আমার জন্যে করিলে হারাম।
জলের জাত দেখে বুঝিবার শিক্ষা গ্রহন করি নাই কভু কিসে জোয়ার আর কখন ভাটা হয়।
কখনও আমি তার পিছে থাকি
কখনও আমি তার সামনে
মধ্যখানে বা না জোয়ার না ভাটায় থাকি কখনও
তবু তার সাথে থাকা হলো না কখনো।
প্রভু এই শিক্ষা কোথা থেকে গ্রহন করি বলো?
সাথে থাকিবার লাভে ও লোকসানে নিরলস গতি যেমন বলিয়া ওঠে আরাম আরাম
সিয়াম সাধনার মাসে তুমি ইহাই আমার জন্যে করিলে হারাম।
সাধু ভাষায় দারুণ জিনিস দেখালেন!
সাধু চলিতে মিশ্রন ঘটেছে কিছুটা।
আসলে আমার চেষ্টা ছিলো দ্রুত ভাবটাকে আটকে ফেলা
আপনাকে ধন্যবাদ
এ অংশটুকু বুঝলাম না..
গোঁসাইজি আপনার লেখাটা পড়ে আজকে আমি খুবই মজা পেলাম। গোঁসাই মানে কি? সাধু - সন্ন্যাসী? যারা ধর্মের চেয়ে মানুষকে বড় দেখেন? আপনার লেখা কি আপনার নামকে রিপ্রেজেন্ট করে? নাকি আমারই কোথাও ভুল হচ্ছে?
মন্তব্য করুন