকওদিক হয়নি। তারমানে এই না যে, খুঁচাখুঁচি করিনি। করেছি। কিন্তু সেইফ থেকে গেছি। ইদানিংকালের সামুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। সেটা আমার দোষ নয়। আপনার মতো ব্লগাররা যেখানে ব্যান হয়, সেখানে আমার মতো ব্লগারদের আগ্রহ হারানো দোষের কিছু নয়। ভালো থাকেন আপু।

ভাঙ্গা পেন্সিল's picture


আমরাবন্ধুর সবাই খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছে মনে হয়

এরশাদ বাদশা's picture


আমি ক্লান্ত হয়েই এসেছি।

১০

শওকত মাসুম's picture


ক্লান্ত না। পেশাগত জীবনের চাপে সারাক্ষণ ব্লগে থাকা হয়তো সম্ভব হয় না। তবে এটা ঠিক আরও বেশি লেখা এখানে আসাই উচিত।
ভাল কথা, আপনারে স্বাগতম

১১

এরশাদ বাদশা's picture


ধন্যবাদ মাসুম ভাই।

১২

টুটুল's picture


স্বাগতম আপ্নারে... আমিও চৈলা আইছি Wink

জট্টিল কিছু লেখা ছারেন্তো

১৩

এরশাদ বাদশা's picture


অবশেষে ছাড়লো আপনেরে?

১৪

টুটুল's picture


জীবনে বহুত ব্লগিং করছেন... এইবার বয়স হৈছে... লেখালেখিতে মনোযোগ দেন Smile

১৫

বোহেমিয়ান's picture


হ! লেখালেখিতে মন দ্যান!!!

স্বাগতম!!
এই খানে এসে দেখি আপনি আছেন!
খুশি হয়া গ্লাম!!!

লিখতে থাকেন

ব্লগিং এর আকর্ষণ কমছে বইলা মনে হয় না আমার। কারণ আমি তো আবার জুনিয়র ব্লগার Tongue

১৬

জ্যোতি's picture


স্বাগতম আপনাকে এই ব্লগে।টুটুল ভাই এর কথা শুইনেন না তো!জটিল লেখা লেইখেন না। ডিকশনারি নিয়া ব্লগ পড়তারতাম না। সুন্দর , জোশ লেখা দেন।আমরা সবাই আছি। অনিয়মিত নারে ভাই।বেশী নিয়মিত ।এই ব্লগ খাইলো।

১৭

এরশাদ বাদশা's picture


ধন্যবাদ আপু। এক সময় লিখতাম, জটিল না। সহজ সরল। মিস করছি সেই সময়টা।

১৮

টুটুল's picture


ক্যান আপু? আমি আবার কি দুষ্কর্লাম? জট্টিল, কুটিল.. সহজ.. সরল.. তরল... গড়ল ... সব লেখাই প্রয়োজন Smile

১৯

প্রণব আচার্য্য's picture


স্বাগতম

২০

এরশাদ বাদশা's picture


কবি আছেন কেমন? আমার ত্রাহি অবস্থা। আর ভালো লাগছেনা। মনে হচ্ছে সব ছেড়েছুড়ে দিয়ে সন্ন্যাসবৃত নিয়ে জঙ্গলে চলে যাই। সিরিয়াসলি।

২১

টুটুল's picture


জঙ্গলে যাওয়ার টাইমে সাথে একটা ল্যাপি +ইন্টারনেট কানেকশন ... রাইখেন Wink

২২

এরশাদ বাদশা's picture


ধূর মিঞা!!!

২৩

অনন্ত দিগন্ত's picture


আসলে ব্লগিং জিনিসটা আর আগের মতো আকর্ষনীয় নাই ........ এটাই হয়তো চরম কঠিন সত্য !!

২৪

এরশাদ বাদশা's picture


অন্তু, কেমন আছো?

২৫

অনন্ত দিগন্ত's picture


ভাল নাইরে, লাইফটা পুরাই তেজপাতা হয়ে গেছে ....

