Freedom Dance Team of Bangladesh - CTGU
আমি চীনে পড়াশুনা করি। মেডিসিন এন্ড সার্জারি নিয়ে পড়ছি । পড়াশুনার পাশে পাশে নাচ আমার সঙ্গী ছিল। প্রায় ১৪ বছর ধরে নাচ করি। আমার বিশ্ববিদ্যালয়ে ড্যান্স টিম আছে । অনেকগুলি আছে । কিন্তু একমাত্র আমার টিমকেই বিশ্ববিদ্যালয়ের ড্যান্স টিম হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমি যেই সিটিতে আছি ওখানে একটা ড্যান্স স্টুডিওতে জ্যাজ ড্যান্স শিখাই ।
আগামী মাসের ৭/৮ তারিখে আমাদের ""বিগ ড্যান্স শো"" ।
আজকে ছিল কোরিওগ্রাফি পর্ব । সবাই নিজের ড্যান্স দেখাবে । তার মধ্য থেকে ২ জনের কোরিওগ্রাফি সিলেক্ট করবে । পিক দেখে বুঝে গেছেন যে আমারটা সিলেক্ট করেছে !! জি হ্যাঁ আমারটাই প্রথম হয়েছে । কিন্তু কথা হচ্ছে সেকেন্ড হয়েছে একটা মেয়ের ড্যান্স । পিচ্চি মেয়েই বলা যায় । অসাধারণ নেচেছে ! কোরিওগ্রাফিও সেই ছিল । মাত্র ৩ বছর হল মেয়েটা নাচে । আমার তো অনেক বছর হল । !!!
মনে মনে বলতেছিলাম মেয়েটার ড্যান্স কেই প্রথম সিলেক্ট করা হোক । ওসব কথা বাদ পুরুস্কার হিসেবে দিয়েছে একটা স্প্রাইট হায়রে চাইনিজ !!!
সব শেষে জানতে পারলাম শুধু আমার ড্যান্স টাকেই সিলেক্ট করেছে ড্যান্স শোয়ের জন্য !!! ফিলিংস্টাও একটু অস্থির ছিল !!
ইয়েস!! ইয়েস!! করতেছিলাম তা দেখে আমার #জ্যাজ ড্যান্সের স্টুডেন্টরা হাসতে ছিল !!
খুশিতে বাংলায় বলে দেই
তোরা বুঝবি নারে এই ফিলিংস !! এখনো বাচ্চা তোরা
বেশ বেশ, শো'র ছবি দিতে ভুইলেন্না কিন্তু।
ছবি কিভাবে অ্যাটাচ করে??? আমি করতে পারতেছি না
যাস্ট স্প্রাইট? ধিক্কার
বাহ্
আরো ছবি চাই
স্প্রাইটের কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল
মনে হচ্ছে চাইনিজ মাল এবং মন দুটোরই গুণগত মান নিয়ে ভরসা করা যায় না 
ছবি অ্যাটাচ করতে পারতেছি না !!
মন্তব্য করুন