আনন্দ আজ আমার কাছে
আনন্দ হয়ত বিকেলের সোনালী রোদ্দুর
অথবা আবীর মাখা সান্ধ্য মেঘ;
তাতে কল্পনার রঙ আছে,
আছে কবিতার আবেগ,
আছে চাপা হৃদ্যতার আঁকুতি,
গভীর অন্তর্ভেদী দৃষ্টি;
আনন্দ হয়ত সময়ের বুকে
একচিলতে অর্থহীন অনুভূতি!
আনন্দ আমার বর্তমান;
বর্তমান কি ক্ষনস্থায়ী?
নাকি কল্পনার ডানায় অসীমের বিস্তৃতি!
সময় তার শেষ দেখতে চায়,
প্রায় নিভে যাওয়া অনুভূতি
ডানা মেলে বাতাসে ভাসতে চায়;
কাঁদা মাটির বসতি চায়।
মূহুর্তগুলো ভংগুর...
ভেঙ্গে পরে কাঁচের টুকরোর মত।
তাই শারদ আকাশ, শুভ্র কাশফুলের পর
আমি ফাগুন বাতাসের অপেক্ষায় থাকি...
কনকনে শীতের অস্তিত মানতে চাইনা!
এ আমার দূর্বলতা!
সময় তোমাকে বলি...
কেড়ে নিওনা আজ আমার অনুভূতি
পৃথিবী ভুলে, হলেইবা আজ আমার সাথী!
আনন্দ বাতের ব্যথার মত সময়ে জায়গা বদল করে বইন।
( ঈদের শুভেচ্ছা জানবেন 
আজ যেমন নিজের লাল পাঞ্চাবী বেদম খুশি দিচ্ছে, কাল খোকার গায়ে তেমনটা দেখে খুশিতে বাগবাগ হবো..আর অনুভূতি সে তো হাতের তালুতে রাখা হাওয়াই মিঠাই.....হুদাই এসব ভুজুং ভাজুং দিচ্ছি বইন..কেম্নে কই আমি ভালু কবিতা বুঝিনা
কানে কানে কই, আমিও না কবিতা ভালো বুঝিনা। আমার কবিতা গুলো কেমন বড় বেশী সাদামাটা। তবে একটা জিনিস সত্যি, কবিতা আমি লিখি, কোন রকম এডিটিং ছাড়া, হৃদয় যা বলে, আঙ্গুল দিয়ে কেবল তাই টাইপ করে ফেলি। এইটা আমার কাছে দারুন লাগে। পালিশ বিহীন অনুভূতির বহিঃপ্রকাশ।
চমৎকৃত হলাম
ধন্যবাদ জানাই।
নিশ্চয়ই এটি অবিনশ্বর সত্যি!
এটা হল নির্মম সত্য! কতকষ্টের পর আসে আনন্দের মূহুর্তগুলো; ধরে রাখা যায় না তা। স্রোতের মত ঠিকই চলে যায় দূরে।
সুন্দর
নতুন লেখা কই?
মন্তব্য করুন