স্বগতোক্তি (প্রবাহমানতা -৩)
স্বগতোক্তি ( প্রবাহমানতা-৩)
এই পৃথিবীর সুখহীন নীড়ে..
"বাদী" বলে না হয় হোক পরিচয় ,
অনেক মামলা রয়েছে ঝুলে..
"বিবাদীর" মুখে কত কথা রয় ।।
তিমিরের মতো কালো আঁধারে
আলো খুঁজিবারে সাহস কোথায় ?
কথা ভেঙে কত কথা পড়ে রয়..
কৌশলীর হাতে আঁধার ঘনায় ।।
সাজা আছে মোর অনেক প্রাপ্য
তাইতো মাথা নুয়ে আছি গো ...
মন বেঁধে যদি সাজা দিতে চাও
দাও সাজা দাও, আমি চুপ রব ।।
প্রতিটি জীবন পুঁতির মতো..
মালা গেঁথে রই, লাগালাগি করে,
আমিও তার বাহিরে নইগো..
বেঁচে আছি অনেক জীবন ধরে ।।
ছোট-বড় সব জীবন মিলিয়ে..
বেঁচে থাকি আমি পাথরের মতো,
ঝড়ো হাওয়া বহে, ধুলি উড়া পথে..
ছায়া ছায়া হয়ে বাড়ায় ততো ।।
কিছু প্রশ্ন, ছায়া হয় হোক..
তাই বলে কি সব ভোলা যায় ?
জীবনের খোঁজে জীবন আছে গো..
বন্দর ছেড়ে দুর পাড়ি দেয় ।।
তবু বন্ধনা চলে জীবন সংগীত,
কোলাহলে মাতে মনের নুপুর,
প্রতিটি মানুষ নিজ নিজ পথে
পাড়ি দেয় নিয়ে অজানার সুর ।।
শুরুর চেয়ে শেষের সুর টা ভাল লেগেছে।
মন্তব্য করুন