কেবল ইশ্বর কারো কাছে যাবেন না
প্রকৃতি থেকে নিয়েছি যা তারও অধিক
ঘৃণা এবং অপবিত্রতা মাখা প্রতিবস্তু দিয়েছি ফিরিয়ে ।
জল নিয়ে দিয়েছি প্রস্রাব
প্রেম নিয়ে প্রতিশোধ ফিরিয়ে দিতে দিতে হয়েছি মানুষ ।
বৃক্ষ থেকে নিয়ে ফল দিয়েছি তার ডাল ভেঙে
যেন দ্বিতীবার আর কোন পুরুষ গাছের কাছে না যায় অই খানকিটা
অক্সিযেন নিয়ে মৃতবৎ কার্বনডাই অক্সাইড ছেড়েছি ফনার মতো ।
বলো গ্রহণ সত্য না বর্জণ বিবিধ?
ফেরত যাবার কালে কোন কিছুই আর অক্ষত রবে না
মনে পড়ে তোমার কথা
কোন প্রকার বর্জণ না করেও তুমি কারো প্রভু কারো পিতা
কারো প্রণয় ছুঁয়ে না দেখেও তোমার উলম্ব দেহ থাকে সীতা ।
বিশেষ দ্রষ্টব্য:আমার আরো কবিতা প্রবন্ধ বা রাজনৈতিক চিন্তার উপর পাঠ প্রয়োজন মনে হলে দয়া করে ঘুরে আসুন:http://www.gonshaipahlavi.fineartsbd.com
কবিতাটা খুব ভালো লাগলো। বিশেষত - "বলো গ্রহণ সত্য না বর্জণ বিবিধ?" !!
খানিকটা হবে মনে হয় শব্দটা। বানান টা দেখার অনুরোধ থাকলো।
আপনার ব্যক্তিগত ব্লগ লিংকটা রেখে দিলাম, পড়বো পরে।
শুভকামনা ।
কোন শব্দের বানানটা ভাই?
কবিতাটি পড়ার জন্যে ধন্যবাদ
নাহ ! আমি ভুল পড়েছিলাম।
ধন্যবাদ
সত্যি ভালো লেগেছে। দারুণ একটি কবিতা। আমরা কি নির্বিগ্নে সব ভুলে গেছি। সব সব সব।
না আমরা কিছুই ভুলিনি
এই লাইনটার সাথে একমত না। যে দেশের মানুষজন পছনদ হয় না, তাদেরতো তিনি ঝড় বন্যায় ভাসিয়ে দেন দেখি
কারোশব্দটার দিয়ে খেয়াল করেন।
ধন্যবাদ
মন্তব্য করুন