একালের পিকুদের ডাইরি ১
ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছি, সামনেই বংগবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন, খুব ঘটাপটা করে নানা রকম ছবি, ব্যানার এ সাজান হয়েছে পথ-ঘাট। সারাদিন মাইকে ৭ই মার্চ এর ভাষণ বাজান হচ্ছে । আমার পাঁচ বছর বয়সী ছেলে, তার পৃথিবীকে জানার আকুল আগ্রহ ও সেই পরিমাণের বিপুল প্রশ্নবাণ নিয়ে জানতে চাইল এটা কার ছবি আম্মু, কেন সব জায়গায় এই ছবি টানান হল। বললাম আমাদের দেশের প্রথম প্রেসিডেন্ট, আমাদের দেশের যুদ্ধেরর গল্প। এবার আমার ছেলের জিজ্ঞাসা তাহলে উনি এখন কোথায় আছেন, তাকে কি দেখা যাবে? আমি আমার ছেলেকে বুঝিয়ে বললাম, তিনি মারা গেছেন; পরবর্তী এটম বোমা গুলো হল...
-মারা গেলে এভাবে ছবি সাজান হয়? আমারটাও সাজানো হবে, সবার?
-না বাবা, সবার ছবি সাজান হয়না। উনি একজন অনেক বড় মানুষ।
-অনেক লম্বা? ও অনেক দুধ আর হরলিকস খায়, আর সগজি (সবজি) ও খায়? কী ভাবে মারা গেল?
-বললাম ওনাকে দুষ্টু লোকেরা মেরে ফেলেছে।
-উনি কি স্টার হয়ে গেছেন? কে মেরে ফেললো? কীভাবে মেরে ফেললো?
-এবার বললাম ...গুলি করে মেরে ফেলেছে।
-ওকে মেরে ফেলাটা কি ঠিক হলো?
-না একদম ঠিক হয়নি।
-কেন? ওরা পঁচা লোক? ওরা এখন কোথায়? ওরা ওকে ভালোবাসেনা, ওকে চায় না?
-দুষ্টু লোক গুলো এখন পুলিশ-এর কাছে। ওদের বিচার হচ্ছে (অর্ধ সত্য বলার কারণ হল ছেলেকে ফাঁসি কি সেটা সঙ্গত কারণে জানাতে চাইনি, ফাঁসি কি এবং কাকে বলে উদাহরণসহ বুঝাতে হলে সমূহ বিপদের সম্ভবনা, বাড়ীতে নিজের উপর চর্চা করে দেখতে পারে ঠিক বা শক্ত শাস্তি হল কিনা)।
এবার প্রশ্নবাণ থেকে আবদার এ পদন্নোতি- আম্মু আমি ঐ লোকগুলোকে মারতে পুলিশের কাছে যেতে চাই।





আপনার ছেলেটা ফাটাফাটি। ও কোন স্কুলে পড়ে?
আর লেখা এত ছোট কেন? পড়তে বসার আগেই শেষ হয়ে যায়। সিরিজের পরের পর্বগুলো আরো বড় হওয়া চাই।
ধন্যবাদ মীর ভাই, জি ছেলেটা আসলেই ফাটাফাটি; হেটে যাবার সময় ফাটাতে ফাটাতে যায়। তিনি সানিডেলের টিচারদের মাথা খারাপ করছেন।পরের পর্বগুলো আরো বড় করার জন্য ছেলেকে আরো বড় কিছু ঘটাতে বলছেন ?
 ?
ভাই কেবলই পিকুর ডায়েরি ওস্তাদ আগেই একটা লিখে গেছেন। এবার যদি পিকু'র পাশাপাশি ওর মাএর ডায়েরিও আসে, খ্রাপ কি?
আর পিচ্চিটার ছবি দেন, দেখি।
ডিসক্লে.: আমাকে মীর বলে ডাকতে হবে।
very smart looking kid.
সুমি, চিমটি। আমার ছেলেও সানিডেলে পড়ে - ফোরে। আপনার ছেলে কোন ক্লাশে?
ডায়রী লেখে চলতে থাকুক। বড় - ছোট কোন ব্যাপার না। লিখতে লিখতেই লেখা অভ্যাস হয়ে যাবে 
 
গুড জব
তুমি উতসাহ দিলে, আমি ঝাপিয়ে পড়লাম, ইয়া আলি।
হেঁহেঁ! পিচ্চিগুলো খুব জ্বালালো!
ওনাদের তো আবার কিছু বলা খুবই বিপজ্জনক। খালি ক্রস ম্যাচিং করে।
ওনাদের তো আবার কিছু বলা খুবই বিপজ্জনক। খালি ক্রস ম্যাচিং করে।

পোলাতো নয় যেনো আগুনেরই গোলা... মাশাল্লাহ !
পোলার আম্মার লেখা ভাল হৈছে
আমার ছয় বছরের মেয়ে রিমঝিমকে সকালে স্কুলে দিয়ে আসার সময় এমন প্রশ্নের উত্তর আমারো দিতে হয়। আজ রিক্সা পাচ্ছিনা মানে জেতে রাজি হচ্ছেনা রিক্সাচালকরা। ওরা কেন যেতে চায় না, রেস্ট নিচ্ছে? রিমঝিমের প্রশ্ন।
আমাদের কাছ থেকে উৎসাহ পাবেন সেই নিশ্চয়তা দিচ্ছি এইবার কি বোর্ড নিয়ে ঝাঁপায়ে পড়েন
 এইবার কি বোর্ড নিয়ে ঝাঁপায়ে পড়েন  
বাহ! বাহ! এখঙ্কার পিচ্চিরা এক একটা দেখি মাস্টার পিস
জি, তারা নমস্য।
ওরে, পোলাপানের প্রশ্নের জ্বালায় ধানমন্ডি লেকে লাফ দিতে মঞ্চায় মাঝে মধ্যে... এমন আজিব আজিব সব প্রশ্ন করে
নজু ভাই আপনি লাফ দেয়ার সময় আমাকে ডাইকেন, vdo করে রাখব।
পিচ্চিগুলা মাস্টারপিস একেক্টা
বাহ বাহ তোর ছেলে তো লেখক বানিয়ে দিল তোকে! মাশাল্লাহ।
তুই তো ভাল লিখিসরে।।... লিখে যা! পাঠক হলাম তোর।
মন্তব্য করুন