ইউজার লগইন

আমার আনন্দের ভিতরে অনর্গল কথা বলছিল আর্তনাদ

প্রতিদিনের রোজনামচায় অতিষ্ঠ জীবন। কর্মবিমুখ সময়ের আঘাতে বিধ্বস্ত আমি তলিয়ে যাচ্ছি প্রতিদিন। সবকিছুতেই বিরক্ত হচ্ছি প্রতিমুহূর্তে। চিন্তা-শক্তি লোপ হচ্ছে প্রতিনিয়ত। বুঝতে পারছিলাম না কিভাবে সময় কাটাব। ভিষণ ক্লান্ত লাগছিল। আমার মনের অবস্থা বুঝলো পতিদেব। হঠাৎ একদিন আমাকে না জানিয়ে ব্লগ খাতায় আমার নাম লিখে দিলেন। আমিতো অবাক! লেখালেখি সম্পর্কে আমার কোন ধারনা নেই। এমনকি কিবোর্ড ব্যাবহারের ধরনটাও অজানা। আশ্চর্য হলেও সতি কথা। অতঃপর পতিদেবের অতি উৎসাহে ব্লগে মনোনিবেশ করলাম। দিনের পর দিন যাচ্ছে শুধু ব্লগ পড়ে যাচ্ছি, লেখালেখি আর হয়না। কিভাবে হবে? আমি কোনদিন একটি কবিতা কিংবা গল্প লিখিনি। এমনকি কোনোদিন ডায়েরিও লিখিনি নিজের জন্য। সে আমি লেখার স্পর্ধা দেখাই কি করে! এমনি করে কেটে গেল কয়েক সপ্তাহ।

লেখার বহুবার চেষ্টা করেছি। কি লিখি! কিছুতেই বুঝে উঠতে পারছিনা। পতিদেব বল্লেন মনে যা আসে সেটাই লেখ। কিন্তু মনের ফুটন্ত শব্দ গুলোকে বাক্যে সাজাতে পারলাম না।

আজ কিছু আমাকে লিখতেই হবে । নইলে পতিদেব একদিনের আড়ি ঘোষণা করেছেন। আমি হলাম পতি অন্তপ্রাণ। সম্ভাব্য পতি-বিরহ অসহ্য মনে হল। তাই সাহস করে লিখতে শুরু করলাম। কেউ পড়ুক কিংবা না পড়ুক আমি লিখলাম। এটি আমার প্রথম লেখা। এটুকু লিখেই আমার আনন্দের ভিতরে অনর্গল কথা বলছিল আর্তনাদ। আর আর্তনাদের ভিতরে গুণ গুণ করে গলা ভাঁজছিল অদ্ভুদ এক অস্বস্তি আর অস্বস্তির ভিতরে সমুদ্রের সাঁই সাঁই ঝড়। সেই ঝড়ের ঝাঁপটায় আমি দিশাহারা। বুঝলাম সাহিত্যের ভাষা আমার অজানা। হয়ত আমার লেখা শব্দগুলো সাদা কাশবন হয়ে দুলবে না কারো মনে। উড়ে যাবে শুকনো ঝাউপাতার মত বহু দূরে। যদি আমার এ লেখা শব্দের সিঁড়ি বেয়ে কাউকে গোলাপের মত উন্মীলিত করে এবং আমার লেখার ব্যর্থ প্রয়াস যদি করো হদয়ে মৃদু স্পন্দন জাগায় তখন-ই বুঝবো আমি বিজয়ী।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


আর্তনাদের ভিতরে গুণ গুণ করে গলা ভাঁজছিল অদ্ভুদ এক অস্বস্তি আর অস্বস্তির ভিতরে সমুদ্রের সাঁই সাঁই ঝড়। সেই ঝড়ের ঝাঁপটায় আমি দিশাহারা। বুঝলাম সাহিত্যের ভাষা আমার অজানা। হয়ত আমার লেখা শব্দগুলো সাদা কাশবন হয়ে দুলবে না কারো মনে। উড়ে যাবে শুকনো ঝাউপাতার মত বহু দূরে। যদি আমার এ লেখা শব্দের সিঁড়ি বেয়ে কাউকে গোলাপের মত উন্মীলিত করে এবং আমার লেখার ব্যর্থ প্রয়াস যদি করো হদয়ে মৃদু স্পন্দন জাগায় তখন-ই বুঝবো আমি বিজয়ী।

আপনি তো দেখি শ্রীমতি বিনয় কুমার!!!!

