সুখবর সুখবর সুখবর !!!!
আমি স্বাতী...এবির মেম্বার... মাঝে মাঝে গ্রুপ-এ মেইল করতাম...ব্লগ এর কেউ কেউ চিনে...এই প্রথম এবির ব্লগ-এ লিখাতেছি......এইটা কোনো সুখবর না......:-P,
এত দিন ভাবতেছিলাম কি লিখি কেমনে লিখি......আজকে এক্ টা খবর শুনে এত ভালো লাগলো যে হঠাৎ মনে হইল এইটা দিয়াই শুরু করি...জানি না কেউ জানেন কিনা...............
খবরটা হইল আমাগো টূটূল ভাই আর নাজ দুইজন থেকে তিন জন হইতে যাচ্ছেন.........টুটূল ভাই বাবা আর নাজ মা হতে যাচ্ছেন......ইনশাআল্লাহ এই জুলাই তে......
এত বড় একটা সুখবর অথচ টূটুল ভাইর নাকি নিজ থেকে কাউরে কইতে একটূ একটূ লজ্জা লাগতেছে......তো হোনে ওয়ালি ফুপু হিসাবে উনি আমারে পারমিশন দিছেন যে আমি চাইলে মাইক ভাড়া কইরা সবাইরে জানাইতে পারি তাতে ওনার আপত্তি নাই......এত বড় একটা খবর কি সবার সাথে কি শেয়ার না করে কি থাকা যায়......সবাই মন খুইল্লা প্রান খুইল্লা দোয়া কইরেন...।
আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল আপনাদের জন্য......।
পরিশেষে এইটাই বলতে চাই বাংলা লিখা অনেক কষ্ট......:-( (ইমোট আইকন এর কি কোনো ব্যবস্থা করা যায় না......)
আরে এইটা কে আসছে দেখি তো একটু
প্রথম প্রথম বাংলা লিখতে একটু কষ্ট তাও সমস্যা নাই। কিছু ইমো টেক্সট বক্সের উপরে দেওয়া আছে। মেইলে যেভাবে ইমো দেওয়া হয় এইখানেও সেইভাবে ইমো দেওয়া যায়।
টুটুল ভাই কিছু দিন আগে আমারে খুব লাজুক লাজুক ভাব নিয়া বলছে নতুন মেম্বার আসতেছে। আমরা সবাই তাদের জন্য দুআ করি।
অই হই কি জটিল খপর!
খারান আমি একটা ফাল মাইরা লই...দিসি
২২ল ভাই আর নাজ ডাড়লিং রে শুভেচ্ছা অনেক
মিস্টি খাওনের অপেক্ষায় রইলাম
আর আপু তুমি আইস ভাল করস, নিয়মিত লেইখ
ডাড়লিংও কইতাছো আবার মিস্টি খাওনের অপেক্ষাও করতেছো?
ছিঃ ছিঃ সবার সামনে আমারে এমনে শরম না দিলেও পারতা :(
ডাড়লিং তুমি এক্ষনি মিষ্টির দোকানে যাও, ২কেজি মিষ্টি কিনে পেট ভরে খাও :D
সানগ্লাস পইরা থাকলে কেমনে চিনবা...?
সরি ইমোট আইকন এর ওপশন টা আগে খেয়াল করি নাই....নয়া নয়া আইছি তো... .
টুটলা ভাই ও ভাবীকে শুভেচ্ছা আর খুশির খবর লইয়া আহনে স্বাতী বু রে ডবল স্বাগতম
স্বাতী'রে ওইল্কাম দিয়া কি করুম? ও তো খাওয়াইতোনা।
এর চেয়ে টুটুল ভাই আর নাজ'রে এডভান্স কংগ্র্যাটস জানাইয়া রাখলাম। হেরা নিচ্ছয় খাওয়াইবো ।
আপ্নেরে উয়েল্কাম জানাইলাম

টুটুল ভাইয়ের বাপ হওনের অগ্রীম খুশীতে মিষ্টি বিতরণ করতে আইলাম।
ফুরাইয়া যাওনের আগেই বুঝিয়া লন
এ তো মেলা খুশির খবর।। শুনিয়া পরান জুড়িয়া গেল!২২ল ভাই আর আমগো নাজ ভাবীরে অনেক অনেক অভিনন্দন!
পিওনগিরি করার জন্য স্বাতী আপুরে ধইন্যবাদ !!
ওয়াও..... বিশাল খপর..............আমগো নাটুল আইতাসে....
নাজ আর টুলটুল বাই....দুইজনরেই ঈদ মুবারক..... 
স্বাতি আপা কেরম আসেন ? আমি ফয়সাল..মনে আসে কিনা কে জানে...
এইটা একটা সুখবরই বটে, দুজনকেই অনেক অভিনন্দন!
ইশ্... টুটুল ভাইরে কতো ভালোমানুষ মনে করতাম... শেষ পর্যন্ত তিনিও!!!
যাক, কী আর করা... তবু শুভেচ্ছা... অভিনন্দন... আড়াইজনরেই...
স্বাগতম
ওরে নারে.... টুট্লা মামায় নববর্ষে নব্য পিতা হৈতেছে সুইন্যা প্রান জুরায় গেল। মামীরে সুবেচ্চা আর মামা খাওয়ার খাতা আরো একটা পাওনা যুগ হৈল
স্বাতী এইরাম খপর জানানির লাইগ্যা আপনারে কি দিমু বুঝতাছি না দেশে ফিরলে মনে করায় দিয়েন স্টার কাবাবে খাওয়ামু নে
খাইছে !!! এইটাতো বিরাট সুখবর :D
আরে সব্বোনাশ ...