২৬

বিষাক্ত মানুষ's picture


ক্লান্ত না মনে হয় । আগের নেশাটা এখন নাই এইটা ঠিক,,, তবে অবসর থাকলে সেইটা কনফার্ম হওয়া যেত যে নেশা আসলেই নাই নাকি কাজের চাপে নেশা করতে পারি না।
আমার অবস্থা কাজের চাপে চ্যাপ্টা হয়ে আছি, তবে এটাও ঠিক যে আগের মত ঠিক লেখার আগ্রহ পাই না, আগের দিনগুলো আসলেই জমজমাট ছিলো।

তবে আমি আশাবাদি যে কোন দিন ফুল থ্রটলে আবার কিবোর্ড হাতে ঝাপিয়ে পরবো। অনেক কথা অনেক লেখা অনেক দুষ্টামি জমা হয়ে আছে।

তোমাকে এখানে দেখে অনেক ভালো লাগলো এরশাদ। নিয়মিত লেখালেখি করতে থাকো । সব সময় কমেন্ট না করলেই অফলাইনে নজর ঠিকি আছে এইটা শিওর থাকতে পারো। Smile

২৭

এরশাদ বাদশা's picture


আর নিয়মিত...জীবন গাড়ির ঘানি টানতে টানতে কোনদিন না পৃথিবীতেই অনিয়মিত হয়ে যাই....

আপনে লোকটা বড্ডো অহংকারী বিমা ভাই......

২৮

বিষাক্ত মানুষ's picture


মনে বড় দাগা পাইলাম এরশাদ...... আমার বহু বদগুন আছে, ম্যালা পাবলিক আমারে দেখতারে না , তয় কেউ কুনুদিন আমারে অহংকারী কয়নাই। Smile

২৯

এরশাদ বাদশা's picture


আমি কইলাম, ক্যান কইলাম, ভাইবা দ্যাহেন।

৩০

রুমন's picture


আমার পড়তেই ভালো লাগে

৩১

এরশাদ বাদশা's picture


আমার কিছুই ভালো লাগেনা।

৩২

তানবীরা's picture


আমার সময়ের সমস্যা। সমস্যা কাটা মাতর আবার লেখায় হাত দিব।

৩৩

এরশাদ বাদশা's picture


ওক্কে

৩৪

শাওন৩৫০৪'s picture


যাদের নাম নিলেন বা নিতে পারলেন না, সবাই একটা সময় ধুমাইয়া ব্লগাইছে, কুমাইয়া কমেন্টাইছে----
এখন দেখবেন আরেকদল চৈলা আসছে, সবখানেই, আপনের চেনাজানা ব্লগার এখন কম, অন্যদের দিন, এরম কৈরাই তো জেনারেশন পালাবদল হয়---এডা আসলে সিস্টেমই--
যাই হোক, এবিতে স্বাগতম-মনের খুশিতে লেইকা যান।
আর মাঝে মাঝে ঝিমানির একটা পকেট আসে সবখানেই, এবি্তেও হওয়া উচিৎ, আবার কাটাইয়াও উঠছে---অখন সবাই ধুমাইয়া ব্লগাইবো আবার-------আপনেও----

৩৫

এরশাদ বাদশা's picture


যদি আপনের কথাডাই হাচা হইতো!!

৩৬

জেবীন's picture


সব ব্লগারের সব ধরনের সহজ, কঠিন, সরল, গরল, প্যানপ্যানানি, পকরপকর, বকরবকরে ভরে উঠুক এবি'র পাতা, আমরা বন্ধু সাফল্য পাক...

শুরু করে দেন ভীড়ভাট্টায় নিজের চলা... মনের কথা বলা Innocent

৩৭

এরশাদ বাদশা's picture


অলরেডি শুরু করে দিয়েছি।

৩৮

নরাধম's picture


ধুন্ধুমার ব্লগিং শুরু কইরা দেন বাদশাভাই, যেন সবাই ঈর্ষায় কাতর হয়!

৩৯

এরশাদ বাদশা's picture


ঈর্ষা উদ্রেককারী লেখা দেওয়া আমার দ্বারা আর কখনো হবে বলে মনে হয়না মাহফুজ ভাই।

৪০

মুক্ত বয়ান's picture


শুভেচ্ছা, স্বাগতম। Smile
আমাদের এইখানে দেখি দুইজন বাদশা!!! আমাদের তো বিরাট আনন্দ!!!

৪১

এরশাদ বাদশা's picture


একটা জিনের আর একটা মিসকিনের!!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এরশাদ বাদশা's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে একটা কথাই বলার আছে। চরম বোকা একটা ছেলে। যার দূরদর্শীতার বড়ো অভাব।