নিঃশব্দের গল্প শেখাও
ঘুমোতে যাবার আগে কিছু বলে নিতে হয় স্বপ্নের কাছে
যেনো দোষে কিছু ফুটে না ওঠে ঠোটে;
কিছু যেনো ডুবে না যায় যাযাবর লোভে।
বালিশ কম্বলের কাছে ওয়াদা করে নিতে হবে
সব কথা বলা যাবে শ্রুতি ও প্রতিশ্রুতি দিয়ে
ঘরের জানলাগুলো জানাবে দিগন্তের খবর।
অবাক করার মতো কোনো বাকদেবী দাওয়াত পাবে না
যারা এসো নগ্ন হয়ে
যদি পারো-
মাছের স্বভাব দেখাও
গল্পের উঠানে ঝাপ দিয়ে নিঃশব্দের গল্প শেখাও।
এবি'তে স্বাগতম। কবিতা সুন্দর হয়েছে।
স্বাগতম মীর
এবি'তে স্বাগতম।
তানবীরা,,,,,,,,,,
কেমন আছেন?
আমি কি আপনাকে চিনি, বাই এনি চান্স?
এবিতে স্বাগতম
কবিতা ভালোলেগেছে
ধন্যবাদ টুটুল ভাই
এবি'তে স্বাগতম।
জয়িতা আপনাকেও ধন্যবাদ। সাথে থাকবেন নিশ্চই।
এবি'তে স্বাগতম।
কবিতা সুন্দর হয়েছে, চন্দ্রবিন্দুগুলো এলে আরো ভালো লাগতো।
চন্দ্র বিন্দুর একটা আলাদা অর্থ আছে আমার কাছে। আর আমি এটা মনেও করি যে , কোনো স্থির এবং নির্দিষ্ট শব্দের ওপর চন্দ্রবিন্দুর মতো ভারী এবং গরুধর্মের আচরণ না বসানোই ভালো।
স্বাগতম জানানোর জন্যে ধন্যবাদ। খুব ভালো লাগছে আপনার উৎসাহ পেয়ে।
সর্বপরি আমি আনন্দিত আপনাদের সাথে থাকতে পেরে।
সকলকে ধন্যবাদ।
কবিতার শব্দ, বাক্য আর ভাবনা নিয়ে আমার কোন অনুযোগ নেই। বানান নিয়ে যদি কবি নীরিক্ষায় যান সেটি নিয়েও নয়, কিন্তু চন্দ্রবিন্দু ছাড়া চাঁদ কেমন যেন লাগেনা? তবু কেউ যদি ইচ্ছে করেই তেমন কিছু লেখেন সেটি হয়তো সিদ্ধ। কবির স্বাধীনতা শেষ পর্যন্ত জিতবে এটিও মানি। শব্দের গায়ে যা খুশী তা-ই লাগান, কিন্তু অনুভবের মধ্যে সুতীব্রভাবে বসবাস করলে কবিতার সৌন্দর্য ম্লান হয়না। আমি অত ভাবুক কবি নই, হয়তো পাঠকও নই, তাই চন্দ্রবিন্দু নিয়ে বলেছিলাম।
আপনার কবিতার মনোযোগী পাঠক হতে চাই।
লিখুন বেশী বেশী।
যদি পারো-
মাছের স্বভাব দেখাও
গল্পের উঠানে ঝাপ দিয়ে নিঃশব্দের গল্প শেখাও।
এন্ডিংটা চমৎকার। অসাধারণ !
স্বাগতম এবিতে
মন্তব্য করুন