যার প্রতীক্ষায় আছি
কুয়াশাঘন রাস্তা,
সকাল,
ধোঁয়াটে নদী কিংবা
নরোম আলো আলতো কামড়ে
ঝুলে থাকা
রাত্রি ক্লান্ত ডুবন্ত চাঁদ;
খয়েরী ইঁটের ফুটপাতে
ঝরে থাকা পাতাদের শিশিরভেজা মর্মরে
অস্ফুট ছবি দেখে,
আধোঘুমে আধোজাগরণে হেঁটে চলা
অবয়বের রহস্য মেলানো
পোড়া তামাকের ধোঁয়া আর
হিম বাতাসে,
প্রতীক্ষায় একচিলতে রোদ;
টুকরো এক আগুন জ্বেলে উষ্ণতার
খোঁজে জড়োসড়ো হওয়া শহুরে পেঙ্গুইনেরা
হাতে হাত ঘষে নিলে,
এক চিলতে মাটির গন্ধ
ঘাসের ফাঁকে উকি দেয়;
একলা রিকশার টুংটাং নিঃশব্দে
মিশে যাওয়া দোতলা জানালার শার্সি
আমার।
এই
শারদীয় অপরাহ্নে হলদে আলো
আর বিবর্ণ বর্ষণে ভিজে ভিজে
প্রতীক্ষায় থাকি
পৌষের সকালের।
.
.
.
.
.
-praxis
(লেখকের কথাঃ এই ব্লগে আমার প্রথম পোষ্ট, উষ্ণ কোনকিছুর বদলে হিমসকালের কাব্য দিয়েই শুরু হল।)
দুর্দান্ত কবিতা। পড়ে ভালো লাগলো।
এবি'তে পথচলা শুভ হোক। এরকম মন মাতানো লেখা আরো আসুক।
থ্যাঙ্কস,
চমৎকার কিছু অভিজ্ঞতার আশা করছি।
নতুন ব্লগে পথচলা শুভ হোক।
কবিতাটা দুইবার আসছে।একটা মুছে দেন।।
ধন্যবাদ,
পোষ্ট করতে যেয়ে কিছু জিনিশ তালগোল পাকিয়ে ফেলেছি। ঠিক করে নিচ্ছি।
এই
শারদীয় অপরাহ্নে হলদে আলো
আর বিবর্ণ বর্ষণে ভিজে ভিজে
প্রতীক্ষায় থাকি
পৌষের সকালের।
দারুণ। এ বি তে স্বাগতম।এ বি তে পথচলা আনন্দময় হোক।
থ্যাঙ্কস,
এখানে লিখে আনন্দ পাওয়া যাবে মনে হয়!
থ্যাঙ্কস,
এখানে লিখে আনন্দ পাওয়া যাবে মনে হয়!
আমরাবন্ধুতে স্বাগতম ।
এই কবির তরতাজা কবিতা আমরাবন্ধুতে পাবো ভেবে খুশী লাগছে ।
(আপনিও আবার (স্বদেশ হাসনাইন এর মতো) কইয়েন না যে, আমার চারবছরপূর্তির পোস্টের সূত্র ধইরা )
আরে,
শিপন ভাই!
সামুর লেখকদের দেখা যায়! হাসান ভাইকে এখানে লিখতে দেখেছিলাম, উনি বললেন চলে আসো। অনেকদিন হয়ে গেছে, চলে এলাম।
লেখা দিবো সব আনকোরাই।
বাংলায় একটা প্রবাদ আছে, 'আমি যাই বঙ্গে তো আমার কপালও যায় সঙ্গে!
কেনো বললাম সেটা ক্রমে ক্রমে বুঝতারবেন ভাইটি! প্রথমেই আপনার জন্য উষ্ণ শুভেচ্ছা- স্বাগতম

কবিতা দুটি জটিল হইছে ভাই! তবে একটি প্যারা দু'বার এসে যাওয়ায় পাঠক পড়তে গিয়ে ছন্দ পতনের মুখে পড়তে পারেন। প্যারাটি হলো:
" অবয়বের রহস্য মেলানো
পোড়া তামাকের ধোঁয়া....
....................
প্রতীক্ষায় একচিলতে রোদ;"
দয়া করে ঠিক করে নেবেন ভাই।
" নরোম্ আলোর আলতো কামড়ে" হলে যেনো বেশি মানান সই হতো।(নাকি সেটাই ছিলো, দ্রুত টাইপ করতে গিয়ে 'র' বাদ পড়েছে, সেটার সম্ভাবনাই বেশি...ঠিক কইছি না?) চমৎকার কবিতা দিয়ে শুরু করলেন, আস্তে ধীরে আপনার পছন্দীয় বিষয়ের উপর মনকাড়া সব পোষ্ট পাবো, বন্ধুব্লগের আমরাও সেই প্রতীক্ষায় থাকলাম
আনন্দময় হোক বন্ধুর সাথে আপনার সময়গুলো। বন্ধুব্লগের সাথেই থাকুন, এর পাতায় চোখ রাখুন..ডিং ডং
শুভেচ্ছা নিরন্তর।
এরকম উষ্ণ অভ্যর্থনা পাইলে কে আসবে না কন!
থ্যাঙ্কস, ঠিক করে নিলাম। আর "নরোম আলো" টা "র" জেনেশুনেই বাদ দিয়েছিলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে লিখবার চাইতে পড়বার আগ্রহই খানিক বেশি।
আপনার নিকটা অদ্ভুত! এবি তে স্বাগতম।

আমি কবিতা বুঝি না তেমন, তবে আপনার কবিতা দিয়ে আসন্ন নাগরিক শীতের সকাল দেখতে পেলাম যেন
অনেক ধন্যবাদ। নিকটা পছন্দ হয়ে গেছে তাই আর ছাড়তে পারলাম না।
কবিতা আর বোঝা, আমি নিজেও এ ব্যাপারে খুব কাঁচা। তবে এইটা সত্য যে শীতকাল আমার খুব প্রিয়।
ভালো লেগেছে!+
ভালো লাগলো জেনে।
দারুণ। এ বি তে স্বাগতম।এ বি তে পথচলা আনন্দময় হোক।
ধন্যবাদ। চমৎকার কিছু অভিজ্ঞতার অপেক্ষায় আছি।
আমি মূখ্যসূখ্য মানুষ। কি বলবো বুঝতে পার্তেসি না।
তবে এ বি তে স্বাগতম।
কোন সমস্যা নাই, যা মনে হবে কয়ে দিবেন।
নতুন লেখা দেন।
খাইছে!
এতো তাড়াতাড়ি!!
সুস্বাগতম এবিতে।
কাব্যমূর্খ মানুষ; পড়ে আরাম লাগলো এটুকু্ই বলতে পারি।
একটা কথা, আপনার নিক পুরোটা দেখতে পাচ্ছি না, কী সেটা?
কাব্য পড়ায় সিরিয়াস হওনের কিছু নাই, পড়ে আরাম পাইছে এতেই আমি অনেক খুশি। আর আমার নিকটা পুরা হইল "আমি উঠে এসেছি সৎকারবিহীন"।
থ্যাঙ্কস।
ভাল লেগেছে। এবিতে স্বাগতম
থ্যাঙ্কস, আপনার লেখা কিছু পড়েছি সিসিবি তে। অবশ্য আপনি সেই শওকত ভাই নাকি শিওর নই।
মন্তব্য করুন