আমার এবং শিল্পী তনিমা রাতুলের কিছু নতুন শিল্পকর্ম
বন্ধুরা ছাপচিত্রের উপরে আপনাদের কেমন আগ্রহ আছে জানি না তবুও অতি সম্প্রতিক আমার করা কতগুলো কাজের লিংক দিচ্ছি। সাথে আছে পেইন্টার তনিমা রাতুলের করা কিছু কাজ। ভালো লাগলে জানাবেন।এই কাজগুলো মানে আমার করা কাজগুলো একটু নতুন টেকনিকে করা। ক্যানভাস প্রিন্ট বলছি যাকে।এই টেকনিকের বিশেষত্ব হচ্ছে সাধারন প্রিন্টের কাজে অনেকগুলো ধাপ থাকায় ফর্ম এবং আইডিয়া থেকে বাধ্য হয়ে খানিকটা সরে আসতে হয় কিন্তু ক্যানভাস প্রিন্টে ধাপগুলো কম থাকায় সেই সম্ভাবনা নাই । যাই হোক এত কিছুর পরও বেশ খানিকটা নির্ভর করছে দর্শকের উপর তারা এই মাধ্যম এবং কালার ব্যবহার কেমন ভাবে গ্রহন করেন সেটাই দেখার বিষয় ।http://www.gonshaipahlavi.fineartsbd.com/
সুন্দর লাগলো
ধন্যবাদ ।
আহেম
মন্তব্য করুন