অনুভূতি
অনুভূতি তাং- ০৮/১১/২০১১
প্রথম কথা কেমন যে হয়,
লগ্ন আসে কি সুর নিয়ে ?
নতুন চোখের প্রথম পড়া ,
কোন ভাষাতে আসে ধেয়ে ??
হাজার কথা বুকের মাঝে ...
ফুটে উঠে গন্ধ নিয়ে,
একটি মুখই ভাসতে থাকে..
সব কথাকে ফাঁকি দিয়ে ।।
ঝাপটা লাগে কিসের যেন ...
প্রথম পাওয়ার অন্তরাতে,
জীবন তখন ধন্য যে হয়..
নুতন করে জীবন মাতে ।।
সুন্দর লাগ্লো অনুভুতির প্রকাশ...
শিরোনাম টা বাংলায় করে দিলে ভালো দেখায়
বাংলায় করে দিলাম ।
অনুভূতি। শিরোনাম ভুল দেখতে ভাল লাগে না
পড়লাম।
সহজ ভাষায় সুন্দর কবিতা।
শিরোনামের বানান ঠিক করে নিন।
এবিতে সুস্বাগত।
পড়তে থাকুন, লিখতে থাকুন। ভাল থাকুন।
টেংকু দাদা বি..ষন্ন .
আমি ও আমি ভীষন ধন্য ।।
অভ্যর্থনার জন্য
এ অধম ধন্য ।।
মন্তব্য করুন