সাহায্য করেন অথবা বুদ্ধি দেন প্লিজ
বন্ধুরা
মহাবিপদ
আগামী ২২ ডিসেম্বর আমার প্রথম ভাষ্কর্য প্রদর্শনী চট্রগ্রামের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারী,চারুকলা ইনিস্টিটিউট চট্রগ্রামে।
কিন্তু সমস্যাটা হচ্ছে একটি কম্পানি এবং আমার এক বন্ধু স্পন্সর দেবার কথা বলেও শেষ পর্যন্ত
অক্ষমতা প্রকাশ করেছে ।
এখন আমার মাথায় হাত
মান্দার গাছ বাইতে ইচ্ছা করছে ।
অতএব
বন্ধুরা
সাহায্য করেন অথবা বুদ্ধি দেন প্লিজ
শুভ কামনা রইলো। আপডেট জানাবেন
তানবীরা
কেমন আছেন?
ভাইয়া, যদি কিছু মনে না করেন, প্রপোজালটা পাঠাতে পারবেন? জানি না কি করতে পারবো, তবে হেল্প করার ট্রাই করবো! প্লিজ আমার জিমেইলে পাঠান রুম্পা.ফারজানাতে। অলজেড।
পাঠাচ্ছি পাঠাচ্ছি
পরাণে পানি পাইছিরে ভাই,হোক বা না হোক।
মেইল পেয়ে আমাকে কনফার্ম করবে কিন্তু
পাঠিয়ে দিয়েছি
জানিও
আল্লাহ ভরসা। কি হলো জানাবেন।
রুম্পাকে এই মাত্র প্রপোজল লেটারটা পাঠালাম
আল্লাহ ভরসা
ভাস্করগুলোর কোন ছবি আপ্লোড করতে পারবেন ?
কিছু তো মনে হয় বিক্রির জন্য করেছেন। সেগুলোর ছবি আপ্লোড করে দিলে আমরা যদি কেউ কিনি তো কনফার্ম করতে পারি অথবা বিক্রির জন্য চেষ্টা চালাতে পারি।
আপডেট জানায়েন । আর আমি যদি পরে চট্টগ্রাম গিয়ে কোন এক সময় দেখে আসতে চাই , তো একটু সময় দিতে পারবেন ?
হ্যা অবশ্যই পারবো।কিন্তু কোথায় আপলোড করবো?
দেখুন ভাষ্কর্যগুলো খুবই পরীক্ষামূলক মানে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক।
আপনারা যদি কেহ পেইন্টিং কিনতে চান,তাহলে আমি আপনাদের সরাসরি কাজ দেখাতে পারবো। কারণ আমি এখন ঢাকাতেই আছি।
আপনার কথা আমাকে আরো বেশি এফোর্ট দিল।
ধন্যবাদ আপনাকে
ভাস্কর্য আর পেইন্টিং - ২ টার ছবি ব্লগ এবং ফেসবুকে দিতে পারেন ।
এবি ফটোগ্রাফি ক্লাব আছে ফেসবুকে , ঐখানে দিন, ব্লগে দিন - আমরা শেয়ার করে করে সবাইকে জানিয়ে দিবো।
মন্তব্য করুন