কনগ্রাটস জানাইয়া গেলাম ;) (বেবাক্তেই জানায়)
ধন্যবাদ আমার এবং নাজ এর পক্ষ থেকে ... আমরা আপনাদের ভালোবাসায় মুগ্ধ... আশা করছি জীবনের বাকিটা সময় আপনাদের ভালোবাসার মধ্যেই থাকতে পারব...
ভাল থাইকেন সকলে
স্বাগতম।
আমিও মামা হইতে যাইতেছি ...

এই যে আমার একটা ভাই খুজে পাওয়া গেছে :D
খুইজা পাইলেন কেমতে?
যাউক চাচা ফুপ্পিগো ভিরে একজন মামা পাওয়া গেল :)
সেটাই :D
এতো বিশাল সুখবর।
আমি ফুপুদের দলে নাম লিখাইলাম।
এই সুখবরটা দেয়ার জন্য স্বাতী আপুকে
স্বাগতম সহযোগে ব্যাপক ধইন্যা বর্ষণ করা হইল।
ফুপ্পির দল ভারি হৈলো :)
জোসসসসসসসসস!!!!!!!!!!!!!!!!!!!!!! জটিললললললললসসসসসসসসস!!!!! কংগ্রেটস টু ২২ল ভাই এবং নাজ ভাবী! :)
(জুলাইয়ে কইলাম আমারও জন্মদিন!!!) জুলাইয়ে যারা জন্মায়, তারা খুব ভাল এবং শান্ত-শিষ্ট হয়! ;-)
হ
আমার বউয়ের বাড্ডেও জুলাইতে
আমার বউ খুউব ভালা
আমার বাড্ডেও জুলাই তে
জুলাইবাসি রকস \m/
আমি আগেও কইছি এখনো কই "জুলাই" মাসে প্রচুর ভালো লুক জন্মাইছে । মাইনষের কথা কই না, নিজের কথাই কইলাম ঃ)
@ টুটুল
একদম শেষ লাইনে কি লিখলা?
লেখাটা বুঝা যাইতেছে না.................. :P
@ ফয়সাল ভাই
একদম ঠিক ;)
টুটুল অনেক পরিশ্রমী ছেলে। সে পরিশ্রমের ফল পাইতাছে। তাহার জন্য শুভেচ্ছা।
ব্লগবাসীদের জানাইয়া রাখি- নাজ আমার বোন হয়। সো আমি মামা হইতাছি।
হাহাহাহা :)
থ্যাংকু :)
মামা'র আদর যে কি আদর, আহা! :D
চাচা'র আদর ফচা :P
বিশাল সুখবর।
আমিও ফুপুদের দলে নাম লিখাইলাম।
আপ্নারেও মেলা থ্যাংকু :)
হায় আললাহ ..এতো লোকজন....
যারা আমারে চিনতে পারছেন আমিও তাদের কে চিনতে পারছি......
আমারে স্বাগতম জানানোর লাইগা ধন্যবাদ....আর ধন্যবাদ জানানোর লাইগা ওয়েলকাম....
স্বাতী, আমি আর আপনি সমনামী।
আমি জুলাইতে আসছি ঢাকা, তাই আমি একেবারে বাচ্চার আকিকা খাবো। টুটুল ভাই, খালা হলে বেশি খাতির নাকি ফুপ্পী হলে? আমি সেই দলেই যাই ..................
ফুপ্পী হৈলেতো বুঝেনই ... আমার বইনের কোঠায় এক্সট্রা খাতির ;)
আর খালা হৈলে মাসুম ভাই যদি তার বইনেগো খাতির করে সেইটা তার ব্যাপার ;)
ঠিকাছে, আমি খালা - ফুপ্পী দুইটাই হইলাম। আদর মিস করতে রাজি না।
ধন্যবাদ বস
২২ল ভাই অনেক ধন্যবাদ দিলেন সবাইরে... মামা খালা ফুপি সব বানাইলেন আমাদেরকে... তার জন্য নাজকে আর আপনেকে ধন্যবাদ ... অনেক মজা পাইলাম সুখবরে... এখন সুখবরের কারনে তাড়াতাড়ি মিস্টি মুখ করা্নোর ব্যবস্থা করেন.. :-P
ফুপুরা কি এতই ফকির যে এরম এক্টা খপরে তাগো হাত খুলে না?
লজ্জা পাইলাম ;)
সব্বোনাষ, এইডা কী কৈলি ?
আশা করছি জীবনের বাকিটা সময় আপনাদের ভালোবাসার মধ্যেই থাকতে পারব...
তাই বইলা দেখিস, বছর বছর য্যান....
শুভ সংবাদ, শুভকামনা
আচ্ছা, আপনাদের লক্ষী ছেলে টুটুল এর মত আমার জন্মও তো এই আমরা-বন্ধু (aB) তেই নাকি? তাইলে সবাই ফুপু আর চাচা হইতে এত আগ্রহী/ ব্যস্ত কেন? খালা আর মামা কি দোষ করছে? :@
যারা ফুপু আর চাচা হইতে চান তাদেরকে মাইনাস। আর যারা মামা আর খালা হইতে চান তাদেরকে বাবু'র পক্ষ থেকে আগাম ভালবাসা। :D
যাইহোক, দুনিয়ার সব ফুপু, চাচা, মামা, খালাদের বলতেছি.. বাবু'র জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাবুকে একটা সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক জীবন দান করেন।
সবশেষে Thanks to all & a Big Thanks to my Dearest aB! এই aB যে আমাকে কি দিয়েছে, তা জানে হয়তো অনেকেই কিন্তু বুঝি শুধুই আমি......
ওলে আমি খালা/ফুপু হয়ে যাইতেছি.
নাটুল কে অভিনন্দন
মন্তব্য করুন