=================================

চালিয়ে যান ভাবীজান আমরা আছি আপনার পিছনে।

===============================

এবিতে Welcome

ইতিকথা's picture


সবিনয় ধন্যবাদ Smile

উচ্ছল's picture


আমার লেখার ব্যর্থ প্রয়াস যদি করো হদয়ে মৃদু স্পন্দন জাগায় তখন-ই বুঝবো আমি বিজয়ী।

--- আপু আপনি বিজয়ী। লিখতে থাকুন। স্বাগতম।

ইতিকথা's picture


ধন্যবাদ উচ্ছল।

কৌশিক আহমেদ's picture


আপনার পতিদেবকে মাইনাস। এবিতে স্বাগতম।

ইতিকথা's picture


Sad(

সন্ধ্যা প্রদীপ's picture


বাঃহ বেশ ভালো লেগেছে আপু। Smile

টুটুল's picture


এরপরও যদি বলেন আপ্নার লেখা হয় না তাইলে তো আমরা হাওয়ায় ভাইসা যামু Sad ...

যাউক্গা... স্বাগতম এবিতে... হাত খুলে লেখেন...
নেট জগতে প্রথম লেখা... খালি মুখে চলপে?
একটা পাট্টি দেন Smile ...

ইতিকথা's picture


ধন্যবাদ সন্ধা প্রদীপ

১০

ইতিকথা's picture


উৎসাহ দেবার জন্য ধন্যবাদ টুটুল ভাই ।পাট্টির কথা মনে থাকবে।

১১

নাজ's picture


আর যা-ই হোক আমার চেয়ে ভালো লেখেন Big smile
"আমরা বন্ধু" তে স্বাগতম!

১২

একজন মায়াবতী's picture


এবি তে Welcome

১৩

ইতিকথা's picture


THNX

১৪

মীর's picture


উড়ে যাবে শুকনো ঝাউপাতার মত বহু দূরে।

-এই লাইনটা দূর্দান্ত হয়েছে। আপনার পতিদেব একটা ভালো কাজ করেছেন। কেননা একবার যখন লগিন করেছেন, এবার আপনি আমাদের উৎসাহেই হোক আর যেকোন কারণেই হোক (পোস্টে একবার কারণখানি বলেছেন Wink ) লেখালেখি চালিয়ে যাবেন এই আশা রইলো।
শুভেচ্ছা Welcome

১৫

মনির হোসাইন's picture


'আর আর্তনাদের ভিতরে গুণ গুণ করে গলা ভাঁজছিল অদ্ভুদ এক অস্বস্তি আর অস্বস্তির ভিতরে সমুদ্রের সাঁই সাঁই ঝড়। সেই ঝড়ের ঝাঁপটায় আমি দিশাহারা। বুঝলাম সাহিত্যের ভাষা আমার অজানা।

উপরের দুইলাইনগুলি কী ! এরপর আর কারো সাহিত্যের ভাষার জন্য হাহাকার করার দরকার আছে কী ! ? ভালো লিখেছেন ।

১৬

লীনা দিলরুবা's picture


এটি আমার প্রথম লেখা। এটুকু লিখেই আমার আনন্দের ভিতরে অনর্গল কথা বলছিল আর্তনাদ। আর আর্তনাদের ভিতরে গুণ গুণ করে গলা ভাঁজছিল অদ্ভুদ এক অস্বস্তি আর অস্বস্তির ভিতরে সমুদ্রের সাঁই সাঁই ঝড়। সেই ঝড়ের ঝাঁপটায় আমি দিশাহারা। বুঝলাম সাহিত্যের ভাষা আমার অজানা। হয়ত আমার লেখা শব্দগুলো সাদা কাশবন হয়ে দুলবে না কারো মনে। উড়ে যাবে শুকনো ঝাউপাতার মত বহু দূরে। যদি আমার এ লেখা শব্দের সিঁড়ি বেয়ে কাউকে গোলাপের মত উন্মীলিত করে এবং আমার লেখার ব্যর্থ প্রয়াস যদি করো হদয়ে মৃদু স্পন্দন জাগায় তখন-ই বুঝবো আমি বিজয়ী।

প্রথম লেখায়ই কিস্তিমাত করলেন ভাবীজি Smile
পতিভক্তিতে আকুল Wink ভাবীজানকে ব্লগে সু-স্বাগতম।
এবি এর আগে দুলাভাই পাইছে এবার ভাবী! মারহাবা!!

১৭

তানবীরা's picture


পতিভক্তি থাকা ভালো, বেহেস্ত নসীব হবে Big smile

১৮

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লেখা তো অনেক ভাল।
আর লেখেন না কেন?!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ইতিকথা's picture

নিজের সম্পর্কে

নিজেকে আজও চেনা হয়নি।