রহস্যের চোরাগলি (একদিন মায়াপুরী ভ্রমণ )-----------নীলাঞ্জনা নীলা
সুখের গালে চিমটি দিয়ে
ভালোবাসা শেখাবো তোমায়
তুমি কিভাবে যাবে ?
এখানে সীমিত পথ ।
আমার রোদ , বৃষ্টি আগলে রাখে
মায়াপুরী ।
কিছুদূর এগুলেই নিশ্চিন্তের শয্যা
ঠিক ওখানেই ঘুমুবে
উপত্যকার ছায়ায় ।
তারপর ,
স্নান হবে আমার শিশিরে ।
ভেঁজাবো তোমার মাটি
আলতো রোদে জড়াবো শরীর
আবীর হয়ে ।
এই এখানেই এখন
তোমার বসত - বাটি ----
প্রতি রাতে চাঁদের আলো
রেশমী শাল পড়ে উষ্ণ উত্তাপের
স্নিগ্ধতার গানে ঠোঁট নাড়াবে
তখনও কি ভাবনায়
আমি নেই ?
অন্ধকার রহস্যের পাঁজরে জন্ম নেয় যদি
তোমার শিশু ,
চলে যাবে ?
অসম্ভব !
তুমি যে ভালোবাসায় আটকে গেছো
গোপন চোখের চোরাবালিতে ।
ল্যুভেন - লা - ন্যুউভ , বেলজিয়াম
৩০ - ১২ - ০৯ ইং ।।
কোন কিছুই স্থির নয়। কোন কিছুই।

Love knows no fair play.
উপরোক্ত নীতিমালার কারনে পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে আপনার পাতায় রেখে দেয়া হলো।
আচ্ছা নতূন পোষ্ট কি কয়েক বছর আগের হতে পারে ? মানে যেসব এখনও আলোর মুখ দেখেনি ?
ধন্যবাদ suggestion এর জন্যে
সুন্দর।
অনেক দেরি যদিও
তবুও বলি
এবি তে সুস্বাগত।
লিখতে থাকুন। ভাল থাকুন।
অফটপিকঃ আপনার বায়োটা চমত্কার।
মন্তব্য করুন