দূরে কোথাও
মাঝে মাঝে মনে হয়
কোন এক সন্ধ্যায়
চলে যাই কোন এক অজানায়
বসে থাকি একাকী
ঘাস ফড়িং আর কাশ ফুলের মুখোমুখি।
ঠাকে যদি নদী কাছাকাছি
যেতাম হেটে তার পাশাপাশি
পা পিছলে যদি যেতাম নদীর জলে
যদি যেতাম হারিয়ে জলের অতলে
কেমন হত তবে
ভাসতে ভাসতে গেলাম চলে স্বপ্নের অতলে।
হঠাৎ ভেদ করে সকল চেতনার স্তর
একটি সত্য হয় প্রতীয়মান
যেতে হবে ফিরে
সেই চির চেনা কোলাহলে
যেথায় হয় ইচ্ছে ম্রিয়মান ।
রুমিয়াকে অনেক দিন পর দেখলাম...
ভালো লাগলো...
নিয়মিত দেখতে চাই
Tutul vai,shobar agee apner cmmnt..khub vallagse.thank u
Blog e lekha eitai amar prothom lekha..er agee konodin kothao likhi nai.kobita diya shuru.kottoboro shahosh
kemon hoise ashole k jane !!
Ek bondhu onek inspire korse.seita kame lagse.arekjon hoilo Satil vai.eita postaite Satil vai darun helpaise.ta na hoile kosto hoito.Satil vaire dhoinna:)
তুমি এই বাংলিশে লিখলে কিন্তু বাংলা হয়ে যায়... জানো এইটা?
ফোনেটিক ইউজ করো... দেখবা বাংলা লিখা কত্ত সহজ...
bashay giya try dimune Tutul vai...ami ekhon offc e....kew dekhle khobor ase..hehehe..
সুন্দর---
Shaon,porar jonno & shundor bolar jonno apnake onek onek dhonnyabaad
সুন্দর। আমি রুমিয়াকে আগে দেখি নাই।কবিতা ভাল্লাগে। নিয়মিত লিখেন।
স্বপ্নের মতো শুরু হোক লেখনির হাত
কল্পলোকে উঁকি দিক নতুন সুপ্রভাত,
ইচ্ছেগুলো রঙ্গিন হোক আঁখির অপলকে
“রুমিয়া” নামের নব পদ্যকার জাগুক ব্লগে।
খু্উব ভালো হয়েছে.........
ধন্যবাদ
ভালু লেগেছে। খুবই সুন্দর। ধইন্যা।
onek onek dhoinna..cmmnts peye asholei vallagtese..!!!
Thank u:D ami ai prothom likhlam...tai dekhenni.majhe majhe 2/1 ta lekhay cmmnt korechhi.chesta korbo likhte.. porar jonne abaro dhonnyabaad:)
আপুনি বন্ধুব্লগে সুস্বাগতম

বেশ সবল লেখনি। আমি এখনও ছাড়পত্র পাইনি এখানে
মুটিপা বাংলায় লেখেন
। বাংলিশে মন্তব্য করলে বাজে দেখায়। এতদিন হইয়া গেলো ফনেটিক টা শিখলেন না :p। টিউটোরিয়াল গুলা দেখেন আর পড়েন 
পাঠক হিসাবে কবিতা সুন্দর হইছে তবে ইনার মিনিং কেমন জানি হতাশ মনে হইল। যাই হোক এইটা আমার কথা। কবিতা বোদ্ধারা কি কয় সেইটা দেখার অপেক্ষায় থাকলাম
ধন্যবাদ।বাংলা লিখতে চেসটা করতেছি।আমারো এই ভাবে লিখতে ভালো লাগতেছে না।কিনতু অনেক time লাগতেছে,একটু কস্ট হৈতেছে
আপনের ভালো লাগছে জেনে খুশি হৈছি 
যেতে হবে ফিরে
সেই চির চেনা কোলাহলে
যেথায় হয় ইচ্ছে ম্রিয়মান ।
যেতে হবে একদিন, তাই বলে মন এখনই খারাপ করার কোন দরকার নাই।
লেখা ভাল হইছে, চলতে থাকুক লেখা........শুভ কামনা।
শামসীর
পোড়া মাটির দালানে শুয়ে কেবল স্বেপ্নর মধ্যে প্রকৃতির গহীনে হারিয়ে যেতে পারা যায়।কিব রুমিয়া কিভাবে পা পিছলে নদীর জলে পড়ে যেতে পারে বুঝিনা....পারলে বুঝায়ে দিয়েন
আপনেরে তো ঠিক চিনলাম না জাবেদ ভাই..নদীর পার পিছলা ছিলো।তাই পইরা গেছি
ওরে......নাম করা ব্লগার
।আপনে cmmnt করছেন দেইখা খুব খুশি হৈলাম।লেখা ভাল হইছে জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ।দেখি লেখা চালাই নিতে পারি নাকি
try করবো inshAllah 
আরে বস..... তোমার প্রথম পোস্ট!!!!!!!!!!!!!!!!!!!
কনগ্রেটসসসসসসসসসসসসস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
একটা কথা জিগাই: তুমি কি সাঁতার পারো???
ওরে.....বস.......ধইন্না
সাঁতার পারি না বস...
ডুইবা গেলে খবর আছে 
ঘটনা কী? রুমিয়ারে দেখি সবাই চিনে! খালি আমিই চিনি না!
যাউগ্গা, কবিতা ভালো পাই।
মুকুল ভাই ধন্যবাদ
হ কেউ কেউ চেনে
আপনেও এখন চিনলেন 
লাইক করলাম, খুব সুন্দর কবিতা।
তানভীরা আপু....অনেক ধন্যবাদ আমার পোস্ট পরার জন্য
অনেক ভাল্লাগছে আপনার মন্তব্য পেয়ে..। 
ব্লগে এলো রুমিয়া
এতোদিন পরে কেন,
কোথা ছিলে ঘুমিয়া?
(পোয়েটিক তুমি-তোমারি)
================================
সুস্বাগতম। দারুণ প্রাণোচ্ছ্ল একজন ব্লগারের আগমন ঘটলো বলে মনে হচ্ছে
হাহাহা..।
কবিতাটা দারুন হৈছে..।আমার লেখা পরার জন্য অনেক ধন্যবাদ
আমি যতটুকু জানি আপনি চিটাগাং এর।আমিও..।আহা কি মজা.. 
wawww....onekgula protivar akta....very good well done......
ওরে.......হোসাইন ভাই..!!!!!অনেক ধন্যবাদ...
আপ্নের নতুন লেখা পাইতেসিনা অনেকদিন ধৈরা..
কবিতা ভাল লাগলো । সবারই কেউ না কেউ পরিচিত এখানে, আমি একাই শুধু কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না । এটাই ভাল লাগলো না । (চেনা = সামনাসামনি পরিচিত)
সুন্দর। পড়লে গানের মত লাগে।
মন্তব্য করুন