রাতের শহর'এর ব্লগ
দিনলিপি -
অনেকদিন পরে আসলাম ... ......... নিজেকে প্রায়ই ভূলতে বসেছিলাম ।
সকালে উঠে নিজ দেহের মোটর গাড়িটা স্টার্ট দেই ... তারপর খানা-খন্দ , অলি-গলি পেরিয়ে .... অফিসের পথ ...... মাপা আবেগ --- দেড় ইঞ্চি মাপের হাসি প্রসারিত করে দেড় ফুটের হাসি হেসে ..... বসের মোটর গাড়িতে তেল প্রবাহিত করতে হয় .... ...... এরপর আবার ষ্টার্ট
.........
লোকেশন ---- বরাবরের জন্য রাসবিহারীর নৈবদ্য লাভের মতো .....
ধন্যবাদ ........ আমরাবন্ধু .............
আমাকে এখনো ভূলে যাওনি...............
তোমরা আসলেই আমার === তোমার ======= সকলের বন্ধু.....
এগিয়ে যাও .... শুভেচ্ছা রইল ।।
স্বগতোক্তি (প্রবাহমানতা -৩)
স্বগতোক্তি ( প্রবাহমানতা-৩)
এই পৃথিবীর সুখহীন নীড়ে..
"বাদী" বলে না হয় হোক পরিচয় ,
অনেক মামলা রয়েছে ঝুলে..
"বিবাদীর" মুখে কত কথা রয় ।।
তিমিরের মতো কালো আঁধারে
আলো খুঁজিবারে সাহস কোথায় ?
কথা ভেঙে কত কথা পড়ে রয়..
কৌশলীর হাতে আঁধার ঘনায় ।।
সাজা আছে মোর অনেক প্রাপ্য
তাইতো মাথা নুয়ে আছি গো ...
মন বেঁধে যদি সাজা দিতে চাও
দাও সাজা দাও, আমি চুপ রব ।।
প্রতিটি জীবন পুঁতির মতো..
মালা গেঁথে রই, লাগালাগি করে,
আমিও তার বাহিরে নইগো..
বেঁচে আছি অনেক জীবন ধরে ।।
ছোট-বড় সব জীবন মিলিয়ে..
বেঁচে থাকি আমি পাথরের মতো,
ঝড়ো হাওয়া বহে, ধুলি উড়া পথে..
ছায়া ছায়া হয়ে বাড়ায় ততো ।।
কিছু প্রশ্ন, ছায়া হয় হোক..
তাই বলে কি সব ভোলা যায় ?
জীবনের খোঁজে জীবন আছে গো..
বন্দর ছেড়ে দুর পাড়ি দেয় ।।
তবু বন্ধনা চলে জীবন সংগীত,
কোলাহলে মাতে মনের নুপুর,
প্রতিটি মানুষ নিজ নিজ পথে
পাড়ি দেয় নিয়ে অজানার সুর ।।
আমি তুমি (প্রবাহ মানতা-২)
আমি তুমি আর মন ( প্রবাহমানতা-২)
আমি তুমি আর সবাই হলেম
ওই আকাশের মুক্তোমালা
হেসে হেসে কাঁদি, কেঁদে কেঁদে হাসি
ভেজাই মোদের দুঃখের জালা ।
ভিজিয়ে রাখি, যতটুকু পাড়ি
পাছে যদি আবার না ভূলে যায়,
যোগ-বিয়োগের নানা রূপতলে
হাজার সুখের নদী সাতরায় ।
সাঁতরে সাঁতরে বহুদুর যায়
এক অজানার আলোহীন পাড়ে,
নিঃসঙ্গ যখন জড়িয়ে ধরে
মন বলে আছি তোমার ধারে ।
আমি আর মন, মন আর আমি
দু'জনে মিলে খুনসূটি করি
একটি নদীর দু'কুল ধরে
জোয়ার-ভাটার জল মেপে ভরি ।।
প্রবাহমানতা
প্রবাহমানতা
জীবন নিয়ে জীবন খেলা
ভাসাই মোরা রংঙের ভেলা,
নানান রংঙের দেশে ...
পাগলা মনের খনিক চাওয়া
মন-মাতানো দক্ষিন হাওয়া ,
স্রোতের সাথে মেশে ।
চলতে গিয়ে হোঁচট লাগে
বুকের মধ্যে ব্যাথা জাগে,
তবুও তো নেই বসে ..
আশা আলোর হাতটা বাড়ায়
স্বপ্নচারী এসে দাড়ায়,
সপ্ত তারা খসে ।
কি অভিমান গুমড়ে কাঁদে
কোন সে ব্যাথা গোপন খাদে,
সব ফেলে দাও ঝেড়ে..
মনটা করো পাখির মতো
(তাহলে) দুর অজানা সাথি হতো,
ক্লান্ত সময় ছেড়ে ।
ভালবাসার এক এক ধরন
তার ভিতরে কত মরন,
সময়টাকে মেপে..
কেউ হয়তো পেয়ে হাসে
কেউ বা আবার দুঃখে ভাসে,
মুখে হাসি লেপে ।
তাই বলে কি মন ছোঁব না
ওগো আমার সু লোচনা,
পদ্ম হাতে নিয়ে..
যে যার খুশি বলে বলুক
হৃদয়টা ওর পথে চলুক
নব রত্ন দিয়ে ।।
মানুষ
মানুষ
বুক চিতিয়ে বলি মোরা...
আমি মানুষ , মানুষ আমি
কতটুকু মানুষ আছি..
জানেন তাহা অন্তর্জামী ।।
অগাধ টাকার মালিক হলে ...
মানুষ মোরা বলি তারে ,
পথের ধুলায় যারা থাকে..
ওরা পরে কোন কাতারে ?
নিজের কাছে প্রশ্ন হলে ..
লজ্জা আমি রাখবো কোথায় ?
বিবেক টাকে কষে বেঁধে ..
আমি "মানুষ" বলবো সদায় ।
কিছু হলেই বলি মোরা ..
জীবন বড় কঠিন রে ভাই,
বলছেন আপনি সত্য কথা..
"ও" কথারি খাওয়া নাই ।
আমার মাথায় আসে না যে,
জীবন কেন কঠিন হবে?
বিবেক হীনের কিছু কাজে..
মাশুল কেন গরীব দিবে ?
যেমন খুশি চলছে চলুক
আমার কথায় সবাই হাসে,
ভবিতব্যের এই খেলাতে..
দুঃখের কথা দুঃখেই ভাসে ।।
অনুভূতি
অনুভূতি তাং- ০৮/১১/২০১১
প্রথম কথা কেমন যে হয়,
লগ্ন আসে কি সুর নিয়ে ?
নতুন চোখের প্রথম পড়া ,
কোন ভাষাতে আসে ধেয়ে ??
হাজার কথা বুকের মাঝে ...
ফুটে উঠে গন্ধ নিয়ে,
একটি মুখই ভাসতে থাকে..
সব কথাকে ফাঁকি দিয়ে ।।
ঝাপটা লাগে কিসের যেন ...
প্রথম পাওয়ার অন্তরাতে,
জীবন তখন ধন্য যে হয়..
নুতন করে জীবন মাতে ।।