জংধরা
আরো বেশি রমণীয় হ'য়ে ওঠো তুমি,
রমণের ভেলা ভাসানো আছে অথবা সাম্পাণ
লৌহজং ষ্টেশনের কথা মনে পড়ে
মনে প'ড়ে আনসিন প্যাসেজ
জংধরা,,,
প্রজণন প্রয়োজন হয়ে থাকে বালুকাবেলায়
নাতিসিতষ্ণ অঞ্চলে ঘুম আসে ভরা পেটে
খুব বেশি রমণীয় হ'য়ে ওঠো তুমি
তোমার দেহের থেকে হাতের থেকে মাথার থেকে
আরো বেশি রমণীয় যেন।-
ভোগের কালে মনে প'ড়ে দূর্ভোগের কথা;
হাত ধরার কালে হাতাহাতি
আর গম্ভুজের নিচে প্রার্থণাকালীন নিরাপত্তা বুহ্য থাকে চুলের বেণী।
রমণীয় (রমণযোগ্য নারী) শব্দটা প্রচণ্ড সেক্সিস্ট লাগে।
তাই লাগাতে চেয়েছি,,,
একটু মিনিংটা জানতে চাচ্ছিলেম
কোন কিছুর পার্মানেন্ট মিনিং হয় নাকি
হুমমমম.........
মন্তব্য করুন