ইউজার লগইন

attokothon

sobak kache khoma cheye nichi..amrabondhu te registered howar po onekbar chestakorechibanglay likhar..bt avro phonetics er help niye jotokhone akta line likhi..tokhone bodh hoy enrejite..thukkuengilsh e banglar 20ta line lekha hoye jeto..ki kotrbo bhai..prothom prothom to...keu abar bhebe bosben na jeno..ami english medium e porua lass one er pichir mayeder moto bolchi.."janen bhabi amar chele to bangla akkebarei bolte pare na..ma dak to kono motei mukh diye ber kortei parlam na...amake MOm r or abbu k Dad ble..dekhen na bhabi..amra ki otoshoto bujhi.. Big smile

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

কৌশিক আহমেদ's picture


সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি..আমরাবন্ধু তে রেজিস্ট্রার্ড হওয়ার পর অনেকবার চেষ্টাকরেছিবাংলায় লিখার..বাট অভ্র ফোনেটিকস এর হেল্প নিয়ে যতক্ষণে একটা লাইন লিখি..তখন বোধহয় ইনরেজিতে....থুক্কুইংলিশ এ বাংলার ২০টা লাইন লেখা হয়ে যেতো..কি করবো ভাই...প্রথম প্রথম তো...কেউ আবার ভেবে বসবেন না যেনো...আমি ইংলিশ মিডিয়ামে পড়ুয়া....ক্লাস ওয়ানের পিচ্চি মেয়েদের মত বলছি..."জানেন ভাবি আমার ছেলে তো বাংলা এক্কেবারেই বলতে পারে না...মা ডাক তো কোন মতেই মুখ দিয়ে বের করতেই পারলাম না....আমাকে মম আর ওর আব্বুকে ড্যাড বলে...দেখেন না ভাবি..আমরা কি অতশত বুঝি... Big smile

কৌশিক আহমেদ's picture


ওয়ানের পিচ্চি মেয়েদের = ওয়ান এর পিচ্চির মায়েদের

মেঘকন্যা's picture


Big smile

মেসবাহ য়াযাদ's picture


মূল লেখা এবং অনুবাদ দুইটাই ভাল হয়েছে।
স্বাগতম এবিতে

নাজ's picture


স্বাগতম!

ফোনেটিক তো বাংলিশ লেখার মতই তাড়াতাড়ি লেখা যায়। কেবল দুই একটা জায়গা শিখতে হবে।

মাহবুব সুমন's picture


গুল্লি

মেসবাহ য়াযাদ's picture


কীরে ভাই, ক্ষেপলেন ক্যান ? গুল্লিতো সব শেষ হৈয়া যাইবো !

হাসান রায়হান's picture


ভাইস্তার মাথা গরম থাকে

নাজ's picture


চোখ টিপি

১০

কামরুল হাসান রাজন's picture


ব্লগে স্বাগতম Smile বাংলা শিখে ফেলেন ঝটপট Cool

১১

মীর's picture


আত্মকথন লাইক্কর্লাম। এবি'তে স্বাগতম।

১২

তানবীরা's picture


আপনি কষ্ট করে লিখলেই না পাঠক কষ্ট করে পড়বে। পাঠক ব্যাপারটাও কিন্তু ফেলনা নয় ম্যাম। Big smile

এবিতে স্বাগতম।

১৩

ইশরাত সাবেরিন সিমি's picture


কষ্ট করতে করতে অভ্যাস হয়ে যাবে আশা করি Big smile
তখন আর কষ্ট মনে হবে না

১৪

ইশরাত সাবেরিন সিমি's picture


ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করতে চাই না Tongue
কৌশিক কে অনেক ধন্যবাদ অনুবাদ করার জন্য।

১৫

ইশরাত সাবেরিন সিমি's picture


কৌশিক আপনাকে ছোট কোরার জন্য বলিনি কিন্তু Big smile

১৬

রশীদা আফরোজ's picture


স্বাগতম্।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ইশরাত সাবেরিন সিমি's picture

নিজের সম্পর্কে

লেখালেখি করা আর পরীক্ষার জন্য লেখার মাঝে আমি কোন তফাত পাই না...দুটোই আমি মনের মাধুরী মিশিয়ে লিখি

Ishrat Saberin Shimi'র সাম্প্রতিক লেখা